শিবচর রেলওয়ে স্টেশন
শিবচর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত ঢাকা- খুলনা ও যশোর রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এর স্টেশন কোড SHBCR।[২] এখন থেকে নিয়মিত, রাজশাহী থেকে ছেড়ে আশা মধুমতি এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আশা নকশীকাঁথা এক্সপ্রেস এ দুটি ট্রেন ভাঙ্গা জংশন হয়ে, শিবচর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশন ঢাকা পর্যন্ত যাবে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প আজ বাস্তবায়ন হয়েছে।
শিবচর রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | শিবচর উপজেলা মাদারীপুর জেলা ঢাকা বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | ঢাকা-যশোর রেলপথ |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ ( ভূমিস্থ) |
অন্য তথ্য | |
স্টেশন কোড | SHCR |
ইতিহাস | |
চালু | ২০২৩ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করছে রেলপথ মন্ত্রণালয়। এ প্রকল্পের আওতায় ১৪টি নতুন স্টেশন ভবন ও ছয়টি স্টেশন পুনর্নির্মাণ করা হচ্ছে, রেললাইনে রয়েছে ৬৬টি গুরুত্বপূর্ণ সেতু এবং ২৪৪টি ছোট সেতু।[৩]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বিপুল, নিজামুল হক। "ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন আগামী বছরেই"। দেশবিদেশে.কম। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Tiru, Somanko। "Shibchar Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ "পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প তত্ত্বাবধানে সেনাবাহিনী"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।