ছাতক পৌরসভা

সুনামগঞ্জ জেলার একটি পৌরসভা

ছাতক পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্গত একটি পৌরসভা[১]

ছাতক পৌরসভা
স্থানীয় সরকার
প্রাতিষ্ঠানিক লোগো
ইতিহাস
শুরু১৯৯৭
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
ছাতক পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ছাতক পৌরসভা সিলেট বিভাগের ছাতক উপজেলাধীন সুরমা নদীর তীরে একটি প্রশাসনিক শহর এলাকা।

এর পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন। উত্তরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণে কালারুকা ইউনিয়ন, পশ্চিমে নোয়ারাই ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে ছাতক সদর ইউনিয়ন অবস্থিত।


পৌরসভার মধ্য নিয়ে সুরমা নদী প্রবাহিত হয়েছে, সুরমার উত্তর পাড়ে ৩ টি ওয়ার্ড এবং দক্ষিণ পাড়ে ৬ টি ওয়ার্ড অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ৭ সেপ্টেম্বর ১৯৯৭ সালে ছাতক পৌরসভা স্থাপিত হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

ওয়ার্ড নং-মহল্লার নাম

১-ফকিরটিলা,
২-ছাতক সিমেন্ট কোং এলাকা,নোয়ারাই ইসলামপুর 
৩-পূর্ব নোয়ারাই, পশ্চিম নোয়ারাই,
৪-ভাজনামহল,কুমনা,শ্যামপাড়া,গণক্ষাই,ভাসখালা
৫-লেভারপাড়া,রহমতবাগ
৬-বাগবাড়ি,
৭-বৃহত্তর মন্ডলীভোগ এলাকা
৮-চরেরবন্দ,মোগলপাড়া
৯-বৌলা,তাতিকোনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন: ১০ বর্গকিঃমিঃ। জনসংখ্যা: ৪৪৩৬৪ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার :  

শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলোঃ-

  • ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়
  • ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
  • ছাতক জালালিয়া মাদ্রাসা
  • ছাতক সরকারি কলেজ
  • ছাতক সিমেন্টফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়
  • সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়
  • সিলেট পাল্প এন্ড পেপার মিলস আদর্শ দাখিল মাদ্রাসা
  • সিলেট পাল্প এন্ড পেপার মিলস হাফিজিয়া মাদ্রাসা

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র:-আবুুল কালাম চৌধুরী। মেয়রগণের তালিকা:-১।আব্দুল ওয়াহিদ মজনু ২।আবুল কালাম চৌধুরী

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ছাতক পৌরসভা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা