পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন

পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে অবস্থিত ঢাকা-যশোর রেলপথের নির্মাণাধীন একটি রেলওয়ে জংশন স্টেশন[১]

পদ্মবিলা জংশন রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানবসুন্দিয়া ইউনিয়ন, যশোর সদর উপজেলা, যশোর জেলা, খুলনা বিভাগ
 বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°০৮′৪৮″ উত্তর ৮৯°২০′৫৫″ পূর্ব / ২৩.১৪৬৮০° উত্তর ৮৯.৩৪৮৭৫° পূর্ব / 23.14680; 89.34875
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনঢাকা-যশোর রেলপথ
নির্মাণ
গঠনের ধরননির্মাণাধীন
ইতিহাস
চালু২০২৪
অবস্থান
Map

ইতিহাসসম্পাদনা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয়। প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে।[২][৩][৪] ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পদ্মবিলা জংশন থেকে একটি রেলপথ রূপদিয়া রেলওয়ে স্টেশন দিয়ে যশোর গিয়েছে, অপর লাইনটি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন দিয়ে খুলনায় গিয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "যশোর-ঢাকা রেলপথ পদ্মবিলায় হচ্ছে নতুন জংশন"দৈনিক জনকণ্ঠ। ২৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  2. "আড়াই ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা থেকে যশোর"ঢাকা ট্রিবিউন। ২০১৯-০২-১৮। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "ঢাকা-যশোর নতুন রেলপথ নির্মিত হচ্ছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯ 
  4. "ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ শুরু, ৬০ বছরেও মেরামত লাগবে না"সারাবাংলা। ২০১৯-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯