নগরকান্দা উপজেলা

ফরিদপুর জেলার একটি উপজেলা

নগরকান্দা বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

নগরকান্দা
উপজেলা
নগরকান্দা
ডাকনাম: নগরকান্দা
নগরকান্দা ঢাকা বিভাগ-এ অবস্থিত
নগরকান্দা
নগরকান্দা
নগরকান্দা বাংলাদেশ-এ অবস্থিত
নগরকান্দা
নগরকান্দা
বাংলাদেশে নগরকান্দা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′৫৮″ উত্তর ৮৯°৫৩′৪৩″ পূর্ব / ২৩.৪১৬১১° উত্তর ৮৯.৮৯৫২৮° পূর্ব / 23.41611; 89.89528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
আসন২১২ ফরিদপুর-২
আয়তন
 • মোট১৯১.৯৬ বর্গ কিঃমিঃ বর্গকিমি (বিন্যাসন ত্রুটি: invalid input when rounding বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,১০,৮৮৩
সাক্ষরতার হার
 • মোট৫৬.১৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৮৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ২৯ ৬২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

নগরকান্দা উপজেলার অবস্থান নির্ণয় করা হয়। এইটির বাড়ি ধরা এবং মোট অঞ্চল এর ৫১০১৬ একক রয়েছে। এই উপজেলার উত্তরে ফরিদপুর সদর উপজেলাচরভদ্রাসন উপজেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা, পূর্বে ভাঙ্গা উপজেলাসদরপুর উপজেলা, পশ্চিমে সালথা উপজেলা

প্রশাসনিক এলাকাসম্পাদনা

প্রশাসনিক নগরকান্দা উপজেলার প্রশাসনিক এলাকার আওতায় ০৯ ইউনিয়ন/ওয়ার্ড, ১৩২ মৌজা/মহল্লা রয়েছে, এবং ১৮৬ গ্রাম রয়েছে। এই উপজেলাটি জাতীয় নির্বাচনী এলাকা ২১২ (ফরিদপুর-২)এর অন্তর্গত।

ইউনিয়ন সমূহ

  1. চরযশোরদী ইউনিয়ন
  2. পুরাপাড়া ইউনিয়ন
  3. কোদালিয়া শহীদনগর ইউনিয়ন
  4. কাইচাইল ইউনিয়ন
  5. ফুলসুতি ইউনিয়ন
  6. তালমা ইউনিয়ন
  7. রামনগর ইউনিয়ন, নগরকান্দা
  8. ডাঙ্গী ইউনিয়ন
  9. লস্করদিয়া ইউনিয়ন

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

কলেজ ০২টি, মাধ্যমিক বিদ্যালয়১৯টি, প্রাথমিক বিদ্যালয় সরকারী৫৩টি, রেজিঃ প্রাথমিক বিদ্যালয়১৯টি, কমিউনিটি বিদ্যালয়০৭টি, এনজিও প্রাথমিক বিদ্যালয়৮৯টি, দাওরায়ে হাদিস কওমী মাদ্রাসা০৩টি, আলিয়া মাদ্রাসা০৫টি, ইবতেদায়ী মাদ্রাসা১০টি, কিন্ডার গার্ডেন ০৯টি, এতিমখানা ০৯টি ও (রেজিঃ)কওমী মাদরাসা নূরাণী মক্তব অগণিত।

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

১৯৯১ সালে বাংলাদেশের জনগণনা পর্যন্ত, নগরকান্দা উপজেলায় ২,৬৭,১৯৩ এর মতো একটি জনসংখ্যা রয়েছে। ছেলে জনসংখ্যার ৫০.১৮% গঠন করে, এবং মেয়ে ৪৯.৮২%। এই উপজেলার আঠেরো উপর জনসংখ্যাটি ১৩১৫৩৩। নগরকান্দার ২২.৬% এর একটি গড়পড়তা হার রয়েছে (৭+ বছর), এবং ৩২.৪% শিক্ষিতের জাতীয় গড়।

নদনদীসম্পাদনা

নগরকান্দা উপজেলায় দুটি নদী আছে। সেগুলো হচ্ছে ভুবনেশ্বর নদী এবং কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ)[২][৩]

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নগরকান্দা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৬, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৫। আইএসবিএন 984-70120-0436-4 

বহিঃসংযোগসম্পাদনা