করিমগঞ্জ

মানববসতি

করিমগঞ্জ হচ্ছে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার একটি শহর। এটি হচ্ছে জেলার প্রধান শহর এবং জেলা প্রশাসনিক সদরদপ্তর।

করিমগঞ্জ
করিমগঞ্জ
শহর
করিমগঞ্জ আসাম-এ অবস্থিত
করিমগঞ্জ
করিমগঞ্জ
ভারতের আসামে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫২′ উত্তর ৯২°২১′ পূর্ব / ২৪.৮৭° উত্তর ৯২.৩৫° পূর্ব / 24.87; 92.35
Country ভারত
Stateঅসম
Districtকরিমগঞ্জ
উচ্চতা১৩ মিটার (৪৩ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট৫২,৩১৬
ভাষা
 • দাপ্তরিকবাংলা[]
 • কথ্যসিলেটি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
ওয়েবসাইটkarimganj.nic.in
Nilmoni road
করিমগঞ্জ জংশন রেলপথ স্টেশন
'করিমগঞ্জ জেলার সবুজ প্রকৃতি, প্রধানত কৃষিভিত্তিক জেলা

প্রচারমাধ্যম

সম্পাদনা

করিমগঞ্জের স্থানীয় দুটি পত্রিকা হচ্ছে

  • দৈনিক নববার্তা প্রসঙ্গ এবং
  • দৈনিক সাময়ীক প্রসঙ্গ

রাজনীতি

সম্পাদনা

করিমগঞ্জ পাঁচটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে করিমগঞ্জ উত্তর, করিমগঞ্জ দক্ষিণ, বদরপুর, পাথারকান্দি এবং রাতাবাড়ি। এগুলোর সবগুলোই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[]

বিখ্যাত ব্যক্তি

সম্পাদনা
  • সৈয়দ মুজতবা আলী: বিখ্যাত বাঙালি লেখক, একাদেমিশিয়ান এবং পণ্ডিত।
  • মহবুবুর রব চৌধুরী (জন্মঃ ২৯.০১.১৯১৫ খ্রীঃ মৃত্যুঃ ০৫.০১.১৯৯৭ খ্রীঃ) প্রবীণ এ স্বাধীনতা সংগ্রামী তদানীন্তন কাছাড় জেলা বর্তমান করিমগঞ্জ জেলার জফরগড় পরগণার পাথারকান্দি থানার ধলছড়া গ্রামে (বর্তমানে এই গ্রামের নাম চৌধুরী টিলা করা হয়েছে ) জন্ম গ্রহণ করেছিলেন।তাঁহার পূর্ব পুরুষ ছিলেন মির্জা মালিক মোহাম্মদ তুরাণী। তিনি পরতাবগড় বা প্রতাপগড় রাজ্যের সুলতান বায়োজিদ খাঁ ওরফে সুলতান বাজিদ এর অধস্তন পুরুষ ছিলেন। তিনি ধলছড়া গাঁও পঞ্চায়েত এলাকার ধলছড়া গ্রামের একমাত্র জমিদার বা চৌধুরী পরিবারের সু-সন্তান ছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট, আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট, করিমগঞ্জ মহকুমা পরিষদ ও স্কুল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি সত্তরের দশকে একবার নির্দল প্রার্থী হিসেবে পাথারকান্দি আসনে বিধান সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিকটতম প্রার্থী হিসেবে পরাজিত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. India, Press Trust of (৯ সেপ্টেম্বর ২০১৪)। "Govt withdraws Assamese as official language from Barak valley"Business Standard India। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯ 
  2. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ৪ মে ২০০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০০৮