মুকসুদপুর রেলওয়ে স্টেশন
মুকসুদপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় অবস্থিত ঢাকা-যশোর রেলপথের নির্মাণাধীন একটি রেলওয়ে রেলওয়ে স্টেশন। এর কোড MKSDR।[২]
মুকসুদপুর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মুকসুদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলা, ঢাকা বিভাগ বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°১৯′৫৩″ উত্তর ৮৯°৫১′১৯″ পূর্ব / ২৩.৩৩১৪৫° উত্তর ৮৯.৮৫৫৩৪° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | ঢাকা-যশোর রেলপথ |
নির্মাণ | |
গঠনের ধরন | নির্মাণাধীন |
অন্য তথ্য | |
স্টেশন কোড | MSDP |
ইতিহাস | |
চালু | ২০২৪ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হয়। প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে।[৩][৪][৫] ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বিপুল, নিজামুল হক। "ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন আগামী বছরেই"। দেশবিদেশে.কম। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Muksudpur Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ "আড়াই ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা থেকে যশোর"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০২-১৮। ২০২২-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ঢাকা-যশোর নতুন রেলপথ নির্মিত হচ্ছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।
- ↑ "ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ শুরু, ৬০ বছরেও মেরামত লাগবে না"। সারাবাংলা। ২০১৯-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯।