কুষ্টিয়া পৌর ভবন

কুষ্টিয়া পৌরসভার কার্যালয়

কুষ্টিয়া পৌর ভবন কুষ্টিয়া শহরে অবস্থিত একটি প্রাসাদ সমতুল্য ভবন। পূর্বে এটি সতীশ সাহার জমিদার বাড়ি ছিল। ১৯৬৬ সাল থেকে ভবনটি কুষ্টিয়া পৌরসভর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কুষ্টিয়া পৌর ভবন
পৌর ভবনের সামনের দিক
মানচিত্র
প্রাক্তন নামসতীশ সাহার জমিদার বাড়ি
সাধারণ তথ্য
স্থাপত্য রীতিইউরোপীয় স্থাপত্য
অবস্থানকুষ্টিয়া পৌরসভার কার্যালয়, মজমপুর
শহরকুষ্টিয়া
দেশ বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫৪′৩৭″ উত্তর ৮৯°০৭′১৯″ পূর্ব / ২৩.৯১০৩৭৯৬° উত্তর ৮৯.১২১৯৯৩০° পূর্ব / 23.9103796; 89.1219930
স্বত্বাধিকারীকুষ্টিয়া পৌরসভা
কারিগরী বিবরণ
তলার সংখ্যা৩ তলা
অন্যান্য তথ্য
কক্ষ সংখ্যা১২
ওয়েবসাইট
municipality.kushtia.gov.bd

ইতিহাস

সম্পাদনা

পৌর ভবনটি ব্রিটিশ আমলে ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত। এর সঠিক নির্মাণ সাল অজানা। এটি কুষ্টিয়ার জমিদার সতীশ সাহা-এর বাড়ি ছিল। ১৯৯৬ সাল থেকে কুষ্টিয়া পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

গঠনশৈলী

সম্পাদনা

ভবনটি ইউরোপীয় স্থাপত্য-নকশায় আয়তাকার ভূমি-পরিকল্পনায় নির্মিত সুউচ্চ তিনতলা বিশিষ্ট ভবন। ভবনটির উচ্চতা ৪২ ফুট এবং উত্তর-দক্ষিণে ৬২ ফুট লম্বা পূর্ব ও পশ্চিম দিক থেকে দেখলে মনে হবে ভবনটি দেখতে ইংরেজি ‘H’ অক্ষরের মতো। নির্মাণ উপকরণ হিসেবে পাকা ইট ও টালি, চুন-সুরকি, পলেস্তারা এবং কড়ি-বরগা ব্যবহার করা হয়েছে। প্রতিটি দরজা ও জানালার উপরে জ্যামিতিক মাপের চার স্তর বিশিষ্ট ভাঁজ সমৃদ্ধ অর্ধগোলায়িত খিলান রয়েছে। জানালা ও দরজায় কাঠের খড়খড়ি বিদ্যমান। ভবনের দেওয়ালের পুরুত্ব দুই ফুটের বেশি এবং কোনাগুলো নকশায়িত। ভবনটিতে মোট ১২টি কক্ষ রয়েছে।

গ্যালারি

সম্পাদনা

গ্রন্থপঞ্জিকা

সম্পাদনা
  • মোঃ রেজাউল করিম (ডিসেম্বর ২০২০)। কুষ্টিয়ার প্রত্ননিদর্শন। ৩৮/২ক বাংলাবাজার, ঢাকা ১১০০: গতিধারা। পৃষ্ঠা ৬৮–৭২। আইএসবিএন 978-984-8950-41-8 

বহিঃসংযোগ

সম্পাদনা