ফরিদপুর রেলওয়ে স্টেশন

ফরিদপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় অবস্থিত। এটি ফরিদপুরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত একটি একটি রেলওয়ে স্টেশন।[১]

ফরিদপুর রেলওয়ে স্টেশন
রেলওয়ে স্টেশনের প্রধান ভবন
অবস্থানফরিদপুর
 বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৩৬′৪০″ উত্তর ৮৯°৫০′৩৪″ পূর্ব / ২৩.৬১১০২৭৭° উত্তর ৮৯.৮৪২৬৫০২° পূর্ব / 23.6110277; 89.8426502
লাইনরাজবাড়ী-ভাঙ্গা লাইন
প্ল্যাটফর্ম১ টি
নির্মাণ
গঠনের ধরনমানক
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ইতিহাস
চালু১৮৯৯; ১২৫ বছর আগে (1899)
পুনর্নির্মিত২০১০; ১৪ বছর আগে (2010)
বিশেষ তারিখসমূহ
বন্ধ হয়১৯৯৭; ২৭ বছর আগে (1997)
পুনরায় নির্মাণ কাজ শুরু২০১০; ১৪ বছর আগে (2010)
পুণরায় চালু২০১৪; ১০ বছর আগে (2014)
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা
 

ফরিদপুর রেলওয়ে স্টেশন ১৮৯৯ সালে তৈরি করা হয়। রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত এই সেকশনটি লোকসানের অজুহাতে ১৯৯৭ সালে বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের সিদ্ধান্তে ২০১০ সালে নতুন করে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রেলপথ ও স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। যার কাজ শেষ হয় ২০১৪ সালে। ১৭ বছর পর ২০১৪ সালে আবার ট্রেন চলাচল শুরু হয়।[২] পদ্মা সেতুর রেল সংযোগের কারণে এই স্টেশনের গুরুত্ব বর্তমানে বেড়ে যায়। ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত লাইনের কাজ শেষ। ভাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একটি লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত যাবে।

 

পরিসেবা সমূহ

সম্পাদনা

আন্তঃনগর ট্রেনের সময়সূচি

সম্পাদনা
আন্তঃনগর আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি
সময় বিন্যাস:২৪ ঘন্টা; ১৩:০০
ট্রেনের নাম ট্রেন নং ফরিদপুরে পৌঁছায় ফরিদপুর হতে ছাড়ে প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় গন্তব্য স্টেশন পৌঁছানোর সময় বন্ধের দিন (বার)
বেনাপোল এক্সপ্রেস ৭৯৫ ১৮:৪২ ১৮:৪৫ বেনাপোল ১৩:০০ ঢাকা ২০:৪৫ বূধ
৭৯৬ ০১:৩৫ ০১:৩৮ ঢাকা ২৩:৪৫ বেনাপোল ০৭:২০
সুন্দরবন এক্সপ্রেস ৭২৫ ০২:৫৭ ০৩:০০ খুলনা ২১:৪৫ ঢাকা ০৫:১০ মঙ্গল
৭২৬ ১০:০৫ ১০:০৮ ঢাকা ০৮:১৫ খুলনা ১৫:৫০
মধুমতি এক্সপ্রেস ৭৫৫ ১৭:১৭ ১৭:১৮ ঢাকা ১৫:০০ রাজশাহী ২২:৪০ বৃহস্পতি
৭৫৬ ১১:৩৮ ১১:৪১ রাজশাহী ০৬:৪০ ঢাকা ১৪:০০

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অবৈধ দখলে ফরিদপুর রেল স্টেশনের জায়গা"কালের কণ্ঠ। ৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২২ 
  2. "১৭ বছর পর রেলগাড়ি ঝমাঝম"প্রথম আলো। ৮ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০