কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ)

বাংলাদেশের নদী

কুমার নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুরগোপালগঞ্জ জেলার একটি নদ। নদটির দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার, গড় প্রস্থ ৪৪ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কুমার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ১১।[১]

কুমার নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ঢাকা বিভাগ
নগর ফরিদপুর জেলা, গোপালগঞ্জ জেলা,
উৎস পদ্মা নদী
মোহনা মাদারীপুর বিলরুট নদী
দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার (৪৯ মাইল)

প্রবাহ সম্পাদনা

কুমার নদটি ফরিদপুর সদর উপজেলার পৌরসভার পাশ দিয়ে প্রবহমান পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করেছে। অতঃপর নদটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় রাগদি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মাদারীপুর বিলরুট নদীতে পতিত হয়েছে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৩-২৪। আইএসবিএন 984-70120-0436-4