পটিয়া
পটিয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি পটিয়া উপজেলার সদর। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ২৪ কি.মি.[২] দূরত্বে পটিয়া শহর অবস্থিত । পটিয়া শহরটি চট্টগ্রাম মহানগর এলাকার অন্তর্ভুক্ত। সীতাকুণ্ডের পাশাপাশি পটিয়া শহরকেও চট্টগ্রাম মহানগরের উপগ্রহ শহর বা স্যাটেলাইট টাউন হিসেবে গণ্য করা হয়।
পটিয়া | |
---|---|
শহর | |
বাংলাদেশে পটিয়া শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৭′৪২″ উত্তর ৯১°৫৮′৩৩″ পূর্ব / ২২.২৯৪৯৮৯° উত্তর ৯১.৯৭৫৯২° পূর্বস্থানাঙ্ক: ২২°১৭′৪২″ উত্তর ৯১°৫৮′৩৩″ পূর্ব / ২২.২৯৪৯৮৯° উত্তর ৯১.৯৭৫৯২° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | পটিয়া উপজেলা |
মহকুমা শহর | ১৯৫৮ |
উপজেলা শহর | ১৯৮৩ |
পৌরশহর | ১৯৯০ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | পটিয়া পৌরসভা]] |
• পৌরমেয়র | হারুনুর রশীদ[১] |
আয়তন | |
• মোট | ৯.৯৫ বর্গকিমি (৩.৮৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৫,৩২৩ |
• জনঘনত্ব | ৫,৬০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার তৃতীয় বৃহত্তম ও পটিয়া উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল।
জনসংখ্যাসম্পাদনা
পটিয়া শহরের মোট জনসংখ্যা ৫৫,৩২৩ জন যার মধ্যে ২৯,১৯১ জন পুরুষ এবং ২৬,১৩২ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১১২। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ১০৬১৩ টি।[৩]
ভৌগোলিক উপাত্তসম্পাদনা
শহরটির অবস্থানের অক্ষাংশ বও দ্রাঘিমাংশ হল ২২°১৭′৪২″ উত্তর ৯১°৫৮′৩৩″ পূর্ব / ২২.২৯৪৯৮৯° উত্তর ৯১.৯৭৫৯২° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১০ মিটার।[৪]
প্রশাসনসম্পাদনা
১৯৯০ সালে পটিয়া শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে পটিয়া পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ১৩টি মহল্লায় বিভক্ত । ৯.৯৫ বর্গ কি.মি. আয়তনের পটিয়া শহর এলাকাটি পটিয়া পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৫]
শিক্ষা ব্যবস্থাসম্পাদনা
পটিয়া শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৪.৩ ভাগ।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "পটিয়া পৌরসভার মেয়র"। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২।
- ↑ "Distance from Chittagong to Patiya"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (PDF) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭৯। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
- ↑ "latitude, longitude and elevation of Patiya, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।
- ↑ "এক নজরে পৌরসভা"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৬।