শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে দেশের প্রায় ২১ শতাংশ যাত্রী ব্যবহার করে। [২]
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারী | ||||||||||
মালিক | বাংলাদেশ সরকার | ||||||||||
পরিচালক | বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি | ||||||||||
সেবা দেয় | চট্টগ্রাম | ||||||||||
অবস্থান | পতেঙ্গা | ||||||||||
যে হাবের জন্য | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নোভা এয়ার ইউনাইটেড ইয়ারওয়েজ রিজেন্ট এয়ারওয়েস | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১২ ফুট / ৪ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২২°১৪′৫৯″ উত্তর ৯১°৪৮′৪৮″ পূর্ব / ২২.২৪৯৭২° উত্তর ৯১.৮১৩৩৩° পূর্বস্থানাঙ্ক: ২২°১৪′৫৯″ উত্তর ৯১°৪৮′৪৮″ পূর্ব / ২২.২৪৯৭২° উত্তর ৯১.৮১৩৩৩° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | www.caab.gov.bd | ||||||||||
রানওয়েসমূহ | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (জানুয়ারী ২০১৮- ডিসেম্বর ২০১৮) | |||||||||||
| |||||||||||
উৎস:[১] |
অবস্থানসম্পাদনা
এই বিমানবন্দরটি চট্টগ্রাম শহরের জিইসির মোড় থেকে ২০ কিলোমিটার এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ১৮.৫ কিলোমিটার দূরে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
বিমানবন্দরটির নাম আগে এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ২০০১ সালে বিএনপি সরকার এটাকে বর্তমান নামে নামকরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ১৯৪০ এর দশকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা চট্টগ্রাম এয়ারফিল্ড নামে পরিচিত ছিল।
নির্ধারিত গন্তব্যসূচীসম্পাদনা
যাত্রীবাহী বিমানসম্পাদনা
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
এয়ার আরাবিয়া | শারজাহ |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | আবুধাবি, ঢাকা, দুবাই, জিদ্দা, মাস্কাট |
ফ্লাই দুবাই | দুবাই |
ওমান এয়ার | মাস্কাট |
নোভো এয়ার | ঢাকা |
আর এ কে এয়ার | রাস আল খাইমাহ |
রিজেন্ট এয়ারওয়েস | ঢাকা |
ইউনাইটেড এয়ারওয়েজ | ঢাকা, কলকাতা, মাস্কাট |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Bangladesh Air Traffic Movement: Passenger: Aerodrome: Chittagong"। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "এরো-ডাটা"। ৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩।