হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

হাইলাকান্দি বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।

হাইলাকান্দি
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬ নং চিহ্নিত কেন্দ্রটি হাইলাকান্দি
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬ নং চিহ্নিত কেন্দ্রটি হাইলাকান্দি
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাহাইলাকান্দি
কেন্দ্র নং.
লোকসভা কেন্দ্র১. করিমগঞ্জ
নির্বাচনী বছর১,৬২,৯৮৬ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬২,৯৮৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৩,৮৮৯ জন এবং নারী ভোটার ৭৯,০৯৭ জন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ২০২১ সালে ভোটার লিঙ্গানুপাত ৯৪৩।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪৫,০৬৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৬,৬৪১ জন এবং নারী ভোটার ৬৮,৪২৮ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩১,৭৮৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬৯,৭০৬ জন এবং নারী ভোটার ৬২,০৮০ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ জাকির হোসেন লস্কর এআইইউডিএফ ২০২১-বর্তমান
২০১৬ আনোয়ার হোসেন লস্কর ২০১৬-২১
২০১১ আবদুল মুহিব মজুমদার আইএনসি ২০১১-১৬
২০০৬ হাজি সালিম উদ্দিন বড়ভুঁইয়া এআইইউডিএফ ২০০৬-১১
২০০১ শাহাব উদ্দিন চৌধুরী স্বতন্ত্র ২০০১-০৬
১৯৯৬ আবদুল মুহিব মজুমদার স্বতন্ত্র ১৯৯৬-০১
১৯৯১ চিত্তেন্দ্র নাথ মজুমদার বিজেপি ১৯৯১-৯৬
১৯৮৫ আবদুল মুহিব মজুমদার আইএনসি ১৯৮৩-৯১
১৯৮৩
১৯৭৮ দীপক ভট্টাচার্য সিপিআই(এম) ১৯৭৮-৮৩
১৯৭২ আব্দুর রহমান চৌধুরী আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ আব্দুল মোতালিব মজুমদার ১৯৬৭-৭২
১৯৬২ রামপ্রীত রুদ্রপাল স্বতন্ত্র ১৯৬২-৬৭
১৯৫৭ আব্দুল মোতালিব মজুমদার আইএনসি ১৯৫২-৬২
১৯৫২

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : হাইলাকান্দি[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা জাকির হোসেন লস্কর ৭১,০৫৭ ৫৫.১৫% +১৮.৩০
বিজেপি মিলন দাস ৪৭,৩০৩ ৩৬.৭২% +২.১৮
স্বতন্ত্র হেলাল উদ্দিন লস্কর ৬,৫৮৩ ৫.১১% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৩,৮৯৩ অপ্রযোজ্য
জয়ের ব্যবধান ২৩,৭৫৪ ১৮.৪৩% +১৬.১২
ভোটার উপস্থিতি ১,২৮,৮৩৬ ৭৮.৮০% +০.৬৭
গণতান্ত্রিক মোর্চা নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : হাইলাকান্দি[৬]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা আনোয়ার হোসেন লস্কর ৪১,৬৪৭ ৩৬.৮৫
বিজেপি সৌম্যজিৎ দত্তচৌধুরী ৩৯,০৩৯ ৩৪.৫৪
স্বতন্ত্র জাকির হোসেন লস্কর ১৫,৬৩৩ ১৩.৮৩
কংগ্রেস আনাম উদ্দিন লস্কর ৯,২৮৭ ৮.২১
স্বতন্ত্র হাজি সালিম উদ্দিন বড়ভূঁইয়া ১,১১৯ ০.৯৯
স্বতন্ত্র প্রেমরাজ গোয়ালা ১,১০৪ ০.৯৭
এসপি সমির উদ্দিন লস্কর ৬০২ ০.৫৩
স্বতন্ত্র ফখরুল আলম মাজারভূঁইয়া ৫৭৯ ০.৫১
স্বতন্ত্র আলী হোসেন মীর ৪৩০ ০.৩৮
স্বতন্ত্র নীরেন দাস ৩৭৬ ০.৩৩
এনসিপি অজিত কুমার পাল ৩৭২ ০.৩২
স্বতন্ত্র লুৎফুর রহমান লস্কর ৩৬৬ ০.৩২
স্বতন্ত্র অমিত কুমার দেব ৩৬৩ ০.৩২
স্বতন্ত্র মিতুজ্জামান লস্কর ২৪৪ ০.২১
স্বতন্ত্র পারবেজ খসরু লস্কর ২২৮ ০.২০
স্বতন্ত্র অমরচাঁদ ভৌমিক ২১১ ০.১৮
স্বতন্ত্র বুরহান উদ্দিন বড়ভূঁইয়া ১৯৯ ০.১৭
স্বতন্ত্র সাহারুজ্জামান লস্কর ১৮০ ০.১৫
স্বতন্ত্র আবুল হোসেন বড়ভূঁইয়া ১৭৬ ০.১৫
এসইউসিআই(সি) সুশীল পাল ১৬৩ ০.১৪
স্বতন্ত্র অধীর চন্দ ১৫৮ ০.১৩
স্বতন্ত্র অজয় কুমার রায় ১২২ ০.১০
স্বতন্ত্র শঙ্কর চক্রবর্তী ১১৪ ০.১০
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ২৮১ ০.২৪
সংখ্যাগরিষ্ঠতা ২,৬০৮ ২.৩১
ভোটার উপস্থিতি ১,১২,৯৯৩ ৭৮.১৩
নিবন্ধিত ভোটার ১,৪৪,৬০৫
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Hailakandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/hailakandi-election-result-s03a006/
  4. "List of Wiining MLA's from Hailakandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)। 
  6. ASSAM ELECTIONS 2016 RESULTS