ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন
ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন।
ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | রাজবাড়ী-ভাঙ্গা লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৯৯ |
অবস্থান | |
অবস্থান
সম্পাদনাফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন সরকারি রাজেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত।
ইতিহাস
সম্পাদনারাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় ১৮৯৯ সালে। এরপর অব্যবস্থাপনা ও লোকসানের কারণে রেল কর্তৃপক্ষ ১৯৯৮ সালের ১৫ মার্চ বন্ধ করে দেয় ঐতিহ্যবাহী রাজবাড়ী-ফরিদপুর রেল রুট। পরবর্তীকালে এ অঞ্চলের মানুষের দাবী ও পদ্মা সেতু নির্মাণের [১] পরিপ্রেক্ষিতে সরকার ২০১০ সালে রাজবাড়ী থেকে ফরিদপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পুননির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালের ৭ আগস্ট একটি আন্তঃনগর ট্রেন চলাচলের মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু করা হয় রাজবাড়ী-ফরিদপুর রেল যোগাযোগ।[২] তারপর ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত পুননির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে।[৩] এসময় ফরিদপুর-ভাঙ্গা রেললাইনের স্টেশন হিসেবে ফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনাফরিদপুর কলেজ রেলওয়ে স্টেশনে কোন ট্রেনের স্টপেজ নেই।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সংবাদদাতা, ফরিদপুর জেলা। "পদ্মা সেতুর পাথর খালাসে বিপত্তি"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।
- ↑ "১৭ বছর পর রেলগাড়ি ঝমাঝম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।
- ↑ প্রতিনিধি, ফরিদপুর; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ফরিদপুরের ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধন"। bangla.bdnews24.com। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।