বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন
বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন।[২][৩]
বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | দেওয়ানগঞ্জ উপজেলা জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট লাইন |
নির্মাণ | |
পার্কিং | নাই |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই |
ইতিহাস | |
চালু | ১৯১২ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, ১৮৯৯ সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়।[৪] ১৯১২ সালে জামালপুর থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হয়।[৫]
ঘাট
সম্পাদনাবাহাদুরাবাদ ঘাটের সাথে যমুনা নদীর ওপারে রেলফেরি দ্বারা তিস্তামুখ ঘাট পর্যন্ত সংযুক্ত ছিলো সান্তাহার-কাউনিয়া লাইন দ্বারা।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "বাহাদুরাবাদ ঘাটের ফেরি চালু এ বছরই : ত্রিমোহিনী-বালাসীঘাট রেলপথ মেরামতের উদ্যোগ নেই"। www.bhorerkagoj.com। ২০২০-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "বাহাদুরাবাদ ঘাটে সেতু চাই"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ বাংলাদেশ জেলা গেজেটীয়ার বৃহত্তর ময়মনসিংহ। সংস্থাপন মন্ত্রণালয়, গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯৯২। পৃষ্ঠা ২৩৭।
- ↑ "রেলওয়ে - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮।
- ↑ "১৯৩৮ সাল, যখন ফেরীতে পার হতো ট্রেন"। প্রবাসীর দিগন্ত। ২০১৯-১১-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।