পাথারকান্দি বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

পাথারকান্দি বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলদুটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসভারতীয় জনতা পার্টি (উভয় পাঁচ বার)।

পাথারকান্দি
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ২ নং চিহ্নিত কেন্দ্রটি পাথারকান্দি
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ২ নং চিহ্নিত কেন্দ্রটি পাথারকান্দি
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকরিমগঞ্জ
কেন্দ্র নং.
লোকসভা কেন্দ্র১. করিমগঞ্জ
নির্বাচনী বছর১,৯০,৪৩৪ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৯০,৪৩৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৭,৯৩৬ জন এবং নারী ভোটার ৯২,৪৯২ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪৪।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৫৫,৪৭২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮২,৮৭৭ জন এবং নারী ভোটার ৭২,৫৯৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৪২,৯২৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৫,৩৯৫ জন এবং নারী ভোটার ৬৭,৫২৮ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ কৃষ্ণেন্দু পাল বিজেপি ২০১৬-বর্তমান
২০১৬
২০১১ মণিলাল গোয়ালা আইএনসি ২০১১-১৬
২০০৬ কার্তিক সেনা সিনহা বিজেপি ২০০৬-১১
২০০১ মণিলাল গোয়ালা আইএনসি ২০০১-০৬
১৯৯৬ সুখেন্দু শেখর দত্ত বিজেপি ১৯৯৬-০১
১৯৯১ মধুসূদন তিওয়ারি ১৯৯১-৯৬
১৯৮৫ মণিলাল গোয়ালা আইএনসি ১৯৮৫-৯১
১৯৮৩ মইনুদ্দিন স্বতন্ত্র ১৯৮৩-৮৫
১৯৭৮ মহ ফখরুল ইসলাম ১৯৭৮-৮৩
১৯৭২ বিশ্বনাথ উপাধ্যায় আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ মোতিলাল কানু স্বতন্ত্র ১৯৬৭-৭২
১৯৬২ রামদেব মল্ল আইএনসি ১৯৬২-৬৭
১৯৫৭ বিশ্বনাথ উপাধ্যায় স্বতন্ত্র ১৯৫৭-৬২
১৯৫১ গোপেশ নমঃশূদ্র সিপিআই ১৯৫১-৫৭

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : পাথারকান্দি[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৃষ্ণেন্দু পাল ৭৪,৮৪৬ ৪৯.৬৬% +১১.৭৩
কংগ্রেস শচীন সাহু ৭০,৩৭৯ ৪৬.৭০% +২০.৫৮
স্বতন্ত্র শিহাবউদ্দিন আহমেদ ১,০২০ ০.৬৮% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,২৮৮ ০.৮৫% +০.০২
জয়ের ব্যবধান ৪,৪৬৭ ২.৯৯% -৪.৫৬
ভোটার উপস্থিতি ১,৪৯,৪১৯ ৭৮.৫১% -০.৬৮
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +১১.৭৩

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: পাথারকান্দি
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৃষ্ণেন্দু পাল ৪৬,৫৪৪ ৩৭.৯৩ +২৯.০৮
গণতান্ত্রিক মোর্চা ড. দেবেন্দ্রকুমার সিনহা ৩৭,২৭৬ ৩০.৩৮ -৮.৮৫
কংগ্রেস মণিলাল গোয়ালা ৩২,০৪৮ ২৬.১২ -১৬.১৪
সিপিআই(এম) কৃপেশরঞ্জন দাশগুপ্ত ১,৬৩৮ ১.৩৩ -৪.৫৩
স্বতন্ত্র কবীর আহমেদ ৮৯২ ০.৭২ অপ্রযোজ্য
স্বতন্ত্র রহিমুদ্দিন আহমেদ ৭৪৩ ০.৬০ অপ্রযোজ্য
এসপি মিশবাকউদ্দিন ৫৯৯ ০.৪৮ -০.০৯
এসইউসিআই(সি) দেবাংশু নাথ ৫০৯ ০.৪১ -০.৩১
স্বতন্ত্র আসাদুদ্দিন আহমেদ ৫০১ ০.৪০ অপ্রযোজ্য
স্বতন্ত্র নিতাই দে ৪৯৫ ০.৪০ অপ্রযোজ্য
স্বতন্ত্র নীহাররঞ্জন দেবনাথ ৪১৯ ০.৩৪ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,০৩০ ০.৮৩ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৯,২৬৮ ৭.৫৫ +৪.৫২
ভোটার উপস্থিতি ১,২২,৬৯৪ ৭৯.১৯ +৩.১৮
নিবন্ধিত ভোটার ১,৫৪,৯২৪
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১: পাথারকান্দি
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস মণিলাল গোয়ালা ৪৪,৯৮৬ ৪২.২৬ +১৯.০১
গণতান্ত্রিক মোর্চা কার্তিক সেনা সিনহা ৪১,৭৬২ ৩৯.২৩ +৪.৮৩
বিজেপি সুখেন্দু শেখর দত্ত ৯,৪২৪ ৮.৮৫ -২৮.১১
সিপিআই(এম) কৃপেশরঞ্জন দাশগুপ্ত ৬,২৩৪ ৫.৮৬ অপ্রযোজ্য
স্বতন্ত্র নিখিল কুমার সেন ১,৪১৭ ১.৩৩ অপ্রযোজ্য
তৃণমূল রূপম নন্দী পুরকায়স্থ ১,২৬৭ ১.১৯ অপ্রযোজ্য
এসইউসিআই(সি) দেবাংশু নাথ ৭৬৪ ০.৭২ অপ্রযোজ্য
এসপি মঈনুদ্দিন চৌধুরী ৬০২ ০.৫৭ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৩,২২৪ ৩.০৩ +০.৪৭
ভোটার উপস্থিতি ১,০৬,৪৫৬ ৭৬.০১ +২.৭২
নিবন্ধিত ভোটার ১,৪০,০৫৭
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০০৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০০৬: পাথারকান্দি
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কার্তিক সেনা সিনহা ৩৭,২২০ ৩৬.৯৬
গণতান্ত্রিক মোর্চা কে. এম. বাহারুল ইসলাম ৩৪,৬৪০ ৩৪.৪০
কংগ্রেস মণিলাল গোয়ালা ২৩,৪১০ ২৩.২৫
স্বতন্ত্র দেবাংশু নাথ ১,৬০১ ১.৫৯
জেডিএস মঈনুল হক ১,৪৪২ ১.৪৩
অগপ নন্দীশ্বর মুখোপাধ্যায় ৮৯৯ ০.৮৯
স্বতন্ত্র আব্দুল হামিদ ৮৬৬ ০.৮৬
স্বতন্ত্র তাজুদ্দিন ৬২২ ০.৬২
সংখ্যাগরিষ্ঠতা ২,৫৮০ ২.৫৬
ভোটার উপস্থিতি ১,০০,৭০০ ৭৩.২৯
নিবন্ধিত ভোটার ১,৩৭,৪০৩
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Patharkandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/patharkandi-election-result-s03a002/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।