ভাদ্র

বাংলা সনের পঞ্চম মাস

ভাদ্র (ভাদ্দুর, ভাদুর, বা, ভাদ্দর) বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু।

ভাদ্র
Kashful in Bangladesh.jpg
কাশ ফুল, ভাদ্র মাসের আগমনকে মনে করিয়ে দেয়
বর্ষপঞ্জিবাংলা বর্ষপঞ্জি
মাসের ক্রম
দিনের সংখ্যা
  • ৩১ (বাংলাদেশ)
  • ৩১/৩২ (ভারত)
ঋতুশরৎ
গ্রেগরীয় সমতুল্যআগস্ট-সেপ্টেম্বর

নামের উৎসসম্পাদনা

নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।

বৈশিষ্ট্যসম্পাদনা

 
তালের বড়া

তাল ভাদ্র মাসের অন্যতম একটি ফল। এসময় এই ফলটি পাকে এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় সর্বত্র পাওয়া যায়। তালের রস ও ক্বাথ থেকে প্রস্তুতকৃত পিঠা, পায়েস ও তেলে ভাজা বড়া বেশ এই মাসের অন্যতম জনপ্রিয় মুখরোচক খাবার।

ভাদুসম্পাদনা

ভাদ্র মাসের ব্রত ও পার্বন ভাদু। এর সঙ্গে ভাদুগান গেয়ে নাচও হয় কিছু অঞ্চলে।

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা