রাজশাহী এক্সপ্রেস

ঢাকার সাথে উত্তরবঙ্গকে যুক্তকারী একটি লোকাল/কমিউটার ট্রেন

রাজশাহী এক্সপ্রেস কমিউটার(ট্রেন নাম্বার-৫/৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি কমিউটার ট্রেন।[] ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকাকে রাজশাহী বিভাগের সাথে সংযুক্ত করেছে। রাজশাহী এক্সপ্রেস (৯৯ নং ঢাকা কমিউটার) ট্রেনের সাথে রেক বিনিময় (ভাগ) করে চলে। ট্রেনটি "চাঁপাই মেইল" নামেও পরিচিত।

রাজশাহী এক্সপ্রেস কমিউটার
রাজশাহী এক্সপ্রেস কমিউটার ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরু
শেষ
ভ্রমণ দূরত্ব?
যাত্রার গড় সময়
  • রাজশাহী এক্সপ্রেস-৫= ১০ঘণ্টা ১০ মিনিট।
  • রাজশাহী এক্সপ্রেস-৬= ৪ঘণ্টা ১০ মিনিট।
পরিষেবার হারদৈনিক
রেল নং৫/৬
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
রেক ভাগকরণঢাকা কমিউটার

যাত্রাপথ

সম্পাদনা
  • রাজশাহী এক্সপ্রেস-৫ (ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ) পথে চলে।
  • রাজশাহী এক্সপ্রেস-৬ (চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী) পথে চলে।

যাত্রাবিরতি

সম্পাদনা

রাজশাহী এক্সপ্রেস যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

সময়সূচি

সম্পাদনা

(রাজশাহী এক্সপ্রেস দুই রেকে চলাচল করে)

  • রাজশাহী এক্সপ্রেস-৫= ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে দুপুর ১২টা ২০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে।
  • রাজশাহী এক্সপ্রেস-৬= চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে, ঈশ্বরদী পৌঁছায় দুপুর ১২টা ৪০ মিনিটে। এই রেকটি পরের দিন ভোর ৫টায় ঢাকা কমিউটার হয়ে ঢাকা যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জয়দেবপুর-ট্রেনের-সময়সূচী"www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩