রাজা গিরিশ চন্দ্র রায় (১৮৪৫ - ১৯০৮) সিলেটের প্রথম রায়বাহাদুর ও একমাত্র রাজা খেতাব প্রাপ্ত ব্যক্তি। শিক্ষার প্রসারকল্পে গিরিশ চন্দ্রের অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার ১৮৯৫ সালে তাকে রায়বাহাদুর১৮৯৯ সালে রাজা উপাধিতে ভূষিত করেন।

রাজা, রায়বাহাদুর

গিরিশ চন্দ্র রায়
জন্ম১৮৪৫
মৃত্যু১৯০৮ (বয়স ৬২–৬৩)
সিলেট
নাগরিকত্বব্রিটিশ ভারত ব্রিটিশ ভারতীয়

সিলেট রায়নগরের বিখ্যাত জমিদার দেওয়ান মানিকচাঁদের পুত্র মুরারিচাঁদের সন্তানহীনা কন্যা ব্রজ সুন্দরী দেবী, থেকে গিরিশ চন্দ্রকে দত্তক নিয়েছিলেন। এভাবে তিনি রায়নগরের জমিদার মুরারিচাঁদের বিশাল সম্পত্তির মালিক হন। নিজে নিরক্ষর হলেও শিক্ষার প্রসারে তিনি তার সমস্ত বিত্ত-সম্পদ ব্যয় করেন। তিনি সিলেটের তথা আসামের প্রথম কলেজ মুরারিচাঁদ কলেজ ১৮৯২ সালে প্রতিষ্ঠা করেন। যা এমসি কলেজ নামে বহুল পরিচিত। এছাড়াও তিনি সিলেট মুরারিচাঁদ কলেজ এবং ১৮৮৬ সালে রাজা গিরিশ চন্দ্র হাই স্কুল প্রতিষ্ঠা করেন।

রাজা গিরিশ চন্দ্র রায় ১৯০৮ সালে মৃত্যুবরণ করেন।