গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন
গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন[২] বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার গেন্ডারিয়া থানায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[৩][৪] ঢাকা-যশোর রেলপথ এই স্টেশন থেকেই শুরু হয়েছে।[৫]
গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | গেন্ডারিয়া থানা ঢাকা জেলা ঢাকা বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন ঢাকা-যশোর রেলপথ |
প্ল্যাটফর্ম | ২টি |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
ইতিহাস | |
চালু | ১৮৮৫ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাবিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। ১৮৮৫ সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৪৪ কিমি দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করা হয়। এসময় এই লাইনের স্টেশন হিসেবে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন(Grand Area) তৈরি করা হয়।[৬] ঢাকা-যশোর রেলপথ নির্মাণের সময় এই স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়।[৭]
পরিষেবা
সম্পাদনাগেন্ডারিয়া রেলওয়ে স্টেশন দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ও কিছু লোকাল ট্রেন চলাচল করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "Gandaria Railway Station Map/Atlas - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "গেন্ডারিয়া রেলস্টেশনে বিপর্যস্ত যাত্রীসেবা"। প্রথম আলো। ২০১৪-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "ঢাকা-নারায়ণগঞ্জের যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত"। দ্য ডেইলি স্টার Bangla। ২০১৯-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "পদ্মা সেতুতে রেল সংযোগ || উপ-সম্পাদকীয়"। জনকন্ঠ। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯।
- ↑ Reporter, Staff। "২৩৯ দিন পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২।