সুজেয় শ্যাম
সুজেয় শ্যাম (জন্ম: ১৪ মার্চ, ১৯৪৬) একজন বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।[২][৩] তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গুনী সঙ্গীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা।[৪][৫] বাংলাদেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৬]
সুজেয় শ্যাম | |
---|---|
জন্ম নাম | সুজেয় শ্যাম |
জন্ম | সিলেট জেলা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ১৪ মার্চ ১৯৪৬
পেশা | |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | |
বাদ্যযন্ত্র | |
প্রাথমিক জীবনসম্পাদনা
সুজেয় শ্যাম ১৯৪৬ সালের ১৪ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন একটি বিদ্যালয়ের সহকারী এবং 'ইন্দ্রেশর-টি' নামে একটি চা বাগানের মালিক। তার শৈশব কেটেছে সিলেটের চা বাগানে আর আঁকাবাঁকা পাহাড়ি এলাকায়। দশ ভাইবোনের মধ্যে সুজেয় ষষ্ঠ।[৭] সঙ্গীতে আগ্রহ জন্মায় সকালে প্রার্থনা সঙ্গীত শুনে। তাছাড়া তার ছোট বোন ও ভাই বেতারে গান গাইত। মা বাবাও ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী।[৭]
কর্মজীবনসম্পাদনা
সুজেয় শ্যাম একজন গীটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান চট্টগ্রাম বেতারে যোগদান করেন। পরে বড়দের অনুষ্ঠান পরিচালনা শুর করলেও ১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারে চাকরি ছেড়ে ঢাকা বেতারে যোগ দেন।[৮] ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় ঘোষণার পর শহীদুল ইসলাম রচিত তার সুরকৃত ও তার কণ্ঠে "বিজয় নিশান উড়ছে ওই" গানটি স্বাধীন বাংলা বেতারে বেজে উঠেছিল।[৯] ২০০১ সালে তিনি বাংলাদেশ বেতার থেকে প্রধান সঙ্গীত প্রযোজক পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি টুনাটুনি অডিও নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন।[৮]
সঙ্গীত জীবনসম্পাদনা
সুজেয় শ্যাম ১৯৬৯ সালে সঙ্গীত পরিচালক রাজা হোসেনের সাথে পরিচিত হন এবং একত্রে রাজা-শ্যাম নামে বাংলাদেশী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন। সত্তর-আশি দশকে তারা একত্রে সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, ভুল যখন ভাঙ্গলসহ পঁচিশটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।[৮] সূর্য গ্রহণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে অর্জন করেন বাচসাস চলচ্চিত্র পুরস্কার।[৭] ১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত বলবান ও অবাঞ্ছিত চলচ্চিত্রের মাধ্যমে এককভাবে সঙ্গীত পরিচালন শুরু করেন।[১০] একবিংশ শতকের প্রথমে হাছন রাজাকে নিয়ে নির্মিত হাছন রাজা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে লাভ করেন তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের বিশেষ অনুরোধে এই চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দেন তিনি। পরবর্তীতে জয়যাত্রা ও অবুঝ বউ চলচ্চিত্রের গানের সঙ্গীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে এই পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে একাত্তরের ক্ষুদিরাম ও একাত্তরের মা জননী নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।[১১]
২০০৬ সালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ বেতারে প্রচারিত ৪৬টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান শিরোনামের একটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৩ সালে আরও ৫০টি গানের সংকলন নিয়ে স্বাধীন বাংলা বেতারের গান - ২ নামে আরেকটি অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন।[১২]
ডিস্কোগ্রাফিসম্পাদনা
মুক্তিযুদ্ধের গানসম্পাদনা
মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলো হলো-
- বিজয় নিশান উড়ছে ঐ
- রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম
- আজ রণ সাজে বাজিয়ে বিষাণ
- মুক্তির একই পথ সংগ্রাম
- ওরে আয়রে তোরা শোন
- আয়রে চাষী মজুর কুলি
- রক্ত চাই, রক্ত চাই
- আহা ধন্য আমার
চলচ্চিত্রের গানসম্পাদনা
- সূর্য গ্রহণ (১৯৭৯)
- সূর্য সংগ্রাম
- ভুল যখন ভাঙ্গল
- প্রতিকার
- বলবান (১৯৮৬)
- হাছন রাজা (২০০২)
- জয়যাত্রা (২০০৪)
- অবুঝ বউ (২০১০)
- অন্তর্ধান (২০১২)
- ৭১ এর ক্ষুদিরাম (২০১৪)
- ৭১ এর মা জননী (২০১৪)
অ্যালবামসম্পাদনা
- স্বাধীন বাংলা বেতারের গান (২০০৬)
- স্বাধীন বাংলা বেতারের গান - ২ (২০১৩)
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বাচসাস চলচ্চিত্র পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - সূর্য গ্রহণ (১৯৭৯)
- শিল্পকলা পদক (সঙ্গীতে) - ২০১৫[১৩]
- স্বাধীনতা সম্মাননা - ২০১৫[১৪][১৫]
- ভারত গৌরব সম্মাননা - ২০১৫[১৬]
- রবি-চ্যানেল আই বিজয়মেলা পদক - আজীবন সম্মাননা ২০১১[১৭][১৮]
- ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৮)
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "হাসপাতালে সুজেয় শ্যাম"। দৈনিক যুগান্তর। ২৪ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উপস্থাপনায় সুজেয় শ্যাম"। দৈনিক নয়া দিগন্ত। ১৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "পুরানো সেই দিনের কথা অনুষ্ঠানে 'সুজেয় শ্যাম'"। নিউজবিডি। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ উদিতা ইসলাম (২৬ ডিসেম্বর ২০১৫)। "মুক্তিযুদ্ধকে বেগবান করেছিলেন যে কণ্ঠযোদ্ধারা"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "সেই দিনগুলোই আমার জীবনের শ্রেষ্ঠ সময় : সুজেয় শ্যাম"। ভোরের কাগজ। ২১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মাসরিফ হক (১৯ আগস্ট ২০১৫)। "জাতীয় চলচ্চিত্রের সেরা সঙ্গীত পরিচালক…"। সচলায়তন। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ ক খ গ "সুজেয় শ্যাম"। গুনীজন। ২৮ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ ক খ গ "শিল্পকলা পদক পাচ্ছেন সুজেয় শ্যাম"। জাগো নিউজ। ৩ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ ইসরাত জাহান তমা (ডিসেম্বর ১৫, ২০১৪)। "মুক্তিযুদ্ধ আমার জীবনের শ্রেষ্ঠ সময় : সুজেয় শ্যাম"। দ্য রিপোর্ট। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "আলাপের অতিথি সুজেয় শ্যাম"। সাতদিন। ১০ মার্চ ২০১৫। ২৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "মুক্তিযুদ্ধের দুই চলচ্চিত্রে সুজেয় শ্যাম"। দৈনিক জনকণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সুজেয় শ্যাম"। দৈনিক যায় যায় দিন। ফেব্রুয়ারি ২১, ২০১৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "শিল্পকলা পদক পাচ্ছেন সুজেয় শ্যাম"। ভোরের পাতা। ৩ মে ২০১৬। ১৫ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "স্বাধীনতা সম্মাননা পেলেন সুজেয় শ্যাম"। দৈনিক ইত্তেফাক। ২৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "সম্মাননা পেলেন সুজেয় শ্যাম"। দৈনিক প্রথম আলো। মার্চ ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
- ↑ "উপস্থাপনায় সুজেয় শ্যাম"। দৈনিক মানবজমিন। ১৫ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রবি-চ্যানেল আই বিজয়মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন সুজেয় শ্যাম"। বাংলানিউজ। ১৪ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজীবন সম্মাননা পেলেন সুজেয় শ্যাম"। ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৬।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুজেয় শ্যাম (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সুজেয় শ্যাম