ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন

ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার একটি রেলওয়ে স্টেশন[১]

ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানগোপালগঞ্জ জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনকালুখালী-গোবরা লাইন
প্ল্যাটফর্ম
ট্রেন পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে
ইতিহাস
চালু১৯৩২
অবস্থান
মানচিত্র

অবস্থান সম্পাদনা

ভাটিয়াপাড়া ঘাট মধুমতি নদীর পাড়ে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

১৮৭১ সালে তৈরি কু্ষ্টিয়া-গোয়ালন্দ ঘাট লাইনের শাখা হিসেবে কালুখালী থেকে এই (ভাটিয়াপাড়া) ঘাট পর্যন্ত রেলপথ তৈরি করা হয় ১৯৩২ সালে।[২][৩]

পরিষেবা সম্পাদনা

ভাটিয়াপাড়া ঘাট রেলওয়ে স্টেশন থেকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস চলাচল করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Bhatiapara Ghat Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  2. "ট্রেন যাবে গোপালগঞ্জ, উদ্বোধন কাল"বাংলা ট্রিবিউন। ২০২০-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  3. "কাশিয়ানী-টুঙ্গিপাড়া রেলপথ প্রকল্পের ব্যয় বাড়ছে"www.bhorerkagoj.com। ২০২০-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩