মুহাম্মদ নুরুল হক ছিলেন একজন বাংলাদেশী সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী এবং লেখক

মুহাম্মদ নুরুল হক
জন্মমার্চ ১৯, ১৯০৭ ইং
মৃত্যুসেপ্টেম্বর ২, ১৯৮৭ ইং
সমাধি হযরত শাহজালাল র. এর দরগাহ সংলগ্ন কবরস্থান, সিলেট।
নাগরিকত্ব
শিক্ষাসিলেট সরকারি আলিয়া মাদ্রাসা
প্রতিষ্ঠানপ্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকঃ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ , সিলেট
পরিচিতির কারণসাহিত্যসেবী
পিতা-মাতাহাজী মোহাম্মদ আয়াজ(বাবা)
সম্মাননাবাংলা একাডেমি ফেলোশিপ, পাকিস্তান সরকার কর্তৃক তমঘা-ই-খিদমত খেতাব (প্রত্যাখ্যান), জাতীয় গ্রন্থকেন্দ্র স্বর্ণপদক, আমিনুর রশীদ স্মৃতি স্বর্ণপদক ইত্যাদি।

কর্মজীবন সম্পাদনা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে তার নিজস্ব সম্পাদনায় "অভিযান" নামক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।[১] তিনি ৪৮ বছর ধরে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অফিসিয়াল পত্রিকা আল-ইসলাহ সম্পাদনা করেন। তিনি ছিলেন একজন মুসলিম জাতীয়তাবাদী, যিনি পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন। তিনি ১৯৪৭ সালের জুলাইয়ে সিলেট গণভোটের আয়োজন করেছিলেন যা সিদ্ধান্ত নিয়েছিল যে সিলেট ভবিষ্যতের পাকিস্তান বা ভারতের রাজ্যে যোগ দেবে কিনা। তিনি বাংলা ভাষা আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে লেখালেখি করেছিলেন । ১৯৬৩ সালের ১৯ আগস্ট তিনি পাকিস্তান সরকার তমঘা-ই-খিদমতে ভূষিত হন। ১৯৭১ সালে, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাতের পরে বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করেছিলেন এবং তার তমঘা-ই-খিদমত পুরষ্কারের নিন্দা করেছিলেন। জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তাকে স্বর্ণপদক প্রদান করে। ১৯৮৬ সালে, তিনি বাংলা একাডেমি ফেলোশিপ , লাভ করেন। [১]

বই সম্পাদনা

  • বিশ্বনেতা
  • ফারুক চরিত্রের বৈশিষ্ট্য
  • সংবাদ-পত্র সেবায় সিলেটের মুসলমান (১৯৬৯)
  • শেষ নবীর বাণী (১৯৭০)
  • অলোক স্তম্ভ (১৯৮০)
  • বিগত যুগের আর্দশ (১৯৮১)ইত্যাদি।

মৃত্যু সম্পাদনা

২ই সেপ্টেম্বর ১৯৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. নুরুল কাইয়ুম (২০১২)। "হক, মুহম্মদ নূরুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743