কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
বাংলাদেশের কুষ্টিয়া জেলার রেলওয়ে স্টেশন
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[১]
পরিষেবা
সম্পাদনাপোড়াদহ রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:
আন্তঃনগর ট্রেনের সময়সূচি
সম্পাদনাআন্তঃনগর আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
সময় বিন্যাস:২৪ ঘন্টা; ১৩:০০ | ||||||||
ট্রেনের নাম | ট্রেন নং | কুষ্টিয়া কোর্টৈ পৌঁছায় | কুষ্টিয়া কোর্ট হতে ছাড়ে | প্রারম্ভিক স্টেশন | ছাড়ার সময় | গন্তব্য স্টেশন | পৌঁছানোর সময় | বন্ধের দিন (বার) |
বেনাপোল এক্সপ্রেস | ৭৯৫ | ১৬:৫৬ | ১৬:৫৯ | বেনাপোল | ১৩:০০ | ঢাকা | ২০:৪৫ | বূধ |
৭৯৬ | ০৩:২২ | ০৩:২৫ | ঢাকা | ২৩:৪৫ | বেনাপোল | ০৭:২০ | ||
সুন্দরবন এক্সপ্রেস | ৭২৫ | ০১:১২ | ০১:১৫ | খুলনা | ২১:৪৫ | ঢাকা | ০৫:১০ | মঙ্গল |
৭২৬ | ১১:৪৭ | ১১:৫০ | ঢাকা | ০৮:১৫ | খুলনা | ১৫:৫০ | ||
মধুমতি এক্সপ্রেস | ৭৫৫ | ১৯:৩৭ | ১৯:৪০ | ঢাকা | ১৫:০০ | রাজশাহী | ২২:৪০ | বৃহস্পতি |
৭৫৬ | ০৯:২২ | ০৯:২৫ | রাজশাহী | ০৬:৪০ | ঢাকা | ১৪:০০ | ||
টুঙ্গীপাড়া এক্সপ্রেস | ৭৮৩ | ১০:২৬ | ১০:২৯ | গোবরা | ০৬:৪০ | রাজশাহী | ১৩:১৫ | মঙ্গল |
৭৮৪ | ১৭:৫৭ | ১৮:০০ | রাজশাহী | ১৫:৩০ | গোবরা | ২২:১০ | ||
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মোঃ জাহিদ হাসান জিহাদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (২০২৪-০২-১৪)। "কুষ্টিয়া স্টেশনের ছোট প্ল্যাটফর্মে বড় ট্রেন, যাত্রীদের ভোগান্তি"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-৩০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।