নারায়ণগঞ্জ কমিউটার
নারায়ণগঞ্জ কমিউটার (ট্রেন নাম্বার-নারায়ণগঞ্জ কমিউটার: ১-১৬) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন, যা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে চলাচল করে।[২]|পূর্বে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নারায়ণগঞ্জ কমিউটার(ডেমু) ও নারায়ণগঞ্জ লোকাল চলাচল করলেও,১ আগস্ট ২০২৩ থেকে নারায়ণগঞ্জ লোকাল ট্রেনে কমিউটার ট্রেনের মত সুবিধা থাকায়,নারায়ণগঞ্জ লোকালকে কমিউটার করা হয় ও ডেমুর চলাচল বন্ধ করা হয়।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
প্রথম পরিষেবা | ২৩ এপ্রিল ২০১৩ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | কমলাপুর রেলওয়ে স্টেশন |
শেষ | নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ১৬.৫ কিলোমিটার |
যাত্রার গড় সময় | ৪৫ মিনিট |
পরিষেবার হার | ৭ দিন |
রেল নং | নারায়ণগঞ্জ কমিউটার- ১ থেকে ১৬ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
রেলপথ
সম্পাদনানারায়ণগঞ্জ কমিউটার মিটারগেজ রেলপথে চলাচলকারী একটি কমিউটার ট্রেন।
যাত্রী
সম্পাদনানারায়ণগঞ্জ থেকে ঢাকা সংযোগকারী এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের নিকট খুব জনপ্রিয়।
যাত্রাপথ
সম্পাদনানারায়ণগঞ্জ কমিউটার ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে থাকা স্টেশনগুলোতে যাত্রাবিরতি দেয়।
স্টেশন তালিকা
সম্পাদনানারায়ণগঞ্জ কমিউটার যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে, নিম্নে তা উল্লেখ করা হলো:
সময়সূচি
সম্পাদনাবাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, নারায়ণগঞ্জ কমিউটার নামে চলা ৮ জোড়া ট্রেনের সময়সূচি নিম্নোক্তঃ
ট্রেন
নং |
প্রারম্ভিক স্টেশন | ছেড়ে যাওয়ার সময় | গন্তব্য স্টেশন | প্রবেশ করার সময় |
---|---|---|---|---|
নারায়ণগঞ্জ কমিউটার-২ | ঢাকা | ০৫:০০ | নারায়ণগঞ্জ | ০৫:৪৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-১ | নারায়ণগঞ্জ. | ০৬:০৫ | ঢাকা | ০৬:৫০ |
নারায়ণগঞ্জ কমিউটার-৪ | ঢাকা | ০৭:১০ | নারায়ণগঞ্জ | ০৭:৫৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-৩ | নারায়ণগঞ্জ. | ০৮:১৫ | ঢাকা | ০৯:০০ |
নারায়ণগঞ্জ কমিউটার-৬ | ঢাকা | ০৯:২০ | নারায়ণগঞ্জ | ১০:০৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-৫ | নারায়ণগঞ্জ. | ১০:২৫ | ঢাকা | ১১:১০ |
নারায়ণগঞ্জ কমিউটার-৮ | ঢাকা | ১১:৩০ | নারায়ণগঞ্জ | ১২:১৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-৭ | নারায়ণগঞ্জ. | ১২:৩৫ | ঢাকা | ১৩:২০ |
নারায়ণগঞ্জ কমিউটার-১০ | ঢাকা | ১৩:৪০ | নারায়ণগঞ্জ | ১৪:২৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-৯ | নারায়ণগঞ্জ. | ১৪:৪৫ | ঢাকা | ১৫:৩০ |
নারায়ণগঞ্জ কমিউটার-১২ | ঢাকা | ১৬:১০ | নারায়ণগঞ্জ | ১৬:৫৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-১১ | নারায়ণগঞ্জ. | ১৭:১৫ | ঢাকা | ১৮:০০ |
নারায়ণগঞ্জ কমিউটার-১৪ | ঢাকা | ১৮:২০ | নারায়ণগঞ্জ | ১৯:০৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-১৩ | নারায়ণগঞ্জ. | ১৯:২৫ | ঢাকা | ২০:১০ |
নারায়ণগঞ্জ কমিউটার-১৬ | ঢাকা | ২০:৩০ | নারায়ণগঞ্জ | ২১:১৫ |
নারায়ণগঞ্জ কমিউটার-১৫ | নারায়ণগঞ্জ. | ২১:৩৫ | ঢাকা | ২২:২০ |
সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "নারায়ণগঞ্জগামী ডেমু ট্রেন লাইনচ্যুত"। দ্য ডেইলি স্টার Bangla। ২০১৯-১০-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০১।