ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই ষ্টেশনটি একটি সুন্দর কার্ভে অবস্থিত, যা যাত্রীদেরকে মুগ্ধ করে।
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | নাটোর জেলা, রাজশাহী বিভাগ![]() |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
লাইন | চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
![]() |
ইতিহাস
সম্পাদনাঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনটি মূলত ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের বিকল্প স্টপেজ হিসেবে তৈরি করা হয়।
ঈশ্বরদী জংশন দ্বারা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং এই অঞ্চলগুলোও রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতো। প্রথম দিকে যমুনা নদী ফেরি চলাচল দ্বারা ট্রেনকে নদী পার করানো হতো। ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালুর পর ঢাকার সাথে এই দুই অঞ্চলের যোগাযোগ করা সহজতর হয়, সেই সাথে বাড়তে থাকে ট্রেনের সংখ্যা। কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোকে ঈশ্বরদী জংশনে এসে রেক ঘুরিয়ে ইঞ্জিন খুলে পুনরায় রেকের অপরপ্রান্তের সাথে যুক্ত করতে হতো যার জন্য প্রচুর সময় ব্যয় করতে হতো। এই সমস্যা দূর করার জন্য মূল স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নতুন একটি স্টেশন নির্মাণ করা হয়, যা কিনা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন নামে পরিচিত। মজার ব্যাপার হলো নামে ঈশ্বরদী হলেও এর অবস্থান নাটোরের লালপুর উপজেলায়।।
পরিষেবা
সম্পাদনাঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন যাত্রাবিরতি করে নিম্নে তা উল্লেখ করা হলো:
- একতা এক্সপ্রেস ( ৭০৫ ঢাকা থেকে আসার পথে)
- দ্রুতযান এক্সপ্রেস ( ৭৫৮ ঢাকা যাওয়ার পথে)
- সিল্কসিটি এক্সপ্রেস
- ধুমকেতু এক্সপ্রেস
- পদ্মা এক্সপ্রেস
- রাজশাহী এক্সপ্রেস
- চিলাহাটি এক্সপ্রেস
- বুড়িমারী এক্সপ্রেস (শুধু ৮০৯ আপ এর জন্য)
- রকেট এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।