কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন

বাংলাদেশের রেলওয়ে স্টেশন

কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি রেলওয়ে স্টেশন[] উত্তরদিকে ঢাকা এবং কালুখালি থেকে দুটি লাইন এসে এবং দক্ষিণদিকে গোবরা, যশোর এবং ভাটিয়াপাড়া থেকে তিনটি লাইন এসে এখানে মিলিত হয়েছে।

কাশিয়ানী জংশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানকাশিয়ানী উপজেলা গোপালগঞ্জ জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯৩২; ৯৩ বছর আগে (1932)
অবস্থান
মানচিত্র

অবস্থান

সম্পাদনা

কাশিয়ানী উপজেলা সদরে অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

১৮৭১ সালে তৈরি কু্ষ্টিয়া-গোয়ালন্দ ঘাট লাইনের শাখা হিসেবে কালুখালী থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত রেলপথ তৈরি করা হয় ১৯৩২ সালে।[] এসময় এই লাইনের স্টেশন হিসেবে কাশিয়ানী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ২০১৮ সালে কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত রেলপথ তৈরি হলে কাশিয়ানী জংশন স্টেশনে পরিণত হয়।[] ঢাকা-যশোর রেলপথ কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে মিলিত হয়েছে।

পরিষেবা

সম্পাদনা

কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বিপুল, নিজামুল হক। "ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন আগামী বছরেই"দেশবিদেশে.কম। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. arthonitee। "টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রা শুরু আজ"দৈনিক অর্থনীতির কাগজ। ২০২০-০৪-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  3. "ট্রেন যাবে গোপালগঞ্জ, উদ্বোধন কাল | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  4. "কাশিয়ানী-টুঙ্গিপাড়া রেলপথ প্রকল্পের ব্যয় বাড়ছে"www.bhorerkagoj.com। ২০২০-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩