ভাঙ্গা রেলওয়ে স্টেশন
ভাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একটি রেলওয়ে স্টেশন।
উদ্বোধন
সম্পাদনা২০২০ সালের ২৪ জানুয়ারি শুক্রবার সকালে ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বলেন, আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা রেলপথে চলাচল উদ্বোধন করবেন।[১][২]
ইতিহাস
সম্পাদনারাজবাড়ী থেকে ফরিদপুর রেলপথ তৈরি হয় ১৮৯৯ সালে। খানখানাপুর, বসন্তপুর, আমিরাবাদ, অম্বিকাপুর, ফরিদপুর, ফরিদপুর কলেজ, বাখুণ্ডা, তালমা, পুখুরিয়া রেলওয়ে স্টেশনটি বন্ধ হয় ১৯৯০ সালের ১৬ সেপ্টেম্বর। পুরনো ৪৫ কিলোমিটার রেললাইনের সঙ্গে আরও ৫ কিলোমিটার যুক্ত হয়ে নতুন আঙ্গিকে এ রেললাইনের দূরত্ব হবে ৫০ কিলোমিটার। ব্রডগেজ পুনর্বাসন এ রেললাইনের সঙ্গে নতুন যুক্ত হয়েছে পুখুরিয়া রেলওয়ে স্টেশন থেকে ৫ কিলোমিটার অর্থাৎ ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত। পাচুড়িয়া থেকে ফরিদপুর স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয় ১৯৯৬ সালের ২৬ মার্চ। এর আগে ফরিদপুর থেকে পুখুরিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয় ১৯৯০ সালের ১৬ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার জনগণের কল্যাণে ২০১৩ সালে রেললাইনটি পুনর্নির্মাণ ও পুনর্বাসনের জন্য নির্দেশ দেন। রেলপথ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যথারীতি শুরু করে পুনর্নির্মাণ ও পুনর্বাসনের কাজ। পাচুড়িয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এ রেললাইনে রয়েছে বড়-ছোট ব্রিজ ও কালভার্ট মিলিয়ে ৬৬টি। রেলের নিরাপত্তা রক্ষীসহ রেল গেট রয়েছে ২৪টি এবং রেলের নিরাপত্তা রক্ষী ছাড়া গেট রয়েছে ১৯টি।[৩] ২০১৯ সালে ফরিদপুর ভাঙ্গা রেলপথের কাজ শেষ হয়।[৪][৫]
পরিষেবা
সম্পাদনাভাঙ্গা রেলওয়ে স্টেশন দিয়ে নিম্নের ট্রেনগুলো চলাচল করে-
- রাজবাড়ী এক্সপ্রেস (ট্রেন নাম্বার-১০১/১০২/১০৫/১০৬)
- মধুমতি এক্সপ্রেস (ট্রেন নাম্বার-৭৫৫/৭৫৫)
- সুন্দরবন এক্সপ্রেস (ট্রেন নাম্বার-৭২৫/৭২৬)
- বেনাপোল এক্সপ্রেস (ট্রেন নাম্বার-৭৯৫/৭৯৬)
- নকশীকাঁথা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-২৫/২৬) [৬]
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিনিধি, ফরিদপুর; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ফরিদপুরের ভাঙ্গায় রেলওয়ে স্টেশন উদ্বোধন"। bangla.bdnews24.com। ২০২০-০২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "'ভাঙ্গাকেও ইউরোপের মতো আধুনিকায়ন করে গড়ে তুলবো'"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "পাচুড়িয়া-ভাঙ্গা রেললাইন জুলাইয়ে চালু হবে"। www.bhorerkagoj.com। ২০২০-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ undefined। "কাল চালু হচ্ছে ফরিদপুর-ভাঙ্গা রেলপথ"। dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "ভাঙ্গা হবে রেল যোগাযোগের রোল মডেল: রেলমন্ত্রী"। www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৫।
- ↑ "রাজবাড়ী এক্সপ্রেসের যাত্রা শুরু"। Dhakatimes24.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪।