শায়েস্তাগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ জেলার একটি পৌরসভা

শায়েস্তাগঞ্জ পৌরসভা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি স্থানীয় সরকার ব্যবস্থা সংগঠন। এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘গ’’ শ্রেনীভূক্ত পৌরসভা।[]

শায়েস্তাগঞ্জ পৌরসভা
স্থানীয় সরকার
শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রতীক
ইতিহাস
শুরু১৯৯৮[]
নেতৃত্ব
পৌর মেয়র
ফরিদ আহমেদ অলি
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
শায়েস্তাগঞ্জ পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
শায়েস্তাগঞ্জ পৌরসভা

অবস্থান ও আয়তন

সম্পাদনা

শায়েস্তাগঞ্জ পৌরসভাটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত।[] এই পৌর এলাকাটির আয়তন ১০.৪০ বর্গ কিলোমিটার।[]

ইতিহাস

সম্পাদনা

শায়েস্তাগঞ্জ পৌরসভাটি ১৯৯৮ সালে গঠিত হয় এবং ২০১৩ সাল থেকে 'প্রথমশ্রেণির পৌরসভা' হিসাবে পরিগণিত হয়।[]

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শিল্প ও সংস্কৃতি

সম্পাদনা

প্রশাসনিক উপাত্ত

সম্পাদনা

নির্বাচিত জন-প্রতিনিধি

সম্পাদনা

২০২০ সালের ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী ফরিদ আহমেদ অলি মেয়র পদে নির্বাচিত হয়েছেন। [১]

মেয়র

ফরিদ আহমেদ অলি

কাউন্সিলর

মোঃ রজব আলী - ১নং ওয়ার্ড

আব্দুল জলিল - ২নং ওয়ার্ড

মোহাম্মদ মাসুক মিয়া - ৩নং ওয়ার্ড

মোঃ জালাল উদ্দিন মোহন - ৪নং ওয়ার্ড

মোঃ আব্দুল গফুর - ৫নং ওয়ার্ড

মোঃ ফাহিন হোসেন - ৬নং ওয়ার্ড

মোহাম্মদ তাহির মিয়া খান - ৭নং ওয়ার্ড

মোহাম্মদ আলী আহাদ - ৮নং ওয়ার্ড

আব্বাস উদ্দিন - ৯নং ওয়ার্ড

মহিলা কাউন্সিলর

আছমা আক্তার

আফসানা ডলি

তহুরা খাতুন লাইজু

জনসংখ্যা উপাত্ত

সম্পাদনা

শায়েস্তাগঞ্জ পৌরসভার মোট আয়তন ১০.৪০ বর্গকিলোমিটার। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে মোট ভোটার ছিল ১৬,৭১৩ জন। এর মধ্যে পুরুষ ৮,৩৩৫ জন এবং মহিলা ৮,৩৭৮ জন।

ওয়ার্ড ও গ্রামভিত্তিক এ পৌরসভার জনসংখ্যা নিচে উল্লেখ করা হলো:

ওয়ার্ড নং গ্রামের নাম জনসংখ্যা
১নং ওয়ার্ড শ্যামপুর ২৫৩ জন
পশ্চিম বড়চর ৩৫৩ জন
নূরপুর (আংশিক) ২২৮ জন
তাপাসী ৪৩৭ জন
কুতুবেরচক ৪৫০ জন
২নং ওয়ার্ড স্টেশন রোড ৩৭১ জন
হাসপাতাল সড়ক ৮৮ জন
মহলুল সুনাম ৯৮৭ জন
দক্ষিণ বড়চর ৭৪২ জন
দাউদনগর বাজার দক্ষিণ ১০৮ জন
৩নং ওয়ার্ড রেলওয়ে কলোনী ৪৬৮ জন
বিনন্দপুর ১১৬ জন
দাউদনগর বাজার পশ্চিম ৩২ জন
চর নূর আহম্মদ (নিজগাঁও) ১০৭৯ জন
৪নং ওয়ার্ড চর নূর আহম্মদ পূর্বাংশ ১৫৫৮ জন
চর নূর আহম্মদ পশ্চিমাংশ (দাউদনগর বাজার এলাকা) ১৩৯ জন
৫নং ওয়ার্ড আলাপুর (আংশিক) ৫০ জন
চর নূর আহম্মদ পূর্বাংশ ১৭৫ জন
পূর্ব বাগুনীপাড়া ৪৯৬ জন
সুদিয়াখলা ১০২৭ জন
৬নং ওয়ার্ড লেঞ্জাপাড়া পূর্ব-পশ্চিম ১৫৫৮ জন
৭নং ওয়ার্ড উবাহাটা (আংশিক) ১৪০৪ জন
কুটিরগাঁও (আংশিক) ৩১১ জন
পুরানবাজার ১০৪ জন
৮নং ওয়ার্ড সাবাসপুর ৩৭৫ জন
লেঞ্জাপাড়া দক্ষিণ ১৪৯৯ জন
দাউদপুর ১১২ জন
৯নং ওয়ার্ড খলাপাড়া (আংশিক) ৫৪ জন
জগন্নাথপুর ৭৩২ জন
বিরামচর ১০৭৬ জন

স্বাস্থ্যসেবা

সম্পাদনা

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

শায়েস্তাগঞ্জ পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠান -

কলেজ: (১) শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, (২) জহুর চান বিবি মহিলা কলেজ

মাদ্রাসা: (১) শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।

মাধ্যমিক বিদ্যালয়: (১) শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, (২) শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, (৩) শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল।

প্রাথমিক বিদ্যালয়: (১) শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (২) শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৩) পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৪) সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৫) সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৬) বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৭) উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও শায়েস্তাগঞ্জ পৌরসভায় বেসরকারি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান (কিন্ডারগার্টেন) আছে।

নাগরিক সুযোগ-সুবিধা

সম্পাদনা

কৃষি ও অর্থনীতি

সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

দর্শনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ স্থান এবং স্থাপনা

সম্পাদনা

মাছের ঘাট, শায়েস্তাগঞ্জ স্কুল মাঠ, রেল জংশন, খোয়াই পাড়, নতুন ব্রিজ ইত্যাদি।

মৌজাসমূহ

সম্পাদনা

শায়েস্তাগঞ্জ পৌরসভার মৌজাসমূহ -

১. বড়চর, ১৫২ জেএল

২. চরনুর আহাম্মদ, ১৫৭ জেএল

৩. জগন্নাথপুর, ১৫৬ জেএল

৪. বিরামচর, ১৫৫ জেএল

৫. লেঞ্জাপাড়া, ১৫৯ জেএল

৬. সুদিয়াখলা, ১৫৮ জেএল

৭. ছালেবাদ, ১৫৪ জেএল

৮. বাগুনী পাড়া, ১৫১ জেএল

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পৌরসভায় ইউনিয়নের সেবাও মেলে না!"দৈনিক প্রথমআলো। ২৯ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "হবিগঞ্জ সদর উপজেলা সম্পর্কিত তথ্য"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন, ২০১৪। ৩ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা