সিল্কসিটি এক্সপ্রেস
সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং- ৭৫৩/৭৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম শহর তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। ২০০৩ সালের ১৪ই আগষ্ট ট্রেনটি চালু হয়। বর্তমানে সিল্কসিটি এক্সপ্রেস ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ নিয়ে চলাচল করছে।
![]() | |
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | আন্তঃনগর ট্রেন |
অবস্থা | চলমান |
স্থান | বাংলাদেশ |
প্রথম পরিষেবা | ২৬ জানুয়ারি ২০০২ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | রাজশাহী রেলওয়ে স্টেশন |
বিরতি | ১২ টি |
শেষ | কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা |
ভ্রমণ দূরত্ব | ২৬০ কিলোমিটার |
যাত্রার গড় সময় | ৫ ঘন্টা ৫০ মিনিট |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (রবিবার সাপ্তাহিক বন্ধ) |
রেল নং | ৭৫৩/৭৫৪ |
ব্যবহৃত লাইন | আব্দুলপুর-পুরনো মালদহ লাইন
চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন ঈশ্বরদী-জামতৈল লাইন জামতৈল-জয়দেবপুর লাইন নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | এসি চেয়ার,এসি স্লীপার ও নন এসি চেয়ার |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
অটোরেক ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
অন্যান্য সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার |
|
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
বৈদ্যুতীকরণ | নেই |
পরিচালন গতি | ১০০ কিঃমিঃ/ঘন্টা |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | রাজশাহী |
রেক ভাগকরণ | ধুমকেতু এক্সপ্রেস
পদ্মা এক্সপ্রেস বনলতা এক্সপ্রেস |
সময়সূচী সম্পাদনা
বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী,
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির সময়সূচিঃ
ট্রেন
নং |
প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | গন্তব্য স্টেশন | পৌছানোর সময় | সাপ্তাহিক
ছুটি/বন্ধ |
---|---|---|---|---|---|
৭৫৩ | ঢাকা | ১৪:৪৫ | রাজশাহী | ২০:৩৫ | রবিবার |
৭৫৪ | রাজশাহী | ০৭:৪০ | ঢাকা | ১৩:৩০ |
যাত্রাবিরতি সম্পাদনা
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)