জ্ঞানদিয়া রেলওয়ে সেতু

জ্ঞানদিয়া রেল সেতু বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার একটি রেল সেতু[][]

জ্ঞানদিয়া রেল সেতু
বহন করেট্রেন
অতিক্রম করেকুমার নদী
স্থানফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ,  বাংলাদেশ
পরিসংখ্যান
টোলনাই

ইতিহাস

সম্পাদনা

রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় ১৮৯৯ সালে। এরপর অব্যবস্থাপনা ও লোকসানের কারণে রেল কর্তৃপক্ষ ১৯৯৮ সালের ১৫ মার্চ বন্ধ করে দেন ৩৪ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী রাজবাড়ী-ফরিদপুর রেল রুট। পরবর্তীকালে এ অঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১০ মার্চ থেকে এ রেল রুটে নতুন করে কাজ শুরু করা হয়। ৯০ কোটি টাকা ব্যয়ে ৪ বছর ধরে পুনরায় তৈরি করা হয় রেল লাইন ও জ্ঞানদিয়া রেল সেতু। এরপর ২০১৪ সালের ৭ আগস্ট একটি আন্তঃনগর ট্রেন চলাচলের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয় রাজবাড়ী-ফরিদপুর রেল যোগাযোগ।

তথ্যসুত্র

সম্পাদনা
  1. "ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত"banglanews24.com। ২০১৭-০১-২২। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  2. "ফরিদপুরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, সড়কে ধস"banglanews24.com। ২০২১-০৯-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১