মধুমতি রেল সেতু (মাগুরা)

মধুমতি রেল সেতু বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার একটি নির্মানাধীন রেল সেতু[][] মূলসেতুর দৈর্ঘ্য ৫৪৯ মিটার, ভায়াডাক্ট ১৬৮৩ মিটার।

মধুমতি রেল সেতু
বহন করেট্রেন
অতিক্রম করেমধুমতি নদী
স্থানশ্রীপুর উপজেলা, মাগুরা জেলা, খুলনা বিভাগ,  বাংলাদেশ
পরিসংখ্যান
টোলনাই

ইতিহাস

সম্পাদনা

২০১৮ সালের ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন হয়। দুটি প্যাকেজে ১৯ দশমিক ৯ কিলোমিটার মূল রেলপথ, কামারখালী ও মাগুরা স্টেশনে চার দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন, কামারখালী ও মাগুরা স্টেশন ভবন নির্মাণ, ২৭টি ছোট সেতু ও কালভার্ট নির্মাণ, ইলেকট্রিক ও সিগন্যালিং ব্যবস্থা তৈরি করা হবে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মধুমতি নদীর রেলসেতু প্রকল্প পরিদর্শন করলেন সেনাপ্রধান"www.shomoyeralo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  2. সংবাদদাতা, নিজস্ব; ফরিদপুর (২০২২-০৮-০২)। "মধুখালী-মাগুরা রেলপথ প্রকল্পের সময় বাড়ছে, ব্যয় নয়: রেলমন্ত্রী"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  3. "রেল নেটওয়ার্কে আসছে মাগুরা"আমাদের সময় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 

৪। https://mirakhter.com/projects/project-construction-of-broad-gauge-rail-line-from-madhukhali-to-magura-via-kamarkhali-major-bridge-1-549m-with-1683m-viaduct-major-bridge-2-90m-underpass-60m/