ঢাকা কমিউটার
ঢাকা কমিউটার বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি কমিউটার ট্রেন[১]। ট্রেনটি রাজশাহী বিভাগের ঈশ্বরদী থেকে ঢাকা রেলপথে চলাচল করে।[২] ঢাকা কমিউটার রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সাথে রেক বিনিময় করে চলাচল করে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | ঈশ্বরদী রেলওয়ে স্টেশন |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ? |
যাত্রার গড় সময় | ৬ ঘণ্টা ১০ মিনিট |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৯৯ |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
যাত্রাপথসম্পাদনা
ঢাকা কমিউটার ঈশ্বরদী থেকে ঢাকা রেলপথে চলাচল করে ।
যাত্রাবিরতিসম্পাদনা
ঢাকা কমিউটার যাত্রাপথে থাকা প্রায় সকল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়।
সময়সূচিসম্পাদনা
ঢাকা কমিউটার ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ভোর ৫টায়, ঢাকা পৌঁছায় সকাল ১১টা ১০ মিনিটে। এই ট্রেনটি (৬ নাম্বার রাজশাহী এক্সপ্রেস) হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "জয়দেবপুর-ট্রেনের-সময়সূচী"। www.railway.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৩।
- ↑ "১১ অক্টোবর থেকে চলবে রাজশাহী ও ঢাকা কমিউটার ট্রেন"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬।