রাজবাড়ী এক্সপ্রেস

রাজবাড়ী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১০১/১০২/১০৫/১০৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি যাত্রীবাহী ট্রেন। রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেলপথে চলাচল করে। ট্রেনটি ব্রডগেজ রেলপথে চলাচল করে।[]

রাজবাড়ী এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
প্রথম পরিষেবা২৬ জানুয়ারি ২০২০
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুভাঙ্গা রেলওয়ে স্টেশন
শেষরাজবাড়ী রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৬৫ কিঃমিঃ
যাত্রার গড় সময়২ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং
  • ১০১ (রাজবাড়ী এক্সপ্রেস-১)
  • ১০২ (রাজবাড়ী এক্সপ্রেস-২)
  • ১০৫ (রাজবাড়ী এক্সপ্রেস-৩)
  • ১০৬ (রাজবাড়ী এক্সপ্রেস-৪)
যাত্রাপথের সেবা
শ্রেণীনাই
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
অন্যান্য সুবিধানাই
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
বৈদ্যুতীকরণনাই
পরিচালন গতি৬০-৭০ কিঃমিঃ/ঘন্টা

ইতিহাস

সম্পাদনা

বাশি ফুঁকে ও সবুজ পতাকা উড়িয়ে ফরিদপুর রুটে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের রুট বর্ধিতকরণ কাজ ও নতুন রেল চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জানুয়ারি ২০২০ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রুটের রেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।[] সেই সঙ্গে শুরু হয় রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মধ্যদিয়ে ভাঙ্গা-রাজবাড়ী রুটের এই রেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।[]

যাত্রাপথ

সম্পাদনা

রাজবাড়ী এক্সপ্রেস ১/২/৩/৪ নামে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সম্পাদনা

রাজবাড়ী এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

সময়সূচি

সম্পাদনা

বাংলাদেশ রেলওয়ের নতুন টাইমটেবিল-৫৩ এ এই মেইল ট্রেনটির নতুন কোড নির্ধারণ করা হয়েছে এবং সময়সূচি কিছুটা পরিবর্তিত হয়েছে।

নতুন টাইমটেবিল-৫৩ অনুযায়ী,

১০১ নং রাজবাড়ী এক্সপ্রেস-১ = রাজবাড়ী থেকে ছাড়ে সকাল ৬ টায়, ভাঙ্গা পৌঁছায় সকাল ৭টা ৪০ মিনিটে।

১০২ নং রাজবাড়ী এক্সপ্রেস-২ = ভাঙ্গা থেকে ছাড়ে সকাল ৮টা ১০ মিনিটে, রাজবাড়ী পৌঁছায় সকাল ৯টা ৫০ মিনিটে।

১০৫ নং রাজবাড়ী এক্সপ্রেস-৩ = রাজবাড়ী থেকে ছাড়ে বিকাল ৫টায়, ভাঙ্গা পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

১০৬ নং রাজবাড়ী এক্সপ্রেস-৪ = ভাঙ্গা থেকে ছাড়ে রাত ৮টায়, রাজবাড়ী পৌঁছায় রাত ৯টা ৪৫ মিনিটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'ফরিদপুর এক্সপ্রেস' হচ্ছে 'রাজবাড়ী এক্সপ্রেস'"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১ 
  2. undefined। "কাল চালু হচ্ছে ফরিদপুর-ভাঙ্গা রেলপথ"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১ 
  3. "রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা শুরু"Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১