আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার, আত্রাই উপজেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নওগাঁ জেলা রাজশাহী বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন |
প্ল্যাটফর্ম | ১টি |
রেলপথ | ডুয়েলগেজ (১,৬৭৬ মিমি) এবং (১০০০ মিমি) |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | AHS |
ইতিহাস | |
চালু | ? |
অবস্থান | |
এই স্টেশনে কোন মিটারগেজ ট্রেন যাত্রাবিরতি দেয় না।
ইতিহাস
সম্পাদনাজামিদার মুন্সী আহসান উল্লাহ মোল্লা এম.এল.সি স্টেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ শাসনকালে স্টেশনটি আত্রাই ঘাট নামে নামকরণ করা হয়, তবে পরে তা পরিবর্তন করে মুন্সী আহসান উল্লাহ মোল্লার নামে রেখে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়।[২] পরে মুন্সী আহসানউল্লাহ মোল্লার পুত্র মোল্লা আবুল কালাম আজাদ এমপি স্টেশনটিকে আবার পুনর্নির্মাণ করেন।
পরিষেবা
সম্পাদনাআহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যেসব ট্রেন যাত্রাবিরতি দেয় নিম্নে তা উল্লেখ করা
ঢাকা-চিলাহাটি
ঢাকা-বিঃমুঃসিঃইঃ
রাজশাহী-চিলাহাটি
রাজশাহী-বিঃমুঃসিঃইঃ
খুলনা-চিলাহাটি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আহসানগঞ্জ স্টেশনের টোকেন মেশিন বিকল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন | সারাদেশ"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ মাযহারুল ইসলাম তরু (২০১২)। "মোল্লা, আহসান উল্লাহ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।