সিল্কসিটি এক্সপ্রেস

বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা

সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং- ৭৫৩/৭৫৪) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনসমূহের মাঝে অন্যতম একটি ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাচীনতম শহর তথা পশ্চিমাঞ্চলীয় পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীর মাঝে যাতায়ত করে। এটি বিলাসবহুল ও অত্যাধুনিক আন্তঃনগর ট্রেন। ২০০৩ সালের ১৪ই আগষ্ট ট্রেনটি চালু হয়। সিল্কসিটি এক্সপ্রেস ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচবি কোচ নিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে ট্রেনটি নতুন চাইনিজ কোচে চলাচল শুরু করেছে।

সিল্কসিটি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাচলমান
স্থানবাংলাদেশ
প্রথম পরিষেবা২৬ জানুয়ারি ২০০২; ২২ বছর আগে (2002-01-26)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুরাজশাহী রেলওয়ে স্টেশন
বিরতি১২ টি
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা
ভ্রমণ দূরত্ব২৬০ কিলোমিটার
যাত্রার গড় সময়৫ ঘন্টা ৫০ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন (রবিবার সাপ্তাহিক বন্ধ)
রেল নং৭৫৩/৭৫৪
ব্যবহৃত লাইনআব্দুলপুর-পুরনো মালদহ লাইন

চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন

ঈশ্বরদী-জামতৈল লাইন

জামতৈল-জয়দেবপুর লাইন

নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন
যাত্রাপথের সেবা
শ্রেণীএসি চেয়ার,এসি স্লীপার ও নন এসি চেয়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
অটোরেক ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
অন্যান্য সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভার
  • একটি বাংলাদেশ রেলওয়ে ৬৬০০ ক্লাস লোকোমোটিভ
  • ৪ টি এসি কোচ
  • ৭ টি নন এসি কোচ
  • গার্ডব্রেক,পাওয়ারকার ও লাগেজ কোচ ২ টি
  • গাড়ির সর্বমোট লোড ১৩/২৬
ট্র্যাক গেজব্রডগেজ
বৈদ্যুতীকরণনেই
পরিচালন গতি১০০ কিঃমিঃ/ঘন্টা
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণরাজশাহী
রেক ভাগকরণবনলতা এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস

সময়সূচী সম্পাদনা

বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী,

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির সময়সূচিঃ

ট্রেন

নং

প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় গন্তব্য স্টেশন পৌছানোর সময় সাপ্তাহিক

ছুটি/বন্ধ

৭৫৩ ঢাকা ১৪:৪৫ রাজশাহী ২০:৩৫ রবিবার
৭৫৪ রাজশাহী ০৭:৪০ ঢাকা ১৩:৩০

যাত্রাবিরতি সম্পাদনা

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)