শাহী ঈদগাহ, সিলেট

সিলেট শহরের উত্তর সীমায় অবস্থিত ঈদগাহ

সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সমুহের মধ্যে ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। [] সিলেটে ঈদের প্রধান জামাত এখানে অনুষ্ঠিত হয়। []

সিলেট শাহী ঈদগাহ
সিলেট শাহী ঈদগাহ মাঠ
অবস্থানশাহী ঈদগাহ এলাকা, কোতোয়ালী মডেল থানা, সিলেট, বাংলাদেশ
নির্মিত১৭তম শতাব্দী
স্থপতিফৌজদার ফরহাদ খাঁ
স্থাপত্যশৈলীমুঘল, বাংলা, বাংলাদেশী
শাহী ঈদগাহ, সিলেট বাংলাদেশ-এ অবস্থিত
শাহী ঈদগাহ, সিলেট
বাংলাদেশে সিলেট শাহী ঈদগাহের অবস্থান
বাম দিকের সন্মুখ প্রবেশপথ

ইতিহাস

সম্পাদনা

১৭০০ সালে প্রথম দশকে সিলেটের তদানীন্তন ফৌজদার ফরহাদ খাঁ নিজের ব্যক্তিগত উদ্যোগে, তদারকি ও তত্বাবধানে এটি নির্মাণ করেন। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে এখানে বিশাল দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং প্রায় দেড় থেকে দুই লাখ মুসল্লী এক সাথে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। উলেখ্য যে, সিলেট শহরের এ স্থানটি নানা কারণে মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। ১৭৭২ সালে ইংরেজ বিরোধী ভারত - বাংলা জাতীয়তাবাদীর প্রথম আন্দোলন সৈয়দ হাদী ও মাদী কর্তৃক এই ঈদগাহ মাঠেই শুরু হয়েছিল।[][] অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল এটি। এখানে ইংরেজ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মুহাম্মদ আলি জওহর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের মতো নেতারা এসেছেন এবং ইংরেজ বিরোধী গণ আন্দোলের আহবান জানিয়েছেন। যে কারণে এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেক।[][] ১৭৮২ সালে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মুহররমের হাঙ্গামা সংঘটিত হয়েছিল। এটি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম ব্রিটিশবিরোধী আন্দোলন।[]

পরিক্রমা

সম্পাদনা

একটি উচু টিলার উপর সিলেটের ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ অবস্থিত। মুল ভূ-খণ্ডে কারুকার্যখচিত ২২টি বৃহৎ সিঁড়ি রয়েছে। সিঁড়ি মাড়িয়ে উপরে উঠলে ১৫টি গম্বুজ সজ্জিত ঈদগাহ দেখা যায়। ঈদগাহের প্রাচীর সীমার চার দিক ঘিরে রয়েছে ছোট বড় ১০ টি গেইট। ঈদগাহের সামনে মুসল্লীদের অজুর জন্য রয়েছে বিশাল পুকুর । ঈদগাহের উত্তরে শাহী ঈদগাহ মসজিদ, পাশে সুউচ্চ টিলার ওপর বন কর্মকর্তার বাংলো, দক্ষিণে বাংলাদেশ টেলিভিশনের সিলেট কেন্দ্র, পূর্ব দিকে শাহজালালের সফরসঙ্গী শাহ মিরারজীর মাজারের পাশের টিলার ওপর রয়েছে সিলেট আবহাওয়া অফিস।[]

যাতায়ত

সম্পাদনা

সিলেট শহরের কেন্দ্রবিন্দু হতে প্রায় দুই কি.মি. দুরত্ব শাহী ঈদগাহ। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হতে ৭ কি.মি. এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে ৫ কি.মি. দুরত্বে শাহী ঈদগাহ'র অবস্থান।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সিলেট বিভাগের ইতিবৃত্ত। মোহাম্মদ মুমিনুল হক। প্রাকাশনায় - সেন্টার ফর বাংলাদেশ রিসার্চ ইউ. কে. গ্রন্থ প্রকাশকাল, সেপ্টেম্বর ২০০১।
  2. সিলেট শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ১১ এপ্রিল ২০২৪
  3. সিলেট জেলা তথ্য বাতায়ন, জেলার ঐতিহ্য ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে
  4. Jobrul Alom Shumon (২৫ আগস্ট ২০১৫)। "ইতিহাস ঐতিহ্যে আমাদের সিলেট-পর্ব ০৫"SBDNews24.com। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯