গফরগাঁও রেলওয়ে স্টেশন
গফরগাঁও রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি ১৮৮৬ সালে চালু হয়। ২০১৪ তে রাজনৈতিক প্রভাব এর মাধ্যমে আওয়ামী লীগ সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল জোরপূর্বক এই স্টেশনে ৭টি আন্তঃনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস যাত্রাবিরতিতে রেলওয়ে কে বাধ্য করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে। এছাড়া আরো ৫টি লোকাল ট্রেনসহ মোট ১২টি ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রাবিরতি করে।[২]
গফরগাঁও রেলওয়ে স্টেশন | |
---|---|
অবস্থান | ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°২৭′১৩″ উত্তর ৯০°৩২′৫২″ পূর্ব / ২৪.৪৫৩৫° উত্তর ৯০.৫৪৭৮° পূর্ব |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনাএকসময় এই স্টেশন এ শুধু ভাওয়াল এক্সপ্রেস এবং বলাকা কমিউটার যাত্রাবিরতি করত প্রত্যন্ত এলাকা হওয়াতে। ২০১৪ -১৫ তে বিগত সরকারের সংসদ সদস্য সন্ত্রাসী নামে পরিচিত, ফাহমী গোলন্দাজ বাবেল তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জোরপূর্বক আন্তনগর ট্রেন এর যাত্রাবিরতি তে রেলওয়ে কে বাধ্য করে।বিনা টিকেটে যাতায়াত করার সুনাম রয়েছে স্ট্যান্ডিং টিকেট না কেটে।তাছাড়া টিটিই দের প্রায় সময় ই মারধর করার অভিযোগ পাওয়া যায়।
বহিঃসংযোগ
সম্পাদনাচিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "গফরগাঁও স্টেশনে রাজধানীগামী ট্রেন যাত্রীদের ব্যাপক ভোগান্তি"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৪।