জয়পুরহাট রেলওয়ে স্টেশন

জয়পুরহাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি ১৮৮৪ সালে ব্রিটিশ রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ১৯২৪ সালে মিটারগেজ লাইন হতে ব্রডগেজ লাইন স্থাপন করা হয়। এটি জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে অবস্থিত। জয়পুরহাট রেলস্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। দুটি বৃহত্তম রেল জংশন, সান্তাহার এবং পার্বতীপুর এই স্টেশনটির খুব কাছে। প্রতিদিন অনেক ট্রেন এই স্টেশনটি দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। জয়পুরহাট বাংলাদেশের একটি সীমান্ত নিকটবর্তী জেলা, হিলি স্থলবন্দর জয়পুরহাটের খুব কাছাকাছি, তাই ভারত, নেপাল বা ভুটান যেতে চান এমন অনেক লোক রেলপথে জয়পুরহাটে আসেন। তারা এই স্টেশন থেকে রেলপথে হিলিতেও যেতে পারেন। এটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর অধীনে পরিচালিত ।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন
বাংলাদেশ রেলওয়ের স্টেশন
অবস্থানজয়পুরহাট জেলা
 বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°০৫′৫৬″ উত্তর ৮৯°০১′৩৩″ পূর্ব / ২৫.০৯৯০° উত্তর ৮৯.০২৫৯° পূর্ব / 25.0990; 89.0259
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
লাইনচিলাহাটি–পার্বতীপুর–সান্তাহার–দর্শনা লাইন
প্ল্যাটফর্ম
অন্য তথ্য
অবস্থাসচল
ইতিহাস
চালু১৮৮৪
অবস্থান
মানচিত্র

পরিষেবা

সম্পাদনা

জয়পুরহাট রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা