আলগাপুর বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

আলগাপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলদুটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসঅসম গণ পরিষদ (উভয় চার বার)।

আলগাপুর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৮ নং চিহ্নিত কেন্দ্রটি আলগাপুর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৮ নং চিহ্নিত কেন্দ্রটি আলগাপুর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাহাইলাকান্দি, কাছাড়
কেন্দ্র নং.
লোকসভা কেন্দ্র১. করিমগঞ্জ
নির্বাচনী বছর১,৬৩,০৪৯ (২০২১)

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের আদেশ অনুসারে, আলগাপুর বিধানসভা কেন্দ্রটি হাইলাকান্দি জেলার হাইলাকান্দি থানায় ১ নং সারকেল এবং কাছাড় জেলার শিলচর থানায় ২৩ ও ২৪ নং সারকেল নিয়ে গঠিত।

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬৩,০৪৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৯০৫ জন এবং নারী ভোটার ৭৭,১৪০ জন। এছাড়াও চারজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। আলগাপুর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৮৯৮।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৪৩,৭১৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৭,৮০৬ জন এবং নারী ভোটার ৬৫,৯০৮ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩১,৬২৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭১,০১৮ জন এবং নারী ভোটার ৬০,৬০৬ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ নিজামুদ্দিন চৌধুরী এআইইউডিএফ ২০১৬-বর্তমান
২০১৬
২০১৩ মন্দিরা রায় আইএনসি ২০১৩-১৬
২০১১ সহীদুল আলম চৌধুরী অগপ ২০১১-১৩
২০০৬ রাহুল রায় আইএনসি ২০০৬-১১
২০০১ সহীদুল আলম চৌধুরী অগপ ১৯৯১-২০০৬
১৯৯৬
১৯৯১
১৯৮৫ সহীদুল আলম চৌধুরী স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮০ মৌলানা আব্দুল জলিল চৌধুরী আইএনসি ১৯৮০-৮৫
১৯৭৮ নেপালচন্দ্র দাস ১৯৭৮-৮০

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : আলগাপুর[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা নিজাম উদ্দিন চৌধুরী ৬৬,৭৮৫ ৪৯.৪৬% +৭.১৬
বিজেপি মুন স্বর্ণকার ৪৯,১৮১ ৩৬.৪২% +৮.৯৮
অগপ আফতাব উদ্দিন লস্কর ৭,৫৪৯ ৫.৫৯% +০.৭২
স্বতন্ত্র বাবুল কুমার ২,৩৪৩ ১.৭৪৬৮% অপ্রযোজ্য
স্বতন্ত্র ডেইজি রায় ১,৬০১ ১.১৯% অপ্রযোজ্য
স্বতন্ত্র বদরুল ইসলাম বড়ভূঁইয়া ১,৪০৩ ১.০৪% অপ্রযোজ্য
স্বতন্ত্র মনোজ কুমার মালাকার ৭৯৪ ০.৫৯% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৫,৩৭০ ৩.৯৭
জয়ের ব্যবধান ১৭,৬০৪ ১৩.০৪% -১.৮২
ভোটার উপস্থিতি ১,৩৫,০২৬ ৮২.৭৩% -০.৪৮
গণতান্ত্রিক মোর্চা নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: আলগাপুর[৬]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা নিজাম উদ্দিন চৌধুরী ৫০,৫৩১ ৪২.৩০ -৪.৪৭
বিজেপি কৌশিক রায় ৩২,৭৭৭ ২৭.৪৪ +২৪.৯৭
কংগ্রেস রাহুল রায় ২৫,৯২৭ ২১.৭০ -২৫.৮৯
অগপ মেহনাজ শাহেদ চৌধুরী ৫,৮২২ ৪.৮৭ +৪.০৩
এসপি শহিদুল ইসলাম লস্কর ৫৮৫ ০.৪৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র আহমেদ হোসেন লস্কর ৫০৯ ০.৪৩ অপ্রযোজ্য
স্বতন্ত্র রাজু দাস ৪৭৫ ০.৩৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র রুপু দেব ৪৭৫ ০.৩৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র সামিন আহ্মেদ চৌধুরি ৪৬১ ০.৩৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র আহমেদ করিম বড়ভূঁইয়া ২,৬০,২৬০ ০.২১ অপ্রযোজ্য
স্বতন্ত্র ইমাদুল ইসলাম লস্কর ২২৯ ০.১৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র বিনায়ক দেব ২২২ ০.১৮ অপ্রযোজ্য
স্বতন্ত্র কাজী মোজাক্কির হোসেন ১৭৯ ০.১৫ অপ্রযোজ্য
স্বতন্ত্র সালেহ আহমেদ মজুমদার ১৭৩ ০.১৪ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৭৬৮ ০.৬৪ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৭৫৪ ১৪.৮৬ +১৪.০৪
ভোটার উপস্থিতি ১,১৯,৪৩২ ৮৩.২১ +৪.৪২
নিবন্ধিত ভোটার ১,৪৩,৫৩৭
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

২০১৩ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা উপনির্বাচন, ২০১৩: আলগাপুর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস মন্দিরা রায় ৫২,৮১৪ ৪৭.৫৯
গণতান্ত্রিক মোর্চা মাহবুবুল হাসান লস্কর ৫১,৮৯৯ ৪৬.৭৭
বিজেপি শশধর পাল ২,৭৪২ ২.৪৭
অগপ কামরুল ইসলাম চৌধুরী ৯৩৩ ০.৮৪
স্বতন্ত্র মতিউর রহমান বড়ভূঁইয়া ৬৩৪ ০.৫৭
স্বতন্ত্র হাছান রাজার লস্কর ৫৯৮ ০.৫৪
স্বতন্ত্র শহীদুল্লাহ আহমেদ মজুমদার ৩৩৩ ০.৩০
স্বতন্ত্র অলোকেশ ভট্টাচার্য ২৯০ ০.২৬
স্বতন্ত্র বাহারুল ইসলাম মজুমদার ২১৫ ০.১৯
স্বতন্ত্র কামরুদ্দিন আহমেদ চৌধুরী ১৮০ ০.১৬
স্বতন্ত্র ইকরামুল হক বড়ভূঁইয়া ১৭৫ ০.১৬
স্বতন্ত্র ইসলাম উদ্দিন লস্কর ১৫৬ ০.১৪
সংখ্যাগরিষ্ঠতা ৯১৫ ০.৮২
ভোটার উপস্থিতি ১,১০,৯৬৯ ৭৮.৭৯
নিবন্ধিত ভোটার ১,৪০,৮৩১
অগপ থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Algapur constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/algapur-election-result-s03a008/
  4. "List of Wiining MLA's from algapur Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)। 
  6. "Algapur Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs"। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬