আড়িয়াল খাঁ রেল সেতু

আড়িয়াল খাঁ রেল সেতু বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি রেল সেতু।[২] ঢাকা-যশোর রেলপথ তৈরি করার সময় এই রেল সেতুটি তৈরি করা হয়।[৩]

আড়িয়াল খাঁ রেল সেতু
বহন করেট্রেন
অতিক্রম করেআড়িয়াল খাঁ নদী
স্থানশিবচর উপজেলা মাদারীপুর জেলা, ঢাকা বিভাগ,  বাংলাদেশ
ইতিহাস
চালু২০২৩
পরিসংখ্যান
টোলনাই

ইতিহাস সম্পাদনা

পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় ২১৫ কিলোমিটার ব্রডগেজ লাইন নির্মাণ হচ্ছে। ২৩ কিলোমিটার ভায়াডাক্ট, ২ কিলোমিটার র‌্যাম্পস, আড়িয়াল খাঁ রেল সেতুসহ ৬৬ বড় সেতু, ২৪৪টি কালভার্ট, একটি হাইওয়ে ওভারপাস, ২৯টি লেভেল ক্রসিং ও ৪০টি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। ১৪টি নতুন স্টেশন বিল্ডিং নির্মাণের পাশপাশি ছয়টি বিদ্যমান স্টেশনের উন্নয়ন করাছে রেলপথ মন্ত্রণালয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিপুল, নিজামুল হক। "ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন আগামী বছরেই"দেশবিদেশে.কম। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "শেষ পর্যায়ে আড়িয়াল খাঁ রেল সেতুর কাজ" 
  3. সংবাদদাতা, নিজস্ব; মুন্সিগঞ্জ (২০২৩-০৮-১৯)। "ঢাকা-মাওয়ায় পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩ 
  4. "পদ্মা সেতুর রেল সংযোগে অর্থায়ন জটিলতা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩