সিলেট বিভাগ
সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত। এই চারটি জেলাই বাংলাদেশের ‘এ’ শ্রেণিভুক্ত জেলা।[২]
সিলেট | |
---|---|
বিভাগ | |
সিলেট বিভাগের মানচিত্র, লাল রঙে চিহ্নিত | |
দেশ | বাংলাদেশ |
রাজধানী | সিলেট |
সরকার | |
• বিভাগীয় কমিশনার | মোঃ মাশিউর রাহমান |
আয়তন | |
• বিভাগ | ১২,৫৯৫.৯৫ বর্গকিমি (৪,৯১২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• বিভাগ | ৯৮,০৭,০০০ |
• পৌর এলাকা | ১০,২৭,০৯১ |
• গ্রামীণ | ৭২,৩৪,৫২৩ |
আইএসও ৩১৬৬ কোড | BD-G |
ওয়েবসাইট | www |
১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই (অর্থাৎ পাকিস্তান আমল থেকেই) সাবেক সিলেট জেলা ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয়।[৩] এই বিভাগের মোট আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার[৪][৫] সিলেট বিভাগ শিল্পদ্রব্য (সার, সিমেন্ট, সিলেট পাল্পস এন্ড পেপার মিলস,ছাতক, তড়িৎ), প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ (গ্যাসীয় পদার্থ, তেল, পাথর, চুনাপাথর) ইত্যাদিতে ভরপুর। বাংলাদেশের অর্থনীতিতে এ বিভাগের ভূমিকা অপরিসীম।
ভৌগোলিক অবস্থান
সিলেট বিভাগের পূর্বে ভারতের আসাম, উত্তরে মেঘালয় রাজ্য (খাসিয়া ও জয়ন্তীয়া পাহাড়), দক্ষিণে ত্রিপুরা রাজ্য, আর পশ্চিমে বাংলাদেশের ঢাকা বিভাগ। সিলেটের আঞ্চলিক ইতিহাস গ্রন্থ অনুসারে এই অঞ্চলের প্রাচীন সীমানার যে উল্লেখ পাওয়া যায় সে অনুসারে তৎকালীন শ্রীহট্টমণ্ডল (সিলেট অঞ্চল) বর্তমান সিলেট বিভাগের চেয়ে আয়তনে অনেক বড় ছিল, এমনকি বাংলাদেশের বর্তমান সরাইল বা সতরখণ্ডল (ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত), জোয়ানশাহী (বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত), ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম রাজ্যের করিমগঞ্জ, কাছাড় জেলা ও বদরপুরের অনেকাংশ শ্রীহট্টের অন্তর্ভুক্ত ছিল।[৬][৭] প্রাচীন বৈদিক গ্রন্থ কামাখ্যা তন্ত্র অনুযায়ী প্রাচীন কামরুপ রাজ্যের দক্ষিণ-পশ্চিম সীমাই প্রাচীন শ্রীহট্ট ছিল অর্থাৎ শ্রীহট্ট ছিল কামরূপ রাজ্যের অন্তর্গত।
যোগিনী তন্ত্রে শ্রীহট্টের সীমার বিবরণ এরকম:
- পূর্ব্বে স্বর্ণ নদীশ্চৈব দক্ষিণে চন্দ্রশেখর
- লোহিত পশ্চিমে ভাগে উত্তরেচ নীলাচল
- এতন্মধ্যে মহাদেব শ্রীহট্ট নামো নামতা[৮]।
অতঃপর খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর পরবর্তি সময়ে এই অঞ্চলের ভৌগোলিক রুপরেখার বিভিন্ন পরিবর্তন ঘটে। অষ্টম শতাব্দীর মধ্যভাগে সিলেট বিভাগের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ ত্রিপুরা রাজ্যের আধিকার্ভুক্ত এবং দক্ষিণ-পশ্চিমের অনেক অংশ হারিকেল রাজ্যের অন্তর্ভুক্ত হয়। অবশিষ্টাংশে শ্রীহট্টের প্রাচীন রাজ্য জয়ন্তীয়া, লাউড় ও গৌড় বিস্তৃত ছিল[৬][৮]।
নামকরণ
প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলের (সিলেট বিভাগ) বিভিন্ন নামের উল্লেখ আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবির কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিল, যার ফলে 'শ্রী হস্ত' হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম "সিরিওট" বলে উল্লেখ আছে। এছাড়া, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের (Ailien) বিবরণে "সিরটে", এবং পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী নামক গ্রন্থে এ অঞ্চলের নাম "সিরটে" এবং "সিসটে" এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এই অঞ্চল ভ্রমণ করেন সেসময় তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম "শিলিচতল" উল্লেখ করেছেন[৯]। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন বিন বখতিয়ার খলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাঁদের দলিলপত্রে "শ্রীহট্ট" নামের পরিবর্তে "সিলাহেট", "সিলহেট" ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন।
আর ইসলামের ভিত্তিতে হযরত শাহ্ জালাল (রা.) যখন সিলেটে আসেন তখন তাঁর শত্রুরা তাঁকে পাথর বা শিল দ্বারা আগলে ধরে, তখন হযরত শাহ্ জালাল (রা.) আল্লাহ্ তায়ালার উসিলায় বলেন "শিলা হাট" (অর্থ্যাৎ "পাথর সরে যা")। এই থেকেই নাম করণ করা হয় "শিলা হাট"। আস্তে আস্তে বানানকে সহজ করতে করতে "শিলহাট", "সিলহেট", ""সিলেট"" নাম করণ করা হয়। [৮][১০][১১]।
ভূপ্রকৃতি
বৈচিত্রপূর্ণ ভূ-প্রকৃতি রয়েছে এখানে - পর্বত, নদী, নিম্নসমভূমির সাথে পলল ভূমিরও বিস্তার এখানে।
জলাশয়
সিলেট বিভাগ উত্তর ও দক্ষিণ হতে পাহাড় দ্বারা বেষ্টিত। অভ্যন্তরীণ সীমানার ভূমি বেশির ভাগ সমতল। বৈশাখ হতে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। বৃহৎ জলপাতের কারণে পাহাড় হতে ঢল নেমে ক্ষুদ্র নদী গুলোর ধারণ ক্ষমতা কমে যায়। যার ফলে প্রতি বছরই মৌসুমি বন্যায় কবলিত হয় বেশির ভাগ নিম্নাঞ্চল।[৮][১২] পূর্ব দিকে বরাক ও সুরমা নদী পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে । বরাক নদী মণিপুরের আঙ্গামীনাগা পর্বতে সৃষ্ট। এই নদী দক্ষিণ দিকে মণিপুরে ১৮০ মাইল প্রবাহিত হয়ে কাছাড় জেলায় প্রবেশ করে । অতঃপর কাছাড় জেলা ভেদ করে বদরপুরের কাছ দিয়ে শ্রীহট্ট জেলায় প্রবেশ করে দুই শাখায় প্রবাহিত হয়েছে। উত্তর দিকে প্রবাহিত শাখা সুরমা নামে খ্যাত এবং দক্ষিণ দিকে প্রবাহিত শাখাই বরাক বা কুশিয়ারা নামে খ্যাত।[১৩]
- দক্ষিণ শাখা বরাক বা কুশিয়ারা নদীর দৈর্ঘ্য প্রায় ১২০ মাইল।
- উত্তরে প্রবাহিত শাখা সুরমা হরুটিকরের নিকট মুল বরাক হতে বিভক্ত হয়ে উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে সুনামগঞ্জ পর্যন্ত গিয়েছে, তত্পর দক্ষিণমুখী হয়ে দিরাই উপজেলা দিয়ে মারকুলীর নিকট বিবিয়ানায় যুক্ত হয়েছে। সুরমার দ্বিতীয় আরেকটি শাখা রয়েছে, যা চরণার চর, শ্যামের চর হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় ময়মনসিংহে প্রবেশ করে আজমিরিগঞ্জের নিকট ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে।[১৪]
- এছাড়া ত্রিপুরার পর্বতের সঙ্খলং পাহাড় থেকে প্রায় ১০০ মাইল দৈর্ঘ্য পশ্চিম দিকে প্রবাহিত জলপাত মণু নাম ধারণ করে কৈলাশহর, তীরপাশা, কদমহাটা, মৌলভীবাজার, আখাইল কুড়া ইত্যাদি দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারাতে পতিত হয়েছে। ত্রিপুরার পর্বতান্তর্গত জম্পুই নামের আরেক পাহাড় হতে উৎপন্ন অন্য জলপাত উত্তর দিকে প্রবাহিত হয়ে লঙ্গাই নাম ধরে লঙ্গাই স্টেশন পর্যন্ত এসেছে এবং তথা হতে পশ্চিম দক্ষিণ দিকে হাকালুকি হাওরের মধ্য দিয়ে জুড়ী নদীর সহিত মিলিত হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিকটে কুশিয়ারায় পতিত হয়েছে। জুড়ীর সম্মিলন পর্যন্ত লঙ্গাইর দৈর্ঘ্য প্রায় ৯৫ মাইল। উক্ত নদী গুলো ছাড়া সিলেট বিভাগের অভ্যন্তরে ছোট ছোট আরো বহু নদ-নদী রয়েছে।[৮][১৪]
নদী ছাড়া 'জলাশয় হিসেবে' সিলেট বিভাগে প্রায় ৪৬টি হাওর রয়েছে। বড় বড় হাওর গুলো একেকটিতে দেড় থেকে দুই হাজার হেক্টর জমিতে বরো ফসলের আবাদ হয়। সিলেটের হাওর গুলোতে হেমন্ত কালে অনেকাংশে জল জমাট থাকে। জল জমাট অংশ গুলো বিল হিসেবে খ্যাত এবং ঐ বিল হতে রুই, কাতলা, বোয়াল, আইর ইত্যাদি জাতীয় মাছ পাওয়া যায়। হাওর গুলোর মধ্যে প্রসিদ্ধ; হাকালুকি হাওর, জাওয়া হাওর, টাঙ্গুয়ার হাওর, শণির হাওর, টগার হাওর, ডেকার হাওর, ঘুঙ্গি জুরির হাওর, মইয়ার হাওর, শউলার হাওর, বানাইয়ার হাওর, দেখার হাওর, জিলকার হাওর ইত্যাদি।[৮]
ইতিহাস
সিলেটের ইতিহাস কয়েকটি পর্বে ভাগ করা যেতে পারে; যেমন; প্রাচীন অধিবাসী বিবরণ, ঐতিহাসিক বিবরণ, প্রাচীন রাজ্য সমুহ, আর্য যুগ, মুসলমান শাসিত আমল, মোঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তানে অর্ন্তভুক্তি, মুক্তি যুদ্ধ ও বাংলাদেশ। সিলেট বলতে বাংলাদেশের উত্তর-পূর্বাংশের সিলেট বিভাগ বোঝানো হয় যদিও ঐতিহাসিক সিলেট অঞ্চলের কিছু অংশ ১৯৪৭ খ্রিস্টাব্দ ধেকে ভারতের আসাম রাজ্যের অঙ্গীভূত হয়ে আছে।
বর্ণিত আছে যে, পৌরাণিক যুগে এই অঞ্চল প্রাচীন কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ঐ যুগে সিলেটের লাউড় পর্বতে কামরূপ রাজ্যের উপরাজধানী ছিল বলে জানা যায়। ধারণা করা হয় প্রাচীনকালে দ্রাবিড় ও মঙ্গোলীয় জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল।[৮]। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর পর জয়ন্তীয়া, লাউড় ও গৌড় নামে তিনটি স্বতন্ত্র রাজ্যে বিভক্ত ছিল। প্রাচীন গৌড় রাজ্যই বর্তমান (বিভাগীয় শহর) সিলেট অঞ্চল বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত।[১২] দশম শতাব্দিতে এ অঞ্চলের কিছু অংশ বিক্রমপুরের চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা শাসিত হয় বলে জানা যায়। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চল মুসলমানদের দ্বারা অধিকৃত হয় এবং ১৩০৩ খ্রিস্টাব্দে আউলিয়া শাহ জালাল (রহ:) দ্বারা গৌড় রাজ্য বিজিত হলে, দিল্লীর সুলতানদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তখন আউলিয়া শাহ জালালের নামের সাথে মিল রেখে গৌড় নামের পরিবর্তে এই শহরের নামকরণ করা হয় জালালাবাদ।[৪]
অতঃপর ১৫৭৫ খ্রিস্টাব্দে শক্তিশালী মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে এ অঞ্চলের ভৌগোলিক সীমানার অনেক পরিবর্তন ঘটে। ১৭৬৫ খ্রিস্টাব্দে সিলেট বিভাগ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধিক্ষেভুক্ত হয় ১৭৭২ খ্রিস্টাব্দে গঠিত হয় (সাবেক) সিলেট জেলা যার সাড়ে তিন থানা ১৯৪৭ থেকে ভারতের অন্তর্ভুক্ত সেসময় সিলেট জেলার আয়তন ছিল ৫,৪৪০ বর্গমাইল। ১৮৭৪ খ্রিস্টাব্দে এই অঞ্চল ভারতের আসাম প্রদেশের অন্তর্ভুক্ত হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত (১৯০৫-১৯১১ পর্যন্ত বঙ্গভঙ্গ সময়ের কালটুকু বাদ দিয়ে) সিলেট আসামের অঙ্গীভূত ছিল। ১৯৪৭ খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে এই অঞ্চল নবসৃষ্ট পাকিস্তান রাষ্ট্রের সীমানাভুক্ত হয়ে কালক্রমে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত; যদিও এর কিছু অংশ যথা করিমগঞ্জ, পাথারকান্দি, রাতাবাড়ী , বদরপুর ইত্যাদি অঞ্চল সিলেট থেকে বিচ্যূত হয়ে আসাম তথা স্বাধীন ভারতের অঙ্গীভূত হয়ে পড়ে।[৬][১৫][১৬][১৭]
প্রশাসন
১৯৯৫ সালে সিলেটকে বাংলাদেশের ৬ষ্ঠ বিভাগ হিসাবে ঘোষণা করা হয়। এর আগে সিলেট বিভাগের ৪টি জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ছিল। সিলেট বিভাগে ৪টি জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) রয়েছে। এই বিভাগে মোট উপজেলা বা থানার সংখ্যা হলো ৩৮টি। তদুপরি এখানে রয়েছে ৩৪৫টি ইউনিয়ন পরিষদ, ১০,২২৪টি গ্রাম এবং ১৮টি পৌরসভা।[৪]
জেলাসমূহ
নাম | প্রধান শহর |
---|---|
সিলেট জেলা | সিলেট |
মৌলভীবাজার জেলা | মৌলভীবাজার |
সুনামগঞ্জ জেলা | সুনামগঞ্জ |
হবিগঞ্জ জেলা | হবিগঞ্জ |
উপজেলাসমূহ
- সিলেট জেলার ১৩টি উপজেলা নিম্নরূপ:
- সিলেট সদর উপজেলা
- বিশ্বনাথ উপজেলা
- ওসমানীনগর উপজেলা
- দক্ষিণ সুরমা উপজেলা
- বালাগঞ্জ উপজেলা
- ফেঞ্চুগঞ্জ উপজেলা
- কোম্পানীগঞ্জ উপজেলা
- গোয়াইনঘাট উপজেলা
- জৈন্তাপুর উপজেলা
- কানাইঘাট উপজেলা
- জকিগঞ্জ উপজেলা
- বিয়ানীবাজার উপজেলা
- গোলাপগঞ্জ উপজেলা
- মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা নিম্নরূপ:
- জুড়ী উপজেলা
- বড়লেখা উপজেলা
- কুলাউড়া উপজেলা
- রাজনগর উপজেলা
- মৌলভীবাজার সদর উপজেলা
- শ্রীমঙ্গল উপজেলা
- কমলগঞ্জ উপজেলা
- সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলা নিম্নরূপ:
- ধর্মপাশা উপজেলা
- তাহিরপুর উপজেলা
- জামালগঞ্জ উপজেলা
- দিরাই উপজেলা
- শাল্লা উপজেলা
- জগন্নাথপুর উপজেলা
- শান্তিগঞ্জ উপজেলা
- সুনামগঞ্জ সদর উপজেলা
- বিশ্বম্ভরপুর উপজেলা
- ছাতক উপজেলা
- দোয়ারাবাজার উপজেলা
- হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা নিম্নরূপ:
পৌরসভাসমূহ
- সিলেট জেলার ৪টি পৌরসভা নিম্নরূপ:
- মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা নিম্নরূপ:
- সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভা নিম্নরূপ:
- হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভা নিম্নরূপ:
অর্থনীতি
সিলেট বিভাগ একটি প্রবাসী অধ্যুষিত জনপদ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় দেশসমুহ ছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষের বসবাস রয়েছে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান আয়ের উৎস। বাংলাদেশের অর্থনীতিতে সিলেট জেলা সবচেয়ে বেশি অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতির প্রায় ২৩% এ জেলা অবদান রাখছে।[১৮] এছাড়া পাহাড়ে ও প্রান্তরে বেড়ে ওঠা কৃষি ব্যবস্থাপনা যেমন; চা, ধান, মাছ, কমলা, লেবু, আনারস, বাশ, আম, ইত্যাদি এই অঞ্চলের মানুষের অনন্য অবলম্বন। সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে তিনটিই (মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট) চা উৎপাদনকারী জেলা।[১৯]
সংস্কৃতি
বাংলাদেশের উত্তর পূর্ব দিগন্তে হাওর বাওর ও পাহাড় টিলায় বিস্তৃত সিলেট বিভাগে শিল্প সংস্কৃতির বিশাল ভাণ্ডার রয়েছে বলে সৈয়দ মোস্তফা কামাল অভিমত প্রকাশ করেন।[২০] পূর্ব কালে গারো, খাসীয়া, জয়ন্তীয়া, নাগা, কুকি প্রভৃতি অঞ্চলের আদিবাসীদের প্রাচীন কাব্য, ভাষা, ধর্মীয় রীতি-নীতি, আচার-উপচার, জীবনধারার প্রভাব বাঙালি সংস্কৃতিতে পড়েছে।[২১] অতীত দিনে উপাসনায় 'নির্বাণ সঙ্গীত' প্রধান উপকরণ ছিল।কথিত আছে, বহ্মযুদ্ধের পরই মণিপুরিরা শ্রীহট্ট ও কাছাড়ে আগমন করে এবং ঈশ্বর আরাধানার নিমিত্তে লাই নামে একপ্রকার নৃত্য পরিবেশন করতো। যা এই অঞ্চলের প্রাচীন সংস্কৃতির মধ্যে ধরা হয়।[৮][২১][২২] পরবর্তিতে আর্য জাতি সহ আরব, তুর্কী, ফার্সি প্রভৃতি ঔপনিবেশিকদের আগমনের মধ্য দিয়ে প্রাচীন সংস্কৃতিতে সম্মিলিত হয় ঔপভাষিক সংস্কৃত। রচিত হয় বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ সহ পুথিঁ, লোকসঙ্গীত, প্রবাদ প্রবচন, কিচ্ছা, ধাঁধাঁ ইত্যাদি। সুলতানী আমলে মরমীবাদের উদ্ভব ও বিকাশ ঘটে বলে ধারণা করা হয়। মরমী ভাবধারা জনমনে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং এই ভাবধারাই অকৃত্রিম সহজাত ঐতিহ্যের প্রতীক হয়ে উঠে। সৈয়দ মোস্তফা কামালের মতে পরবর্তিতে (আনুমানিক ১৬৫০খ্রিঃ) চৈতন্যবাদ ও জগন্মোহনী ভাবধারার সংমিশ্রণে বাউল মতবাদের জন্ম হওয়ায় বৈঞ্চব পদাবলীতে মরমীবাদ সাহিত্যের প্রভাব পড়ে। যার ফলে সিলেটকে মরমীবাদের আধ্যাতিক রাজধানী ও আউল-বাউলের চারণভূমি বলে আখ্যায়িত করা হয়।[৮][২০][২৩][২৪] পনের'শ শতকের মহাভারত কাব্যের প্রথম অনুবাদক মহাকবি সঞ্চয় জন্ম হয় এ অঞ্চলে। ত্রয়োদশ শতাব্দীর চন্দ্রিকা গ্রন্থের প্রণেতা রাজমন্ত্রী পণ্ডিত কুবেরাচার্য এবং চতুর্দশ শতাব্দীর লাউড় রাজ্যে স্বাধীন নৃপতি দিব্যসিংহ বা কৃঞ্চদাস রচনা করেন অদ্বৈত্য বাল্যলীলা।[৮] শিতালং শাহ রচনা করেন রাগ বাউল কিয়ামতনামা' ও কবি প্যারিচরণ দাসের রচনা, পদ্য পুস্তক (১ম, ২য়, ও ৩য় ভাগ) ভারতশ্ব্রী ইত্যাদি, হাসন রাজার হাসন উদাস। এছাড়া সিলেটের স্বতন্ত্র নাগরি ভাষায় সৈয়দ শাহনুর রচনা করেন নুর নসিয়ত।
ভাষা
সিলেট একটি প্রাচীন জনপদ। প্রাচীন কাল থেকে বহু ভাষাভাষী জাতি, বর্ণ নিয়ে বেড়ে উঠেছে বাংলাদেশের প্রান্তবর্তি এই জনপদ। সিলেটে প্রাপ্ত তাম্রশাসন, শিলালিপি, কাহিনী, গাঁথা ইত্যাদি এই অঞ্চলের ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন বলে ধারণা করা হয়।[৪] এই অঞ্চলে প্রাচীন কাল থেকে অস্ট্রেলীয়, মঙ্গোলীয় প্রভৃতি সম্প্রদায়ের বসবাস, যার ফলে ভাষার বেলায়ও রয়েছে বৈচিত্র্য। বলা হয়, আর্যদের দ্বারা যখন ভারতের মূল ভূখণ্ড অধিকৃত হয়, বৌদ্ধরা তখন স্থান পরিবর্তন করে সিলেটে এসে বসবাস শুরু করে। প্রখ্যাত ঐতিহাসিক আসাদ্দর আলী সহ আরো অনেক গুনী জনেরা লিখেন খ্রিস্টের জন্মের অনেক পূর্বে সিলেট বৌদ্ধদের তীর্থে পরিণত হয়ে ছিল। যার ফলে সপ্তম শতাব্দীতে রচিত বৌদ্ধ সিদ্ধাচার্যগণের চর্যাপদে সিলেটের মানুষের কথ্য ভাষার অনেকটা মিল রয়েছে বলে জানা যায়।[২৫][২৬] ডঃ আহমদ শরিফ সহ অন্যান্য বিশেষজ্ঞদের মতে সিলেটের আঞ্চলিক ভাষার চর্যাপদের ভাষার সঙ্গে সম্পর্কের সূত্রটি আজও অক্ষুণ্ণ আছে। উদাহরণ স্বরুপঃ- চর্যাপদে ব্যবহূত হাকম (সেতু) উভাও (দাঁড়াও) মাত (কথা) ইত্যাদি।[১৭] অতঃপর খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দিতে সিলেটে সংস্কৃত মিশ্রিত বাংলা লিপির বিকল্প লিপি হিসেবে ছিলটি নাগরী নামে একটি লিপি বা বর্ণমালার উদ্ভাবন হয়। সিলেটি নাগরি লিপি এবং এ লিপিতে রচিত সাহিত্যকে (সিলেটি) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন স্বরুপ গণ্য করা হয়। উল্লেখ্য, সিলেটি নাগরী লিপিতে রচিত সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এযাবৎ ডক্টরেট করেছে ডঃ গোলাম কাদির, ডঃ আব্দুল মছব্বির ভুঁইয়া ও ডঃ মোহাম্মদ সাদিক।[৪] সুলতানী আমলে সিলেটের মরমী কবি সাহিত্যিকদের মধ্যে নাগরী লিপির ব্যবহার যদিও খুব বেশি ছিল। বর্তমানে তা একেবারে হারিয়ে যায়নি। এ লিপিতে রচিত হালতুন নবী পুথিঁকেই সিলেটের শ্রেষ্ঠ কাব্য সমুহের অন্যতম মনে করা হয়।[৪]
সৈয়দ মোস্তফা কামালের মতে সিলেট বিভাগের অধিবাসীরা সাহিত্য চর্চায় বাংলাদেশের পথিকৃৎ। এ বিভাগের অধিবাসীরা বাংলা ভাষা ও ছিলটি ভাষা সহ বহু ভাষায় সাহিত্য চর্চার ঐতিহ্য রেখেছেন। পনের’শ শতাব্দি শুরু থেকে এ যাবৎ সিলেটবাসীরা যে সমস্ত ভাষায় সাহিত্য রচনা করে গেছেন, সেগুলো হলো-(১) সংস্কৃত (২) বাংলা (৩) সিলেটি নাগরী (৪) আরবী (৫) ফার্সী (৬) উর্দু, (৭) হিন্দি, (৮) ফরাসি, (৯) স্প্যানিশ, (১০) বিষ্ণুপ্রিয়া মণিপুরী, (১১) অসমীয়া ও (১২) ইংরেজি।[৪] উদাহরণ স্বরুপ বিভিন্ন ভাষায় রচিত সিলেট গীতিকায় অন্তর্ভুক্ত সিলেট অঞ্চলের লোক সাহিত্যকে বুঝানো হয়। বলা হয় প্রাচীন সাহিত্যে সংস্কৃত ভাষার প্রভাব থাকায়, রচনা ভঙ্গি এরুপ ছিলঃ-
আরবি ও ফার্সি প্রভাবে রচিত কাব্য | উর্দু প্রভাবে রচিত গীত | নাগরী ভাষায় রচিত সিলেটি গীত 'বন্দনা' | |
---|---|---|---|
বঙ্গদেশ শ্রীহট্ট নিকট নবগ্রাম |
স্বরুপ নামজে দীপ্ত নুর |
আয় খোদায়ে পাক, দরিয়া ক্যায়সে হোঙ্গে পার হাম |
পয়লা বন্দনা করি মালিক ছতত্তার |
প্রখ্যাত সাহিত্য গবেষক অধ্যাপক আসদ্দর আলী, সৈয়দ মুর্তাজা আলী প্রমুখ গণের মতে মধ্য যুগে সিলেটি নাগরী, আরবী ও ফার্সি ভাষা ছিল সিলেটের অধিবাসীর অন্যতম অবলম্বন। উল্লেখিত ভাষায় রচিত কাব্য গ্রন্থ, ধর্মীয় কিতাব, গীত-গাঁথা, ডাক-ডিঠান ইত্যাদি সিলেটের সাহিত্য ভাণ্ডারকে সম্মৃদ্ধ করেছে। বলা হয়, আধুনা যুগে যদিও ঐ সব ভাষার একক প্রচলন নাই, তবে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে আরবী, ফার্সী উর্দু ইত্যাদি ভাষার সংমিশ্রণ রয়েছে।[৪][১৭] বর্তমান যুগে সিলেটের অধিবাসী সকলেই বাংলা ভাষায় লেখাপড়া করছেন এবং আঞ্চলিক ভাবে প্রায় সকলেই সিলেটি ভাষায় কথা বলেন।
শিক্ষা
বৈদিক যুগে ব্রাহ্মণরাই এককভাবে হিন্দু সমাজের শিক্ষা গুরু হিসেবে বিবেচিত হতেন। ভাটেরায় প্রাপ্ত তাম্রফলকের বিশেষ বিবরণে রাজকীয় শিক্ষা প্রসার ও যজ্ঞ উপলক্ষে মিথিলা ও কৌনুজ হতে সিলেট অঞ্চলে ব্রাহ্মণ আনয়নের উল্লেখ পাওয়া যায়।[৮] তখনকার সময়ে সিলেট অঞ্চলের পঞ্চখণ্ড, রাজনগর, গোলাপগঞ্জ প্রভৃতি স্থানে টোল ও চতুষ্পাঠীতে ছাত্ররা গুরুগৃহে শিক্ষা নিত। উল্লেখিত টোল জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করে সিলেট হতে যারা ভারতবর্ষে সুনাম অর্জন করেছেন, তাদের মধ্যে অন্যতম পণ্ডিত রঘুনাথ শিরোমনি। উপমহাদেশের বিখ্যাত জ্ঞানপীঠ নবদ্বীপ পর্যন্ত রঘুনাথ শিরোমনি প্রসিদ্ধ ছিলেন বলে উল্লেখ পাওয়া যায় [৮]। শিক্ষা বিষয়ে তত্কালে নবদ্বীপে সিলেটিদের নিয়ে একটি প্রবাদবাক্য প্রচলিত ছিল বলে বলা হয়, শ্রীহট্টে মধ্যমা নাস্তি অর্থ সিলেটের লোক হয় উত্তম, নয় অধম, মধ্যম নেই। বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের পিতা জগন্নাথ সহ আরো অসংখ্য পণ্ডিতজনের এই অঞ্চলে জন্ম হয়।[১৭] অতপর হিন্দু বৌদ্ধ যুগের পরে মুসলিম যুগেও সিলেট অঞ্চলে শিক্ষার প্রসার ঘটে। সুফী, দরবেশ ও মাশায়েখগণ যখন সিলেট আসেন তখন ভক্ত অনুরুক্তদের মধ্যে শিক্ষার আলো পৌঁছিয়ে দিতে খানকা প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে ঐ খানকাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর হয় বলে উল্লেখ পাওয়া যায়। তখন শুধু সংস্কৃত নয় উর্দু, পারসী ও আরবী ভাষায় বিদ্বান হয়েছেন অনেক। বিদ্বানদের মধ্যে যাঁরা শিক্ষা প্রসারের কাজে করে স্থাপনা, সাহিত্য চর্চাসহ বিভিন্নভাবে জায়গা জমি দিয়ে সহযোগিতা দান করে গেছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মধ্যযুগের মহাকবি সৈয়দ সুলতান, সৈয়দ মুসা, শেখ চান্দ, সৈয়দ শাহনুর, কবি প্যারিচরণ, গীরিশ চন্দ্র নাগ, গৌরিশংকর, লীলা রায়, সৈয়দ মুর্তাজা আলী, অধ্যাপক আসাদ্দর আলী, জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ চৌধুরী , হাসন রাজা চৌধুরী , শেখ ভানু, শিতালং শাহ, আছিম শাহ, রাধা মাধব দত্ত, রাধারমণ দত্ত, শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া, ডঃ সুন্দরী মোহন, মহম্মদ আতাউল গণি ওসমানী, গজনফর আলী, চৌধুরী গোলাম আকবর।[৪][৮][১৭][২৭] উল্লেখিত ব্যক্তিদের যাদের প্রচেষ্টায় এ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এসবের মধ্যে, রাজনগর এম ই স্কুল (স্থাপিতঃ ১৮৬৬ইং) সিলেট মিশনারী এস ই স্কুল (স্থাপিতঃ ১৮৮৭ ইং) সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল (স্থাপিতঃ ১৮৮৭ইং) মৌলভীবাজার হাই স্কুল (স্থাপিতঃ ১৮৯১ইং) সুনামগঞ্জ দশরথ এম ই স্কুল (স্থাপিতঃ ১৮৯৬ইং) হবিগঞ্জ হাই স্কুল (স্থাপিতঃ ১৮৯৭ইং) সিলেট গার্লস স্কুল (স্থাপিতঃ ১৯০৩ইং) পাইল গাও ব্রজনাথ হাই স্কুল, জগন্নাথপুর (স্থাপিতঃ ১৯১৯ইং) ইত্যাদি। ১৮৬৭ সালে সিলেট বিভাগে স্কুলের সংখ্যা ছিল ২৮টি এবং ১৯০৫ সালে এর সংখ্যা দাঁড়ায় ৫৯টিতে। যার মধ্যে বর্তমান মৌলভীবাজার জেলায় ১৩টি মাধ্যমিক, সুনামগঞ্জ জেলায় ১৩টি মাধ্যমিক, হবিগঞ্জ জেলায় ১৮টি মাধ্যমিক এবং সিলেট জেলায় ১৫টি মাধ্যমিক স্কুল ছিল । ১৮৬৫ সালে এই বিভাগ থেকে গ্র্যাজুয়েট ছিলেন মোহাম্মদ দাইম এবং জয় গোবিন্দ।[২৮] এছাড়া সিলেট বিভাগে রয়েছে অগণিত মকতব ও মাদরাসা। এর মাঝে অন্যতম হলো ; মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া,আংগুরা মুহাম্মদপুর মাদরাসা, দরগা মাদরাসা, নয়াসড়ক মাদরাসা, মাযাহিরুল উলুম আকুনি মাদরাসা, প্রাচীন ঝিংগাবাড়ি মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা,রশিদিয়া দাখিল মাদরাসা,জানিয়া ইসলামিয়া দরুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসা,ওসমানিনগর জামেয়া তাওয়াক্কুলিয়া,জামেয়া আজহারুল উলুম বালিকা মাদ্রাসা ইত্যাদি।
বর্তমানে (২০১১ সাল) জেলাওয়ারী সিলেট বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানঃ
জেলার নাম | হাইস্কুল | মাদ্রাসা | উচ্চ মাধ্যমিক কলেজ | ডিগ্রি কলেজ |
---|---|---|---|---|
সিলেট জেলা | জুনিয়র হাইস্কুল - ৩৭ টি মাধ্যমিক হাইস্কুল (সরকারী) - ৬ টি বেসরকারী মাধ্যমিক হাইস্কুল - ২৮৫ টি |
দাখিল ৮৭টি আলিম- ২৩টি ফাজিল - ১০টি কামিল - ৮টি |
সরকারী - ২টি বেসরকারী ২০টি |
সরকারী- ২টি বেসরকারী -১৮টি অনার্স (সরকারী) - ১টি মাষ্টার্স (সরকারী) - ১টি মাষ্টার্স বেসরকারী - ১টি |
মৌলভীবাজার জেলা | জুনিয়র হাইস্কুল - ৫১টি মাধ্যমিক হাইস্কুল (সরকারী) - ৩টি বেসরকারী মাধ্যমিক হাইস্কুল - ১৩০টি |
দাখিল - ৫১টি আলিম - ১০টি ফাজিল - ৯টি কামিল - ১টি |
বেসরকারী ৮টি | সরকারী- ২টি বেসরকারী - ৯টি মাষ্টার্স (বেসরকারী) - ১টি |
হবিগঞ্জ জেলা | নিম্নমাধ্যমিক - ৩২টি মাধ্যমিক (সরকারী) - ৬টি বেসরকারী মাধ্যমিক হাইস্কুল - ১০৪টি |
দাখিল - ৪৯টি আলিম - ৮টি ফাজিল - ৬টি কামিল - ১টি |
বেসরকারী ৮টি | সরকারী- ২টি বেসরকারী - ৭টি অনার্স সরকারী - ১টি |
সুনামগঞ্জ জেলা | নিম্নমাধ্যমিক (বেসরকারী) - ৩২টি মাধ্যমিক হাইস্কুল (সরকারী) - ৫টি বেসরকারী মাধ্যমিক হাইস্কুল - ১৫৬টি |
দাখিল - ৬৬টি আলিম - ১৫টি ফাজিল - ৩টি কামিল - ১টি |
সরকারী - ১টি বেসরকারী ১৪টি |
সরকারী- ১২টি
বেসরকারী -৮টি অনার্স (সরকারী) - ৫টি মাষ্টার্স (সরকারী) - ১টি |
এছাড়া সিলেট বিভাগে রয়েছে ২টি সরকারী বিশ্ববিদ্যালয় (১টি কৃষি)। ১টি সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ। ৪টি বে-সরকারী বিশ্ববিদ্যালয়। ৪টি মেডিকেল কলেজ। ৩টি পলিটেকনিক ইন্সটিটিউট। ১টি ইমাম ট্রেনিং একাডেমী।[৪]
নদ-নদী
সিলেট বিভাগে ৩৭টি নদ-নদী
- সুরমা নদী
- লোভা
- পিয়াইন গাং
- সারি গোয়াইন
- বাগরা গাং
- নওয়া গাং
- শেওলা
- ধামালিয়া
- মনাই
- বড়দাল
- জুরি
- মনু্
- ধলাই
- লংলা
- কারাঙ্গি
- খোয়াই
- সুতাং
- কুশিয়ারা
- মাধবপুর
- মহাসিং
- খাজাঞ্জি
- ভট্টখাল
- কালনী
- জামালপুর
- বরাবা নদী
- লভা, হরি
- বোগাপানি
- ধরিয়ানা
- ধোয়াই
- যদুকাটা
- ধলা-ধলাই গাং
- গোপলা-লঙ্গল
- মোগাই-চলতি
- রক্তি
- পৈন্দা
- ভেড়া মোহনা
- ধনু বৌলাই
- বৌলাই[২৯]
দর্শনীয় স্থান ও স্থাপনা
-
জাফলং-এ নদীর মনোরম দৃশ্য
-
সিলেটের গোয়াইংঘাটের রাতারগুল জলাবন
-
বাংলাদেশের সবথেকে বড় হাওর সিলেটের হাকালুকি হাওর
-
আলি আমজাদের ঘড়ি। সিলেট
-
শ্রীমঙ্গলের সীতেশ বাবুর চিড়িয়াখানার সাদা বাঘ
-
শ্রীমঙ্গল এর কাছাকাছি লাউয়াছড়ার বিরল উল্লুক
-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের ১ কিলোমিটার রাস্তা
-
ওয়াচ টাওয়ার থেকে জলাবনের দৃশ্য।
-
বিছানাকান্দি
-
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের রেল লাইন
-
হাম হাম জলপ্রপাত হতে উৎসারিত পানির প্রবাহ
- শাহ পরাণের মাজার
- শ্রী শ্রী দুর্গা বাড়ী মন্দির ও ইকো পার্ক
- জাফলং
- লালাখাল
- হাকালুকি হাওর
- শহীদ সিরাজ হ্রদ
- টাঙ্গুয়ার হাওর
- ভোলাগঞ্জ
- হযরত শাহজালাল মাজার
- মালনীছড়া চা বাগান
- লোভাছড়া পাথর কোয়ারী
- সোনাতলা পুরাতন জামে মসজিদ
- জাকারিয়া সিটি
- এডভেঞ্চার ওয়ার্ল্ড
- শাহজালাল সার কারখানা
- রায়ের গাঁও হাওর
- মালিনী চড়া বাগান
- সোনাতলা পুরাতন জামে মসজিদ
- লাক্কাতুরা চা বাগান
- মালনীছড়া চা বাগান
- হাকালুকি হাওর
- রাতারগুল জলাবন
- বিছানাকান্দি
- পানথুমাই
- শ্রী চৈতন্যের বাড়ি ও মন্দির
- কৈলাশটিলা
- ড্রীমল্যান্ড বিনোদন পার্ক
- জাকারিয়া সিটি
- ড্রিমল্যান্ড পার্ক
- আলী আমজদের ঘড়ি
- জিতু মিয়ার বাড়ী
- মনিপুরী রাজবাড়ি
- মনিপুরী মিউজিয়াম
- শাহী ঈদগাহ, সিলেট
- বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান
- আরকুম আলীর মাজার
- আলী আমজদের ঘড়ি
- এডভেঞ্চার ওয়ার্ল্ড
- সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ
- মুরারিচাঁদ কলেজ
- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
- বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান
- ওসমানী জাদুঘর
- কাস্টম ঘাট
- ক্বীন ব্রীজ
- গাজী বুরহান উদ্দীনের মাজার
- গায়েবী মসজিদ
- চাপরা বিল
- জাকারিয়া সিটি
- জাফলং
- জিতু মিয়ার বাড়ী
- জৈন্তিয়া রাজবাড়ী
- টিলাগড় ইকোপার্ক
- ড্রিমল্যান্ড পার্ক
- তামাবিল
- আমলশীদ পয়েন্ট
- দুর্গাবাড়ী মন্দির
- নাজিমগড় রিসোর্ট
- পরীকুন্ড ঝর্ণা
- পর্যটন মোটেল
- পান্তুমাই ঝর্ণা
- শাহজালাল সার কারখানা
- বিছানাকান্দি
- ভোলাগঞ্জ পাথর কোয়ারী
- মদন মোহন জিউ আশ্রম
- মনিপুরী জাদুঘর
- মনিপুরী রাজবাড়ি
- মালনীছড়া চা বাগান
- রাতারগুল জলাবন
- রাতারগুল জলাবন
- রামধানা শাহী ঈদগাহ
- রায়েরগাঁও হাওড়
- লাক্কাতুরা চা বাগান
- লালাখাল
- লোভাছড়া চা বাগান
- লোভাছড়া পাথর কোয়ারী
- শাহ পরাণের মাজার
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- শাহী ঈদগাহ, সিলেট
- শ্রী চৈতন মহাপ্রভুর পৈতৃক নিবাস
- শ্রীচৈতন্যদেব মন্দির
- সাতছড়ি উদ্যান
- সুতারকান্দি স্থল বন্দর
- সোনাতলা পুরাতন জামে মসজিদ
- শাহজালালের মাজার
- হাকালুকি হাওর
- হাছন রাজার বাড়ী
- হাছন রাজার মিউজিয়াম
- হারং হুরং
হবিগঞ্জ জেলা
- অমৃত মন্দির
- আজমিরীবাবার মাজার
- আলিয়া খাসিয়াপুঞ্জী
- কমলারাণীর সাগরদীঘি
- শংকরপাশা শাহী মসজিদ
- ইমাম চা বাগান
- তেলিয়াপাড়া চা বাগান
- নাগুরা ফার্ম
- পুরাতন সার্কিট হাউজ ভবন
- প্যালেস রিসোর্ট
- ফ্রুটস ভ্যালী
- বাওয়ানী চা বাগান
- বাঘাসুরা রাজবাড়ী
- বানিয়াচং রাজবাড়ীর ধ্বংসাবশেষ
- বায়েজিদ শাহের মাজার
- বাহুবল জামে মসজিদ
- বিথঙ্গল আখড়া
- বিবিয়ানা গ্যাস ফিল্ড
- মশাজানের দিঘী
- মাকালকান্দি স্মৃতিসৌধ
- মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ, তেলিয়াপাড়া
- রঘুনন্দন চা বাগান
- রশিদপুর গ্যাস ফিল্ড
- রুপাইছড়া রাবার বাগান
- রেমা ক্যালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য
- লক্ষীবাওর জলাবন
- শচী অঙ্গন ধাম মন্দির
- শাহ ইছাক চিশতি এর মাজার
- শাহ মজলিশ আমীন এর মাজার
- শাহ সোলেমান ফতেহগাজী র: মাজার
- শাহজীবাজার রাবার বাগান
- শেখ ভানু শাহের মাজার
- শ্যাম বাউল গোস্বামীর আখড়া
- সাতগাঁও রাবার বাগান
- সাতছড়ি জাতীয় উদ্যান
- সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন এর মাজার
- সুরমা চা বাগান।
- হবিগঞ্জ গ্যাস ফিল্ড
মৌলভীবাজার জেলা
- দেওড়াছড়া বদ্ধভূমি
- বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট
- মাধবকুণ্ড ইকোপার্ক
- মাধবকুণ্ড জলপ্রপাত
- মৌলভীবাজার পৌরসভা
- লাউয়াছড়া জাতীয় উদ্যান
- শ্রীমঙ্গল উপজেলা
- সিতেশ বাবুর চিড়িয়াখানা
- হাকালুকি হাওর
- হাম হাম জলপ্রপাত
- কমলা রাণীর দিঘী
- কাউয়াদিঘী হাওড়
- খোঁজার মসজিদ
- গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ
- চা জাদুগর
- ছয়ছিরি দিঘী
- দেওড়াছড়া চা বাগান
- দেশের ৯৫টি চা বাগান
- পৌর পার্ক
- প্রেমনগর চা বাগান
- বর্ষিজোড়া ইকোপার্ক
- বাইক্কা বিল
- মনিপুরী পাড়া
- মাথিউড়া লেক
- মাধবপুর লেক
- মির্জাপুর চা বাগান
- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও মাঠ
- রাজনগর চা বাগান
- শফিনগর চা বাগান
- শহীদ মিনার ও গণকবর
- হযরত শাহ মোস্তফা রহঃ এর মাজার
- হাইল হাওড়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- মহম্মদ আতাউল গণি ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
- সৈয়দ মুজতবা আলী, সাহিত্যিক
- হাসন রাজা, মরমি কবি
- চৈতন্য মহাপ্রভু, বৈষ্ণব ধর্মের প্রবর্তক।
- বিপিনচন্দ্র পাল-ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা।
- গোবিন্দ চন্দ্র দেব-দার্শনিক।
- মৌলভী আবদুল করিম - বাঙালি শিক্ষাব্রতী ও সমাজসেবক
- মেজর জেনারেল এম এ রব-মুক্তিযুদ্ধের চীফ অব স্টাফ।
- সৈয়দ সুলতান -মধ্যযুগের বিখ্যাত কবি।
- সৈয়দ মুর্তাজা আলী -ইতিহাসবিদ।
- নির্মলেন্দু চৌধুরী -সঙ্গীতশিল্পী।
- স্যার ফজলে হাসান আবেদ-সমাজসেবক।
- শাহ আবদুল করিম -বাউলসম্রাট
- মহাপ্রভু অদ্বৈত আচার্য -বৈষ্ণব সাধক।
- হুমায়ূন রশীদ চৌধুরী -সাবেক স্পীকার।
- শামসুল উলামা আবু নসর ওহীদ -শিক্ষাবিদ।
- খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ-রাজনীতিবিদ।
- আলী আমজাদ খান-সমাজসেবক ও জমিদার।
- রাধারমণ দত্ত -বৈষ্ণব কবি।
- লীলা দত্ত নাগ -ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা এবং ঢাবির প্রথম ছাত্রী।
- দেওয়ান মোহাম্মদ আজরফ -দার্শনিক।
- আব্দুস সামাদ আজাদ-স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী।
- ত্রিগুণা সেন- ভারতের বিখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ।
- সন্তদাস কাঠিয়াবাবা-বাংলার প্রথম অ্যাটর্নি জেনারেল।
- ফজলুল হক সেলবর্ষী -বিপ্লবী সাংবাদিক ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা।
- রুকন খান - আলাউদ্দিন হোসেন শাহের মন্ত্রী এবং সেনাপতি।
- রামনাথ বিশ্বাস -বিখ্যাত ভূপর্যটক।
- এম এ রশীদ -বুয়েটের প্রথম উপাচার্য।
- এম সাইফুর রহমান-রাজনীতিবিদ।
- আলতাফ হোসেইন -বিখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ।
- হেমাঙ্গ বিশ্বাস-সঙ্গীতশিল্পী।
- সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন -বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি।
- দেওয়ান ফরিদ গাজী -রাজনীতিবিদ।
- ঠাকুর দয়ানন্দ দেব-হিন্দু ধর্মগুরু।
- শাহেদ আলী -কথাসাহিত্যিক।
- রুনা লায়লা -কণ্ঠশিল্পী।
- আবুল মাল আবদুল মুহিত -রাজনীতিবিদ, অর্থমন্ত্রী।
- মাওলানা উবায়দুল হক-জাতীয় মসজিদের সাবেক খতিব।
- সুরঞ্জিত সেনগুপ্ত -রাজনীতিবিদ, রেলমন্ত্রী।
- সালমান শাহ-চিত্রনায়ক।
- রিয়ার এডমিরাল মাহবুব আলী খান -সাবেক উপ-সামরিক আইন প্রশাসক, নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী
- সুবীর নন্দী-কণ্ঠশিল্পী।
- স্বামী নিখিলানন্দ -ধর্মগুরু।
- , মাওলানা আতহার আলী -রাজনীতিবিদ।
- জোবেদা রহিম চৌধুরী - ভাষা সংগ্রামী
- রাজা গিরিশচন্দ্র রায়- সমাজসেবক।
- মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম - মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার
- শাহ এ এম এস কিবরিয়া -রাজনীতিবিদ।
- নুরুল ইসলাম নাহিদ -রাজনীতিবিদ, শিক্ষামন্ত্রী।
- মাহমুদুল আমিন চৌধুরী - সাবেক প্রধান বিচারপতি।
- ডক্টর আতাউল করিম -বিজ্ঞানী।
- জামিলুর রেজা চৌধুরী-শিক্ষাবিদ, বিজ্ঞানী ও প্রকৌশলী।
- আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী- মুসলিম পণ্ডিত
- রঙ্গলাল সেন-জাতীয় অধ্যাপক, সমাজবিজ্ঞানী
- দিলওয়ার- কবি।
- কাজী খলীকুজ্জমান আহমদ-অর্থনীতিবিদ।
- সিরাজুল হোসেন খান -রাজনীতিবিদ।
- অমিতাভ চৌধুরী - ম্যাগসাসাই পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক।
- সৈয়দা রিজওয়ানা হাসান -পরিবেশবিদ।
- দ্বিজেন শর্মা-সাহিত্যিক ও নিসর্গবিদ।
- পণ্ডিত রামকানাই দাশ -সংগীতশিল্পী।
- এম মোখলেসুর রহমান চৌধুরী-রাজনীতিবিদ।
- নূরউদ্দিন গহরপুরী- মুসলিম পণ্ডিত।
- ব্রিগেডিয়ার ডাঃ এম এ মালিক -জাতীয় অধ্যাপক।
- সুজেয় শ্যাম- সুরকার ও সঙ্গীত পরিচালক।
- এনামুল হক মোস্তফা শহীদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এবং আইনজীবী।
- হাসান মশহুদ চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান।
- সুরেন্দ্র কুমার সিনহা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি।
- ডাক্তার শাহলা খাতুন - জাতীয় অধ্যাপক।
- বিপ্লবী হেনা দাস-ব্রিটিশ বিরোধী বিপ্লবী।
- এ কে আব্দুল মোমেন-পররাষ্ট্রমন্ত্রী।
- ডক্টর আবেদ চৌধুরী -জিনবিজ্ঞানী।
- বিচারপতি নাজমুন আরা সুলতানা-বাংলাদেশের প্রথম নারী বিচারপতি।
- অনুদ্বৈপায়ন ভট্টাচার্য - শহিদ বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ।
- কাঁকন বিবি-নারী মুক্তিযোদ্ধা ও গুপ্তচর।
- সুহাসিনী দাস- ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী।
- শিতালং শাহ-সুফি কবি।
- গুরুসদয় দত্ত -ব্রতচারী আন্দোলনের জনক।
- সুন্দরীমোহন দাস-ব্রিটিশ বিরোধী রাজনীতিবিদ।
- মৌলভী মোনাওর আলী -রাজনীতিবিদ।
- রাণী হামিদ - বাংলাদেশের শ্রেষ্ঠ নারী দাবাড়ু।
- মহাকবি শেখ চান্দ - মধ্যযুগের বিখ্যাত কবি।
- মুরারি গুপ্ত -চৈতন্যযুগের বিখ্যাত কবি এবং চরিতসাহিত্যের প্রথম রচয়িতা
- ভূদেব চৌধুরী- সাহিত্যিক ও গবেষক।
- মাহমুদ আলী -রাজনীতিবিদ ও কূটনীতিজ্ঞ।
- মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম -রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা ও কূটনীতিজ্ঞ।
- নুরুর রহমান চৌধুরী -তৎকালীন পাকিস্তানের অর্থমন্ত্রী।
- আবদুল মতিন চৌধুরী -রাজনীতিবিদ।
- যতীন্দ্রমোহন ভট্টাচার্য-সাহিত্য গবেষক।
- আফজাল চৌধুরী -কল্যাণব্রতের কবি।
- সৈয়দ মোহাম্মদ আলী - বাংলাদেশে ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ
- মনিরুজ্জামান মনির - বিখ্যাত গীতিকার।
- ঝর্ণা দাশ পুরকায়স্থ -শিশুসাহিত্যিক।
- শাকুর মজিদ - সাহিত্যিক, নাট্যকার ও স্থপতি।
- আবদুস সালাম মিনিস্টার - পূর্ব পাকিস্তানের রাজস্ব ও ভূমি প্রশাসন মন্ত্রী
- অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি- বাঙালি লেখক ও ইতিহাসবিদ।
- দুর্বিন শাহ, বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক
- সুষমা দাস- লোকসংগীতশিল্পী
- রফিক উদ্দিন আহমেদ (বিজ্ঞানী), নাসার অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশগ্রহণকারী বাঙালি বিজ্ঞানী।
- উপাধ্যক্ষ আব্দুস শহীদ - কৃষিমন্ত্রী, সাবেক চীফ হুইপ।
- সৈয়দ মহসিন আলী -রাজনীতিবিদ, সমাজকল্যাণমন্ত্রী।
- ইকবাল হোসাইন চৌধুরী- সাবেক খাদ্যমন্ত্রী।
- সৈয়দ মনজুরুল ইসলাম -সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- মকবুল হোসেন চৌধুরী -সাংবাদিক।
- মহাকবি সঞ্জয় -মহাভারতের প্রথম বাংলা অনুবাদক।
- ডক্টর আখলাকুর রহমান - অর্থনীতিবিদ।
- সি এম শফি সামি- কূটনীতিবিদ।
- এম এ মান্নান -পরিকল্পনামন্ত্রী
- সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ - রাজনীতিবিদ, ডাকসুর সাবেক ভিপি।
- জগদীশ ভট্টাচার্য - সাহিত্যিক
- চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ- লোকসাহিত্য গবেষক
- মুহাম্মদ নুরুল হক - সাহিত্যসেবক।
- সেগুফতা বখ্ত চৌধুরী- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
- সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি।
- শহিদ জগৎজ্যোতি দাস- মুক্তিযুদ্ধের দাসবাহিনীর প্রধান।
- কমান্ড্যান্ট মানিক চৌধুরী- মুক্তিযুদ্ধা ও রাজনীতিবিদ
- আশরাফ হোসেন সাহিত্যরত্ন- লোকসাহিত্য সংগ্রাহক
- মোহাম্মদ ফরাসউদ্দিন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।
- হামজা চৌধুরী - আন্তর্জাতিক ফুটবলার।
- শেখ ভানু-কবি
- খলিল খান- অভিনেতা
- কমরেড বরুণ রায় -রাজনীতিবিদ
- নুরুন্নাহার ফাতেমা বেগম -চিকিৎসাবিদ।
- শাহাব উদ্দিন -রাজনীতিবিদ ; পরিবেশ ও জলবায়ুমন্ত্রী।
- লুৎফর রহমান চৌধুরী -নাইট উপাধিপ্রাপ্ত ব্রিটিশ বিচারপতি।
- ইমরান আহমদ -প্রবাসী মন্ত্রী।
- কমরেড অজয় ভট্টাচার্য -নানকার কৃষক বিদ্রোহের নেতা।
- সঞ্জীব চৌধুরী - সংগীতশিল্পী।
- শমসের মবিন চৌধুরী -রাজনীতিবিদ।
- অধ্যাপক আসাদ্দর আলী - গবেষক
- আনোয়ার চৌধুরী -কূটনীতিক।
- সৈয়দ শাহনুর -মরমি কবি।
- রাশেদা কে. চৌধুরী -শিক্ষাবিদ।
- আবদুল হান্নান চৌধুরী -স্বাধীন বাংলাদেশের প্রথম আইন সচিব।
- এ এন এম ইউসুফ - রাজনীতিবিদ ও সমাজসেবক।
- আহমদ আবদুল কাদের - রাজনীতিবিদ।
- আজিম-অভিনেতা।
- ডক্টর মোহাম্মদ সাদিক -বিশিষ্ট কবি এবং পিএসসি’র সাবেক চেয়ারম্যান।
- হাসান শাহরিয়ার - সাংবাদিক।
- অরূপ রতন চৌধুরী - চিকিৎসক, সমাজসেবক ও রবীন্দ্র সংগীতশিল্পী।
- ওস্তাদ বিদিত লাল দাস- সংগীতশিল্পী
- সুরসাগর প্রাণেশ দাস- সুরকার
- একলিমুর রাজা কাব্যবিশারদ- কবি।
- মঈনুস সুলতান - সাহিত্যিক
- তাজুল মোহম্মদ- মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক
- দানবীর রাগীব আলী - সমাজসেবক
- রুশনারা আলী -ব্রিটিশ রাজনীতিবিদ।
- ইলিয়াস আলী -রাজনীতিবিদ
- হারিস চৌধুরী- রাজনীতিবিদ।
- মতিউর রহমান চৌধুরী - সাংবাদিক, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক।
- শুভাগত চৌধুরী - চিকিৎসক, লেখক ও সাহিত্যিক
- মুস্তাফিজ শফি
- মুসা আল হাফিজ-কবি ও গবেষক।
তথ্যসূত্র
- ↑ "বাংলাদেশের জেলাসমূহ"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৩।
- ↑ "৬৪ জেলার নতুন শ্রেণিবিন্যাস"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২২।
- ↑ বাংলাদেশের ডায়েরী, "বাংলাদেশের বিভাগ, জেলা ও উপজেলা পরিচিতি, ৫০ পৃষ্ঠা, সংস্করণ: আগস্ট ২০০২।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ সিলেট বিভাগের ভৌগোলিক ঐতিহাসিক রুপরেখা সৈয়দ মোস্তফা কামাল; প্রকাশক: শেখ ফারুক আহমদ, পলাশ সেবা ট্রাস্ট, সিলেট। প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১১; পৃ. ১০।
- ↑ বাংলাপিডিয়ায় সিলেট বিভাগের নিবন্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ আগস্ট ২০১১ তারিখে।
- ↑ ক খ গ সিলেট গীতিকাঃ সমাজ ও সংস্কৃতি, ডঃ আবুল ফতেহ ফাত্তাহ; প্রস্তাবনা ২, পৃষ্ঠা ১৫-১৬; প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৫।
- ↑ Ancient India" Ramesh Chandra Majumdar, Chapter 3, p267, Motilal Banarsidass Publishers, Eighth Edition: Delhi, 1977
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, দ্বিতীয় ভাগ, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি; প্রকাশক: মোস্তফা সেলিম; উৎস প্রকাশন, ২০০৪।
- ↑ Journal of The Royal Asiatic Society, part 1, 1st January 1920 (Six Countries Mentioned By Yuan Chwang.)
- ↑ বিলেতে সিলেটবাসী, ইতিহাস গবেষক ও সাংবাদিক মতিয়ার রহমান চৌধুরী (ইউ,কে)।
- ↑ সাংবাদিক ও কলামিষ্ট মোহাম্মদ হান্নান মিয়া (ইউ,কে) সম্পাদিত (স্মরণিকা পুস্তক)নবীগঞ্জের ডাক।
- ↑ ক খ A Statistical Account of Sylhet, W. W. Hunter, p60.
- ↑ The Brahmaputra basin water resources By Vijay P. Singh, Nayan Sharma, C. Shekhar P. Ojha, p162 -163
- ↑ ক খ Rivers and riverine landscape in North East India, By Sutapa Sengupta p40
- ↑ সিলেটের দুইশত বছরের আন্দোলন, তাজুল মোহাম্মদ; প্রকাশক: ওসমান গণি, আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত প্রকাশকাল: ১৯৯৫।
- ↑ সিলেটের ইতিহাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০১১ তারিখে, সিলেটইনফো.কম।
- ↑ ক খ গ ঘ ঙ সিলেট বিভাগের ইতিবৃত্ত: প্রাচীন ইতিহাসে সিলেট বিভাগ নিবন্ধ, মোহাম্মদ মুমিনুল হক, গ্রন্থ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১; পৃষ্ঠা ১৫।
- ↑ সিলেট বিভাগের ভৌগোলিক ঐতিহাসিক রুপরেখা, সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশক- শেখ ফারুক আহমদ, পলাশ সেবা ট্রাস্ট সিলেট, প্রকাশকাল- ফেব্রুয়ারি ২০১১, পৃঃ ১০
- ↑ "চায়ের ডাটাবেজ"। BTRI। ১২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ সিলেটের মরমী মানস সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯
- ↑ ক খ বাংলাদেশের লোকসাহিত্য ও লোকঐতিহ্য 'ডঃ আশরাফ সিদ্দিকী', প্রাকাশক - সাঈদ বারী প্রধান নির্বাহী, সুচিপত্র ঢাকা, প্রকাশকাল ২০০৫ ইংরেজি।
- ↑ "সিলেট জেলা তথ্য বাতায়ন"। ১৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১১।
- ↑ "সুনামগঞ্জ জেলা তথ্য বাতায়ন"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১১।
- ↑ সিলেটের মরমী মানস সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশনায়- মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১১।
- ↑ [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ আগস্ট ২০১১ তারিখে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েব সাইটসুনামগঞ্জ জেলা তথ্য বাতায়ন "ভাষা ও সংস্কৃতি"
- ↑ 'নবিগঞ্জের ডাক'শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাবিবুর রাহমান প্রবন্ধ
- ↑ 'নবিগঞ্জের ডাক' শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মরহুম প্রফেসর হাবিবুর রাহমান প্রবন্ধ
- ↑ "বৃহত্তর সিলেট জেলার ৩৬টি নদী"। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১।