শাহলা খাতুন
ডাঃ শাহলা খাতুন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
শাহলা খাতুন | |
---|---|
জন্ম | সিলেট |
জাতীয়তা | 🇧🇩 বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | ঢাকা মেডিকেল কলেজ |
পেশা | চিকিৎসা |
পিতা-মাতা |
|
আত্মীয় | এ কে আব্দুল মোমেন (ভাই) আবুল মাল আবদুল মুহিত (ভাই) মৌলভী আব্দুল করীম (দাদীর চাচা) আব্দুল হামীদ (দাদীর ভাই) |
সম্মাননা | জাতীয় অধ্যাপক |
জন্ম ও বংশসম্পাদনা
শাহলা খাতুন সিলেটে জন্মগ্রহণ করে। তাঁর বাবা আবু আহমদ আব্দুল হাফিজ উকিল মিঞা ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সিলেট শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এবং সিলেট গণভোট ও পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিলেন।[১] তাঁর মা সৈয়দা শাহার বানু চৌধুরী ছিলেন বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেত্রী এবং সুফী কবি সৈয়দ আশহর আলী চৌধুরীর নাতনী। তাঁর দাদা খান বাহাদুর আব্দুর রহীম ছিলেন রায়নগরের মুন্সী আব্দুল কাদের ও মতি বিবি বিনতে মুহম্মদ উজায়েরের ছেলে। তাঁদের আদিবাড়ি ছিল দর্জিপাড়ায়, পরে সোনারপাড়া থেকে মোখতার খাঁন কিরমানী মহল্লায় চলে যান। তাঁর দাদী হাফিজা বানু ছিলেন পাঠানটুলার আব্দুল কাদেরের মেয়ে, মৌলভী আব্দুল করীমের ভাতিজি এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামীদের বোন।[২] তাঁর ১৪ ভাইবোনের মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।[৩][৪]
পেশাসম্পাদনা
শাহলা খাতুন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার তৎকালীন সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে পাঠালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষা করেন । [৫] তিনি বাংলাদেশ সরকারের জাতীয় অধ্যাপক পদে ভূষিত হন। [৬] তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন । [৭]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। sylhetsadar.sylhet.gov.bd। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ কামাল শাহ, সম্পাদক (জুলাই ২০০০)। আবু আহমদ আবদুল হাফিজ জন্মশতবার্ষিকী স্মারক।
- ↑ মুহিত আগের চেয়ে ভালো আছেন, জানালেন ভাই মোমেন, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম, ৫ আগস্ট ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ‘জীবনটা নিয়ে আমি সন্তুষ্ট’, প্রথম আলো, ২৫ জানুয়ারি ২০১৭
- ↑ "Hasina risks total hearing loss: doctor"। independent-bangladesh.com। ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Women, men must progress unitedly"। Prothom Alo। ৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "National Prof. Dr. Shahla Khatun : Gynaecology and Obstetrics (Pregnancy, Menstrual, Uterus, Female) | Doctorola.com"। doctorola.com। ৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |