দোয়ারাবাজার উপজেলা
দোয়ারাবাজার বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
দোয়ারাবাজার | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে দোয়ারাবাজার উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৩′০″ উত্তর ৯১°৩৪′০″ পূর্ব / ২৫.০৫০০০° উত্তর ৯১.৫৬৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
আসন | সুনামগঞ্জ-৫ |
আয়তন | |
• মোট | ২৬১.৫০ বর্গকিমি (১০০.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৩৭,১৮০ |
• জনঘনত্ব | ৯১০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩০৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৩৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণ ছাতক উপজেলা, পূর্বে ছাতক উপজেলা ও সিলেট সদর উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ সদর উপজেলা। সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজারের দূরত্ব প্রায় ১৫ কি.মি. । সিলেট থেকে প্রায় ৬৫ কি.মি.। দোয়ারাবাজার সুরমা নদীর উত্তর পারে হওয়ায় সড়ক পথে সরাসরি যোগাযোগ নেই। ভারত সীমান্তের কাছে হওয়ায় খুব শীত পড়ে এখানে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাদোয়ারাবাজার উপজেলায় বর্তমানে ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দোয়ারাবাজার থানার আওতাধীন।[২]
ইতিহাস
সম্পাদনাদোয়ারাবাজার নামটা এসেছে মূলত উপজেলার বাজারটি দুইবার স্থানান্তর করা থেকে। সুরমা নদীর নদীভাঙনের ফলে বাজারটিকে দুইবার স্থানান্তর করতে হয় যা সিলেটি "দুই আরা" বা দুই বার থেকে দুয়ারা বা দোয়ারা শব্দটি এসেছে। এই উপজেলা ১৯৮৫ সালে ছাতক উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়। বর্তমানে নতুন তিনটি ইউনিয়ন নিয়ে মোট ইউনিয়ন নয়টি।
নদনদী
সম্পাদনাদোয়ারাবাজার উপজেলায় রয়েছে ছয়টি নদী। সেগুলো হচ্ছে খাসিয়ামারা নদী, বোগলা নদী, সুরমা নদী, নয়াগাঙ নদী এবং চেলা নদী।[৩]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ: মুক্তিযুদ্ধের ৫ নাম্বার সেক্টরের সাবসেক্টর। এখানে রয়েছে একটি কবরস্থান যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর সন্তানেরা;
- জুমগাওঃ বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত;
- কাজল হাওর;
- পান্ডারখালের বাধ;
- পানাইল জমিদার বাড়ি।
- টেংরাটিলা গ্যাস ফিল্ড
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাশিক্ষা
সম্পাদনামুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের প্রথম বালিকা উচ্চ বিদ্যালয়।
অর্থনীতি
সম্পাদনাপ্রাকৃতিক গ্যাসক্ষেত্র টেংরাটিলা এখানে অবস্থিত।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- দেওয়ান মোহাম্মদ আজরফ –– ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যিক ও সমালোচক, জাতীয় অধ্যাপক।
- কাকন বিবি –– ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্ধা, বীরাঙ্গনা ও গুপ্তচর।
- অধ্যক্ষ ইদ্রিছ আলী –– বীরপ্রতীক ও ১৯৯৭ সালে স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক।
- আবদুল হালিম (অবঃ) –– বীরপ্রতীক ও প্রকৌশলী।
- সেজুল হোসেন –– জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, লেখক, পরিচালক ও সাংবাদিক।
- আব্দুল মজিদ –– বীরপ্রতীক।
বিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দোয়ারাবাজার"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নসমূহ - দোয়ারাবাজার উপজেলা"। dowarabazar.sunamganj.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২০।
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৩।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |