নগরকান্দা রেলওয়ে স্টেশন

নগরকান্দা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় অবস্থিত ঢাকা-যশোর রেলপথের নির্মাণাধীন একটি রেলওয়ে রেলওয়ে স্টেশন। এর কোড NGKDA।[১]

নগরকান্দা রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থাননগরকান্দা উপজেলা, ফরিদপুর জেলা, ঢাকা বিভাগ
 বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°২১′৩২″ উত্তর ৮৯°৫৩′৪৬″ পূর্ব / ২৩.৩৫৮৭৯° উত্তর ৮৯.৮৯৬১৭° পূর্ব / 23.35879; 89.89617
মালিকানাধীনবাংলাদেশ রেলওয়ে
পরিচালিতবাংলাদেশ রেলওয়ে
লাইনঢাকা-যশোর রেলপথ
নির্মাণ
গঠনের ধরননির্মাণাধীন
অন্য তথ্য
স্টেশন কোডNGKDA
ইতিহাস
চালু২০২৪
অবস্থান
মানচিত্র

ইতিহাসসম্পাদনা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আনা হয়। প্রথম ধাপে ঢাকার কমলাপুর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে।[২][৩][৪] ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Nagarkanda Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯ 
  2. "আড়াই ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা থেকে যশোর"ঢাকা ট্রিবিউন। ২০১৯-০২-১৮। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "ঢাকা-যশোর নতুন রেলপথ নির্মিত হচ্ছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯ 
  4. "ব্যালাস্টবিহীন রেললাইন নির্মাণ শুরু, ৬০ বছরেও মেরামত লাগবে না"সারাবাংলা। ২০১৯-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৯