করিমগঞ্জ লোকসভা কেন্দ্র

আসামের লোকসভা কেন্দ্র

করিমগঞ্জ লোকসভা নির্বাচনী কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের, আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম। করিমগঞ্জহাইলাকান্দি জেলায় অবস্থিত এই আসনটি তফসিলি জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত।[১][২]

করিমগঞ্জ লোকসভা কেন্দ্র
Karimganj Lok Sabha 2008.svg
আসামে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অবস্থান
অস্তিত্ব১৯৫২ – বর্তমান
সংরক্ষণতফসিলি জাতি
বর্তমান সাংসদকৃপানাথ মল্ল
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
নির্বাচনের বছর২০১৯
রাজ্যআসাম
মোট ভোটদাতা১৩,৩৮,০০৫
বিধানসভা কেন্দ্র

ভোটার পরিসংখ্যানসম্পাদনা

২০১৪ খ্রিস্টাব্দে আসাম লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১১,৬৫,৯৯৭ জন।[৩] যার মধ্যে ৬,১৫,১৯৮ জন পুরুষ, ৫,৫০,৭৯৯ জন নারী ছিলেন ও কোনো তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন না।

২০১৯ খ্রিস্টাব্দে করিমগঞ্জ কেন্দ্রের ভোটার সংখ্যা বেড়ে হয় ১৩,৩৮,০০৫ জন।[৪] ভোটার পরিসংখ্যান নিম্নরূপ:

লোকসভা কেন্দ্র বিধানসভা কেন্দ্র ভোটকেন্দ্রের সংখ্যা পুরুষ ভোটার মহিলা ভোটার তৃতীয় লিঙ্গের ভোটার মোট ভোটার
১. করিমগঞ্জ ১. রাতাবাড়ী (তজা) ২০২ ৮৪,৬৩৭ ৭৭,০৯৫ ১,৬১,৭৩২
২. পাথারকান্দি ২১৩ ৮৯,৮৬৭ ৮১,৫৮০ ১,৭১,৪৪৯
৩. করিমগঞ্জ উত্তর ২৩৩ ৯৬,৭৬০ ৯২,৭০২ ১,৮৯,৪৬২
৪. করিমগঞ্জ দক্ষিণ ২২৫ ৯২,১৬৬ ৮৬,১৫০ ১,৭৮,৩২০
৫. বদরপুর ১৯২ ৭৯,২২৪ ৭৫,০৭২ ১,৫৪,২৯৮
৬. হাইলাকান্দি ২০৮ ৮১,৫৭৩ ৭৫,৪৮৯ ১,৫৭,০৬৯
৭. কাটলীছড়া ২৩৪ ৯০,৫৬৮ ৮২,৮৮৪ ১,৭৩,৪৫৫
৮. আলগাপুর ২১৪ ৮১,৮৪৩ ৭০,৩৭৭ ১,৫২,২২০
১,৭২১ ৬,৯৬,৬৩৮ ৬,৪১,৩৪৯ ১৮ ১৩,৩৮,০০৫

বিধানসভা কেন্দ্রসমূহসম্পাদনা

করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে রয়েছে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রসমূহ:-[৫]

নির্বাচনী কেন্দ্র সংখ্যা নাম সংরক্ষণ (তফসিলি জাতি / তফসিলি উপজাতি / নেই) জেলা দল বিধায়ক
রাতাবাড়ী তফসিলি জাতি করিমগঞ্জ

বিজেপি

বিজয় মালাকার
পাথারকান্দি নেই করিমগঞ্জ

বিজেপি

কৃষ্ণেন্দু পাল
উত্তর করিমগঞ্জ নেই করিমগঞ্জ আইএনসি কমলাক্ষ দে পুরকায়স্থ
দক্ষিণ করিমগঞ্জ নেই করিমগঞ্জ আইএনসি সিদ্দিক আহমেদ
বদরপুর নেই করিমগঞ্জ এআইইউডিএফ আব্দুল আজীজ
হাইলাকান্দি নেই হাইলাকান্দি এআইইউডিএফ জাকির হোসেন লস্কর
কাটলীছড়া নেই হাইলাকান্দি এআইইউডিএফ সুজাম উদ্দিন লস্কর
আলগাপুর নেই হাইলাকান্দি এআইইউডিএফ নিজাম উদ্দিন চৌধুরী

সাংসদগণসম্পাদনা

নির্বাচনী বছর জয়ী প্রার্থী দল
১৯৬২ নীহাররঞ্জন লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬৭ নীহাররঞ্জন লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭১ নীহাররঞ্জন লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ নীহাররঞ্জন লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৮০ নীহাররঞ্জন লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস (স্বতন্ত্র)
১৯৮৪ সুদর্শন দাশ ভারতীয় কংগ্রেস (সমাজবাদী)
১৯৯১ দ্বারকানাথ দাস ভারতীয় জনতা পার্টি
১৯৯৬ দ্বারকানাথ দাস ভারতীয় জনতা পার্টি
১৯৯৮ নেপালচন্দ্র দাস ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৯ নেপালচন্দ্র দাস ভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৪ ললিতমোহন শুক্লবৈদ্য ভারতীয় জাতীয় কংগ্রেস
২০০৯ ললিতমোহন শুক্লবৈদ্য ভারতীয় জাতীয় কংগ্রেস
২০১৪ রাধেশ্যাম বিশ্বাস নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা
২০১৯ কৃপানাথ মল্ল ভারতীয় জনতা পার্টি

নির্বাচন ফলাফলসম্পাদনা

২০১৯ সাধারণ নির্বাচনসম্পাদনা

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯: করিমগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৃপানাথ মল্ল ৪,৭৩,০৪৬ ৪৪.৬২ +১৫.২২
গণতান্ত্রিক মোর্চা রাধেশ্যাম বিশ্বাস ৪,৩৪,৬৫৭ ৪১.০০ +০.০৯
কংগ্রেস স্বরূপ দাস ১,২০,৪৫২ ১১.৩৬ -১৪.১৮
তৃণমূল চন্দন দাস ৪,৮৭০ ০.৪৬ অপ্রাসঙ্গিক
এসইউসিআই(সি) প্রভাসচন্দ্র সরকার ১,১৬৬ ০.১১ -০.২৪
উপরের কোনোটিই নয় নেই ৬,৫৫৫ ০.৬২ +০.১৪
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,৩৮৯ ৩.৬২ -৭.৮৯
ভোটার উপস্থিতি ১০,৬১,১৬০ ৭৯.১৮ +৩.১১
গণতান্ত্রিক মোর্চা থেকে বিজেপি অর্জন করেছে সুইং +৩.৭১

[৬]

২০১৪ সাধারণ নির্বাচনসম্পাদনা

ভারতের সাধারণ নির্বাচন, ২০১৪: করিমগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা রাধেশ্যাম বিশ্বাস ৩,৬২,৮৬৬ ৪০.৯১ +৪.১৭
বিজেপি কৃষ্ণ দাস ২,৬০,৭৭২ ২৯.৪০ +৭.৬৭
কংগ্রেস ললিতমোহন শুক্লবৈদ্য ২,২৬,৫৬২ ২৫.৫৪ -১২.৩৫
অগপ রবীন্দ্রনাথ চৌধুরী ৫,৫৫৬ ০.৬৩ +০.৬৩
আপ তরুণ কুমার দাস ৩,৬৫৮ ০.৪১ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র সুজিত মল্লিক ৩,৪৩৭ ০.৩৯ অপ্রাসঙ্গিক
এসইউসিআই(সি) প্রভাসচন্দ্র সরকার ৩,১১৪ ০.৩৫ +০.১৭
স্বতন্ত্র সজলেন্দু মালাকার ২,৪৬৫ ০.২৮ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র গৌতম মালাকার ২,৪৪৭ ০.২৮ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র প্রদীপ শুক্লবৈদ্য ২,৩৯২ ০.২৭ অপ্রাসঙ্গিক
এসপি রিংকু মালাকার ২,২৭৫ ০.২৬ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র সবুজ দাস ১,৯৭৪ ০.২২ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র সঞ্জীত কুমার দাস ১,৮৮০ ০.২১ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র পিন্টু মালাকার ১,৬৬৪ ০.১৯ অপ্রাসঙ্গিক
স্বতন্ত্র মহানন্দা দাস ১,৫৯২ ০.১৮ অপ্রাসঙ্গিক
উপরের কোনটিই নয় নেই ৪,২৬৬ ০.৪৮ অপ্রাসঙ্গিক
সংখ্যাগরিষ্ঠতা ১,০২,০৯৪ ১১.৫১ +১০.৩৬
ভোটার উপস্থিতি ৮,৮৭,৭৮২ ৭৬.১৪
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

[৭]

২০০৯ সাধারণ নির্বাচনসম্পাদনা

ভারতের সাধারণ নির্বাচন, ২০০৯: করিমগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস ললিতমোহন শুক্লবৈদ্য ২,৫৯,৭১৭ ৩৭.৮৯
গণতান্ত্রিক মোর্চা রাজেশ মল্ল ২,৫১,৭৯৭ ৩৬.৭৩
বিজেপি সুধাংশু দাস ১,৪৮,৯৪৫ ২১.৭৩
সংখ্যাগরিষ্ঠতা ৭,৯২০ ১.১৬
ভোটার উপস্থিতি ৬,৮৫,৪২০ ৬৪.১৩
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০০৪ সাধারণ নির্বাচনসম্পাদনা

ভারতের সাধারণ নির্বাচন, ২০০৪: করিমগঞ্জ
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস ললিতমোহন শুক্লবৈদ্য ৩,২১,০৫৯ ৪৭.৮১
বিজেপি পরিমল শুক্লবৈদ্য ২,২৯,১১১ ৩৪.১২
অগপ নেপালচন্দ্র দাস ১,০৬,৫৪৬ ১৫.৮৭
স্বতন্ত্র বাবুলরাম দাস ৩,৯২৫ ০.৫৮
স্বতন্ত্র সুশীলকুমার দাস ৩,৬৪১ ০.৫৪
স্বতন্ত্র রাধাকান্ত তাঁতি ২,৮৬২ ০.৪৩
স্বতন্ত্র লোকেন্দ্র রায় ২,৩৮৬ ০.৩৬
স্বতন্ত্র বাবুল রায় ১,৯৬০ ০.২৯
সংখ্যাগরিষ্ঠতা ৯১,৯৪৮
ভোটার উপস্থিতি ৬,৭১,৪৯১ ৬৮.৯১
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্রসম্পাদনা

  1. "India Today General election 2019 Karimganj Constituency"। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২১ 
  2. First Post lok sabha 2019 exit poll
  3. News 18 India lok Sabha election results
  4. http://ceoassam.nic.in/ls2004/ls2019.html
  5. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)আসাম (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৫ 
  6. Lok Sabha election 2019 results Karimganj
  7. The Sentinel. 16 candidates file nomination in Karimganj ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৯-২৪ তারিখে

আরও দেখুনসম্পাদনা