টঙ্গী রেলওয়ে সেতু
টঙ্গী রেলওয়ে সেতু বা তুরাগ রেলওয়ে সেতু বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর উপর অবস্থিত রেলওয়ে সেতু।[২] এতে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে।[৩] এটি নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেলপথের অংশ। এর দুই দিকে টঙ্গী জংশন ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন অবস্থিত।
টঙ্গী রেলওয়ে সেতু | |
---|---|
বহন করে | ট্রেন |
অতিক্রম করে | তুরাগ নদী |
স্থান | গাজীপুর জেলা |
অন্য নাম | তুরাগ রেলওয়ে সেতু |
যার নামে নামকরণ | টঙ্গী |
মালিক | বাংলাদেশ রেলওয়ে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "নৌপথের সম্ভাবনায় শঙ্কা বাড়াচ্ছে রেলসেতুর উচ্চতা"। বণিক বার্তা। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১।
- ↑ "টঙ্গীর রেল সেতুর স্লিপারে নাটের বদলে বাঁশ ও কাঠ"। যমুনা টেলিভিশন। ২০২০-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১।