চিলাহাটি মেইল
ঘাঘট মেইল (রেল নাম্বার-২৭/২৮) বাংলাদেশ রেলওয়ের একটি মেইল ট্রেন। পূর্বে ট্রেনটি চিলাহাটি এক্সপ্রেস(মেইল) নামে চলাচল করত। এই ট্রেনটি চিলাহাটি-পার্বতীপুর-চিলাহাটি রেলপথে চলাচল করে।[১]
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | মেইল ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | চিলাহাটি রেলওয়ে স্টেশন |
শেষ | পার্বতীপুর রেলওয়ে স্টেশন |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ২৭/২৮ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
গাড়িসম্ভার | মেইল ট্রেন কোচ |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
রেক ভাগকরণ | রকেট মেইল |
যাত্রাপথ
সম্পাদনাপার্বতীপুর থেকে চিলাহাটি ও চিলাহাটি থেকে পার্বতীপুর রেলপথে চলাচলকারী এই ট্রেনটি যাত্রাপথে থাকা সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়। চিলাহাটি থেকে পার্বতীপুর এসে এই ট্রেনটি রকেট এক্সপ্রেস নাম নিয়ে পার্বতীপুর-খুলনা-পার্বতীপুর রেলপথে চলাচল করে।
স্টেশন তালিকা
সম্পাদনাচিলাহাটি এক্সপ্রেস যেসকল স্টেশনে যাত্রাবিরতি দেয় নিম্নে তা উল্লেখ করা হলো:
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ dailygazipuronline। "বেসরকারি ব্যবস্থাপনা ট্রেন পরিচালনার চুক্তির মেয়াদ বাড়িয়েছে রেল কর্তৃপক্ষ | Daily Gazipur Online"। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৪।