শরৎ
বাংলার বছরের তৃতীয় ঋতু
ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। শরৎকে ইংরেজিতে "অটাম" বলা হলেও উত্তর আমেরিকায় একে "ফল" হিসেবে ডাকা হয়।[১] পৃথিবীর ৪টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে শরৎকাল গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যবর্তী ঋতু হিসেবে আগমন করে। এসময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠাণ্ডা হতে থাকে। এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পত্রঝরা বৃক্ষের পাতার ঝরে যাওয়া।
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8E_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2.jpg/330px-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8E_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2.jpg)
শরতের ফুল
সম্পাদনাশরতের ফুল হচ্ছে হিমঝুরি, গগনশিরীষ, ছাতিম, পাখিফুল, পান্থপাদপ, বকুল, মিনজিরি, শেফালি, শিউলি, কলিয়েন্ড্রা, কাশফুল ইত্যাদি।
শরতের ফল
সম্পাদনাআমলকী,জলপাই,তাল, জগডুমুর,করমচা, চালতা ইত্যাদি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Oxford Dictionary on the North American usage of Fall"। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- মুনীর মোরশেদ, সম্পাদক (২০১০)। ঋতুপিডিয়া। ঢাকা: ঘাস ফুল নদী। আইএসবিএন 984-8215-15-42
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)।