ঝর্ণা দাশ পুরকায়স্থ
ঝর্ণা দাশ পুরকায়স্থ (জন্ম: ২৭শে জুলাই,১৯৪৫ সালে সুখাইড় জমিদার বাড়ি ) তিনি হলেন একজন বাংলাদেশী শিশুসাহিত্যক,কবি, লেখক ও গীতিকার। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০২২ সালে একুশে পদক লাভ করেন।[১][২]
ঝর্ণা দাশ পুরকায়স্থ | |
---|---|
জন্ম | সিলেট জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ২৭ জুলাই ১৯৪৫
পেশা | লেখক, গীতিকার |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
ধরন | শিশুসাহিত্য |
বিষয় | দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার শিশু একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাঝর্ণাদাস ১৯৪৫ সালের ২৭শে জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সুখাইড় জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। (বর্তমান বাংলাদেশ)[৩] তাঁর পৈতৃক নিবাসও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় জমিদার বাড়ি । ঝর্ণাদাস পূরকায়স্থ তিনি তার কাকা জমিদার শ্রী বিমল চন্দ্র রায় চৌধুরীর মাধ্যমেই সাহিত্যে অঙ্গনে হাতেখড়ি হয়। শিশু সাহিত্যাঙ্গনে ঝর্ণাদাস পুরকায়স্থ পাঠক নন্দিত একটি নাম। বয়সকে বেমালুম ভুলে লিখতে পারেন শৈশবে-কৈশোরে ফিরেগিয়ে অনায়াসে লিখতে পারেন ছোটদের কথা। জটিল বিষয়ও আকর্ষণীয় হয়ে উঠে তার নিপুণ লেখার গুণে । লেখিকা একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ বই-এ সহজ-সরলভাবে বিভিন্ন গল্পের মাধ্যমে ছোটদের উপযোগী করে আমাদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেছেন। নবীন প্রজন্ম হাসি-কান্নায় মেলা স্মৃতিময় গৌরবের দিনগুলোর কথা জানতে পারবে এ বইটি পড়ে। শিশু-সাহিত্যকে বিশেষভাবে সমৃদ্ধ করবে একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ বইটি ।
গ্রন্থাবলী
সম্পাদনা- আগুনের ভোর
- রং মাখা শার্ট
- লালুর মুক্তিযুদ্ধ
- জুঁই করবীর দিন
- আকাশ পরীর গল্প
- কাকাতুয়ার মন খারাপ
- প্রথম বৃষ্টি
- চিরকাল মাধবী
- শীতের ভূত
- বেহুলা
- মেঘ জ্যোৎস্নায়৷ মুক্তিযুদ্ধ
- কুসুমপুরের রাজকন্যা
- ইভানের কাজলা দিদি
- আমি দ্রৌপদী
- আনন্দলোক
- মেঘমহল
- বন্দি দিন বন্দি রাত্রি
- ডাব্বু দ্যা গ্রেট
- ক্যাপুচিনো
- দ্য ব্লু হাউস
- ম্যাজিকের চারদিন
- হিরন্ময় বৃষ্টি
- ডালির মেম পুতুল
- মেঘের কাছে ইতুর চিঠি
- টুসি আমার টুসি
- ম্যাজিশিয়ান ও মিঠুয়া
- এসো ভালোবাসা
- অন্যরকম ক্যারল
- রিমঝিমের স্বপ্নবাড়ি
- বড়মামার বানর-টুপি
- গল্প হাসি রাশি রাশি
- লালগালিচার জাদু
- জীবনের আতর গোলাপ
- ভূত ও টুনটুনের স্বপ্ন
- মুশকিল আসান মামা
- মেঘ জোছনায় টুপুর
- ময়ূরকণ্ঠী রাত
- টুলটুলের রঙ্গিন বেলুন
- টক ঝাল মিষ্টি গল্প
- মেঘের কাছে চিঠির ঝাঁপি
- গ্রাম বাংলার সেরা কাহিনি
- একুশ ও মুক্তিযুদ্ধের গল্পগুচ্ছ
- চাঁদের আলোয় রূপকথা
- লালপরী নীলপরী ও পাপলু
- আমি সন্ধ্যার মেঘ
- রাজু রোবট নয়
- রুবাই এর মামার বাড়ী
- তিতির ও ফুটফুটে মেঘ
- মুক্তিযুদ্ধের অশ্রুত বাঁশি
- শিশু-কিশোর গল্পসমগ্র
- টপকে গেল টাপ্পু
- তাতান জিপিএ ফাইভ পায়নি
- তাতুম ও লাল সবুজ মানুষ
- নীয়নের মোবাইল পকেট
- খুকুর নূপুর
- গ্রাম বাংলার সেরা গল্প
- নন্দনকাননে বৃষ্টিবিন্দু
- বরফের জুঁই
- নির্বাচিত গল্প
- শ্রেষ্ঠ গল্প ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- একুশে পদক[৫]
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার [৬]
- বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার [৭]
- বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক
- আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন স্বর্ণপদক [৪][৮]
- কমর মুশতরী স্মৃতি পুরস্কার [৯]
- অনন্যা সাহিত্য পুরস্কার
- এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
- অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার
- রিঅ্যাফ সাহিত্য পুরস্কার
- কবি সংসদ বাংলাদেশ পদক
- সাজেদুন্নেছা খাতুন চৌধুরী সাহিত্য পদক
- নন্দিনী সাহিত্য পুরস্কার
- ঢাকা সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী গোল্ড মেডেল
- রাগীব রাবেয়া সাহিত্য পুরস্কার ইত্যাদি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭' ঘোষণা"। দৈনিক যুগান্তর। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "ঝর্ণা দাশ পুরকায়স্থ - বিষয়ের খবর | সমকাল"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিশু একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ঝর্ণা দাশ পুরকায়স্থ"। দৈনিক সমকাল। ২৬ অক্টোবর ২০১৫। ৬ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ "ঝর্ণা দাশ পুরকায়স্থের 'এসো ভালোবাসা'"। প্রিয়.কম। ১৮ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক, ইত্তেফাক ৩ ফেব্রুয়ারি ২০২২
- ↑ "এবার যারা পেলেন বাংলা একাডেমি পুরস্কার"। কালের কণ্ঠ। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৮।
- ↑ "ঝর্ণা দাশ পুরকায়স্থ পাচ্ছেন শিশু একাডেমি সাহিত্য পুরস্কার"। দৈনিক জনকণ্ঠ। অক্টোবর ২৫, ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঝর্ণা দাশ পুরকায়স্থ - বিষয়ের খবর | সমকাল"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঝর্ণা দাশ পুরকায়স্থ - বিষয়ের খবর | সমকাল"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]