আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটি রেলওয়ে স্টেশন[১]

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থাননওগাঁ জেলা রাজশাহী বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতপশ্চিমাঞ্চল রেলওয়ে
লাইনচিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন
প্ল্যাটফর্ম?
ট্রেন পরিচালকবাংলাদেশ রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু?
অবস্থান
Map

ইতিহাসসম্পাদনা

জামিদার মুন্সী আহসান উল্লাহ মোল্লা এম.এল.সি স্টেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ শাসনকালে স্টেশনটি আত্রাই ঘাট নামে নামকরণ করা হয়, তবে পরে তা পরিবর্তন করে মুন্সী আহসান উল্লাহ মোল্লার নামে রেখে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নামে নামকরণ করা হয়।[২] পরে মুন্সী আহসানউল্লাহ মোল্লার পুত্র মোল্লা আবুল কালাম আজাদ এমপি স্টেশনটিকে আবার পুনর্নির্মাণ করেন।

পরিষেবাসম্পাদনা

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

তথ্যসূত্রসম্পাদনা

  1. "আহসানগঞ্জ স্টেশনের টোকেন মেশিন বিকল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন | সারাদেশ"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭ 
  2. মাযহারুল ইসলাম তরু (২০১২)। "মোল্লা, আহসান উল্লাহ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743