সৈয়দ মনজুরুল ইসলাম
সৈয়দ মনজুরুল ইসলাম (জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫১) বাংলাদেশের একজন কথাসাহিত্যিক ও সাহিত্যসমালোচক। ১৯৯৬ খ্রিষ্টাব্দে তাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানেরর উপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে।[১]
সৈয়দ মনজুরুল ইসলাম | |
---|---|
![]() ২০১১ সালে মনজুরুল ইসলাম | |
জন্ম | সিলেট, বাংলাদেশ | ১৮ জানুয়ারি ১৯৫১
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, লেখক |
উল্লেখযোগ্য কর্ম | প্রেম ও প্রার্থনার গল্প, আধখানা মানুষ, তিন পর্বের জীবন |
আদি নিবাস | সিলেট, বাংলাদেশ |
পুরস্কার |
|
শৈশব ও শিক্ষাজীবন
সম্পাদনাতিনি সিলেট শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আমীরুল ইসলাম এবং মাতা রাবেয়া খাতুন। তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ খ্রিষ্টাব্দে মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন সিলেট এমসি কলেজ থেকে ১৯৬৮ খ্রিষ্টাব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন ১৯৭১ ও ১৯৭২ সালে। ১৯৮১ খ্রিষ্টাব্দে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন।
কর্মজীবন
সম্পাদনাপেশাগত জীবনে সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দিয়েছেন।
সাহিত্য জীবন
সম্পাদনাতার কয়েকটি গ্রন্থের নাম হলো :
গল্পগ্রন্থসমূহ
সম্পাদনা- স্বনিরবাচিত শ্রেষ্ঠ গল্প (১৯৯৪),
- থাকা না থাকার গল্প (১৯৯৫),
- কাচ ভাঙ্গা রাতের গল্প (১৯৯৮),
- অন্ধকার ও আলো দেখার গল্প (২০০১),
- প্রেম ও প্রার্থনার গল্প (২০০৫)।
- সুখদুঃখের গল্প,
- বেলা অবেলার গল্প
উপন্যাসসমূহ
সম্পাদনা- আধখানা মানুষ্য (২০০৬)
- দিনরাত্রিগুলি,
- আজগুবি রাত,
- তিন পর্বের জীবন
- যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা লোক, ব্রাত্য রাইসু সহযোগে
- কানাগলির মানুষেরা
প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ :
সম্পাদনা- নন্দনতত্ত্ব (১৯৮৬),
- কতিপয় প্রবন্ধ (১৯৯২)।
- অলস দিনের হাওয়া,
- মোহাম্মদ কিবরিয়া, সুবীর চৌধুরীর সহযোগে
- রবীন্দ্রানাথের জ্যামিতি ও অন্যান্য শিল্পপ্রসঙ্গ
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৬)
- একুশে পদক (২০১৮)[২] ইত্যাদি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সৈয়দ মোহাম্মদ শাহেদ ও অন্যান্য সম্পাদিত; বাংলা একাডেমি লেখক অভিধান; বাংলা একাডেমি, ঢাকা; সেপ্টেম্বর, ২০০৮; পৃষ্ঠা- ৪৩০
- ↑ "একুশে পদক বিজয়ীদের তালিকা (২০১০–১৯)"। উইকিপিডিয়া। ২০২২-০১-২৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |