পাতা
উদ্ভিদের বিটপ অংশের প্রধান পার্শ্বীয় প্রত্যঙ্গ
পাতা (সংস্কৃত: পত্র) উদ্ভিদের বিটপ অংশের প্রধান পার্শ্বীয় প্রত্যঙ্গ যার মূল কাজ হল সালোকসংশ্লেষ।[১] পাতা উদ্ভিদের একটি অংশ যার আয়তন স্থির থাকে। পাতার ফলকের আকার সাধারণত চ্যাপ্টা এবং পাতলা হয় যাতে সূর্যের আলো কোষকলা ভেদ করে পাতার যে সমস্ত কোষে ক্লোরোপ্লাস্ট আছে তাদের সবার কাছে পৌঁছতে পারে। এ ছাড়াও পাতায় শ্বসন, বাষ্পমোচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ হয়। পাতা খাদ্য এবং জলের আধার হিসেবেও কাজ করতে পারে। কিছু উদ্ভিদে বিশেষ প্রয়োজনে পাতার আকৃতিগত পরিবর্তন হতে পারে । এছাড়াও কিছু কিছু উদ্ভিদের আবহাওয়া কারণে এদের রং আলাদা হয়ে থাকে ।[২]
বিশ্লেষণ
তার ফলককে আলোর দিকে তুলে ধরে পত্রবৃন্ত। তবে পাতার গঠন আলোচনা করতে সাধারণত পাতার ফলকের গঠনেই বেশি গুরুত্ব দেওয়া হয়।
বিশ্লেষণসম্পাদনা
একটি পাতার বিভিন্ন অংশ নিম্নের চিত্রে দেখানো হয়েছে -
গ্যালারিসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Esau 2006।
- ↑ "গাছের পাতা সবুজ হয় কেন?"। বাংলা নিউজ ২৪। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে কাণ্ড সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- VASCULAR PLANT SYSTEMATICS Section B. General Characters and Character States: Position and Arrangement
- Science aid: Leaf Leaf structure and transpiration resource for teens.